নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

যে প্রার্থনা সমগ্র পৃথিবীকে সবচেয়ে বেশী আলোচিত ও বিষ্মিত করেছিল:

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩০

যাজক জো রিট ২৩ জানুয়ারী ১৯৯৬ সালে আমেরিকার ক্যানসাস এর হাউস অব রিপ্রেজেন্টাটিভ (আইন পরিষদ) এর উদ্ভধনী অনুষ্ঠানের আলোচনায় এই প্রার্থনাটি করেন

“ওহে স্বর্গীয় পিতা আজকে আমরা তোমর সামনে দাড়িয়েছি তোমার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থনা করছি। ওহে পিতা ! তুমি আমাদের সঠিক পথের নির্দেশনা দাও। আমরা জানি যে তুমি বলেছ- দু:খ তাদের জন্য যারা ভালকে মন্দ বলে” কি›তু আমরা আজ এরুপ কর্মই করেছি। আমরা আমাদের আত্বার ভারসাম্য হারিয়ে ফেলেছি এবং আমাদের মুল্যবোধের বিপরিদে চলছি।


* আমরা স্বীকার করছি যে, আমরা তোমার নিরংকুশ সত্য বানীকে হাস্যকর বানিয়ে নিয়েছি এবং এটাকে বহুত্ববাদী বলছি।
* আমরা অন্যান্য প্রভুর পূজা করছি আর এটাকে মাল্টি- কালচারিলিজম বলছি।
* বিচ্যুতিকে সমর্থন করে এটাকে ভিন্ন লাইফস্টাইল বলছি।

* আমরা দরিদ্রদেরকে শোষন করছি আর একে লটারি বলছি
* আলস্যকে পুরষ্কৃত করছি আর একে কল্যান/ওয়েলফেয়ার বলছি
* আমরা নিজেদের মনের চয়েস বলে আমাদের অজন্মা সন্তানদের হত্যা করছি (বার্থকন্ট্রোল/ভ্রুন হত্যা)

* গর্ভপাত বিরোধীদের হত্যা করছি আর এটাাকে বৈধ বলছি
* আমরা ক্ষমতার অপব্যহার করছি আর এটাকে রাজনীতি বলছি
* আমাদের সন্তানদের শৃংখলাবোধ শেখানোকে অপছন্দ করে এটাকে
তাদের স্বকীয়তা তৈরী করা বলছি।

* আমরা অপরের সম্পদ লাভের ইচ্ছা পোষন করছি আর এটাকে এমবিশান বলছি।
* আমরা অধর্ম আর পর্নগ্রাফিতে বাতাস দুষিত করছি আর এটাকে বলছি ইচ্ছার স্বধীনতা।
* আমরা আমাদের পূর্ব-পুরুষদের বহূ বছরের মূলবোধকে হসির পাত্র বানিয়ে এটাকে বলছি আধুনিকতা/ইনলাটেনমেন্ট

ও গড! আমাদের আমাদের সন্ধান কর এবং আমাদের আত্বার অবস্থা জান। আমাদের সকল পাপ মার্জনা কর এবং মুক্ত করে দাও ।

বিশাল ক্যানসাস রাষ্ট্রে জনগন কর্তক প্রেরিত পুরুষ ও মহিলা প্রতিনিধিদেরকে তোমার পথ ও আশির্বাদ দান করএবং তোমার নির্দেশিত পথে চালাও। তাদেরকে তোমার প্রজ্ঞা দান কর যাতে তাদের গৃহীত সিদ্ধান্ত আমাদেরকে তোমার ইচ্ছার দিকে পরিচালনা করে। আমি তোমার প্রিয় পুত্র জিসু খিস্ট এর নামে তোমর কাছে প্রার্থনা করছি।

এ সময় বেশ কিছু সদস্য অনুষ্টান থেকে বের হয়ে যায় এবং এর বিরোধীতা করে এবং পৃথিবীব্যাপি আলোচিত ও সমালোচিত হয়।

লিংক: http://www.eaec.org/desk/joe_wright_prayer.htm

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৩

কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল অসংখ্য ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.