নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

Alice Bailey: গড অব ওয়াল্ডস নিউ কালচার

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৮



আলিস বেইলি বলেন ‘যখন তুমি কোন জাতিকে পরিবর্তন করতে যাবে তখন তাদের বযষ্ক ও বৃদ্ধ লোকদের নিয়ে কোন ভাবনার দরকার নেই কারণ তারা পুরাতন ঐতিহ্যোর প্রতি এত কঠোর যে তারা পরিবর্তন হবেনা। তিনি বলেছেন শিশুদের জন্য কাজ করুন বিশেষ করে ১০ বছর বা তার চেয়ে নীচের। এজন্য১৯৪৫ সাল থেকে শুরু করে এপর্যন্ত ৭০ বছরের নীচের প্রত্যোক ব্যাক্তিই্ এই প্লানের শিকার।

বেইলি উক্ত উদ্দেশ্য সাধনের জন্য ১০টি কৌশল ঘোষনা করেন।

১. শিক্ষা ব্যবস্থা থেকে গড এবং প্রার্থনকে বাতিল কর:
শিশুদেরকে খ্রীষ্টান/ধর্মীয় সংষ্কিৃতির বাধন থেকে মুক্তি দেয়ার জন্য কারিকুলাম পরিবর্তন করা। কারণ তাদের জীবন পরিচালনা করার জন্য তাদেরকে যা শিক্ষা দেয়া হবে তাতেই তারা বিশ্বাস স্থাপন ও মুল্যায়ন করতে শেখে। কিন্তু যদি গড/ঈশ্বরকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করা হয় তখন তারা অবচেতন মনেই এমন বিশ্বাস তৈরী করেেব যে, জীবন চালনার জন্য গড এর কোন প্রয়োজন নাই। স্কুলে যে সমস্থ বিষয় পড়লে পাশ হবে তাতেই ফোকাস করা হবে এবং গডকে অতিরিক্ত বিষয় হিসেবে দেখানো হবে।

২. শিশুদের উপর পিতা-মাতার কর্তত্ব কমিয়ে দাও:
শিশু ও প্যারেন্ট এর মধ্য যোগাযোগ ভেঙ্গে দাও যাতে পিতা-মাতা তাদের খ্রীষ্টান/ধর্মীয় প্রথা সন্তানদের মধ্য প্রসার করতে না পারে।
ক) অতিরিক্ত শিশু অধিকারকে প্রমোট কর; UNICEF চার্টার মতে এখন একটি শিশু তার প্যারেন্টকে ‘ আমি এটা শুনতে ও তুমি যা করতে বল তা আমি করতে চাই না’ এ ধরনের কথা বলতে পারে।

খ) শিশুদের উপর শাস্তি দান বিলোপ কর।
গ) শিক্ষকরা বাস্তবায়নের এজেন্ট: শিক্ষকরা ছাত্রকে বলবে “তোমার উপর তোমার প্যারেন্ট এর কোন অধীকার নেই যে, তাকে প্রার্থনা করা বাব বাইবেল পড়তে বলবে। তুমি তোমার জন্য।নিজেকে নিজের মতো করে চালনার জন্য তোমার অধিকার আছে”

৩. পারিবারিক কাঠামো ভেঙ্গে দাও:
ক) সেক্্রুয়ালিটিকে প্রমোট কর: বিবাহপূর্ব সেক্্র এর ধারনাকে তরুনদের জন্য মুক্ত করে দাও। ফ্রি সেক্সকে এমনভাবে উচ্চভাবে উৎসাহিত কর যাতে তারা এটাকে আনন্দের বিষয় এবং জীবনের সর্বোচ্চ পাওয়া মনে করে। প্রত্যোকে নিজেকে সেক্্রুয়ালিটি একটিভ মনে করে গর্ব বোধ করবে।
খ) এডভারটাইজ, মিডিয়া, টিভি, ম্যাগাজিন এবং ফিল্ম ইন্ডস্ট্রিতে সেক্সয়াল এনজয়কে মানব জীবনের সর্বোচ্চ পাওয়া মনে করবে।

৪. যদি সেক্স ফ্রি হয় তাহলে এ্যবোর্শনকে আইনগভাবে বৈধ এবং সহজ করে দাও: যদি জনগন সেক্সকে মজা করতে চায় তাহলে তাদেরকে ঝুকি মুক্ত করার জন্য ক্লিনিক তৈরী কর যাতে তারা সহজে এ্যবোর্শন করতে পারে। বর্তমানে কনডম, পিল ও এ্যবোর্শনকে জনসংখ্যা নিয়ন্ত্রনের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

৫. জীবনের জন্য বিবাহের ধারণা থেকে জনগনকে মুক্ত কর এবং ডিভোর্সকে আইনত ও সহজ কর:

৬. হোমোসেক্সয়ালিটিকে বিকল্প জীবন ব্যবসাথা কর: আলিস প্রায় ৭০ বছর পূর্বে প্রচার করেছেন যে, সেক্সয়াল সন্তুষ্টিই মানব জীবনের সর্বোচ্চ আনন্দ। এটি কেউ অস্বীকার করতে পারবে না এবং কাউকে বাধা দেয়া যাবে না যে সে কিভাবে তা মজা/লাভ করবে। জনগন যেভাবে বা যে উপায়ে এটা করতে চাইবে তাকে সেভাবেই করতে দেয়া হবে। যদি উভয়ে সম্মত থাকে তাহলে তা হোমোসেক্সযালিটি হোক, অথবা পশুর সাথে তাকে তা করতে দেয়া হবে। বর্তমান বিশ্বে হোমোসেক্সকে প্রমাট ও গেদেরকে অতিরিক্ত অধিকার দেয়া হচ্ছে।

৭. আর্টকে অধ:পতন করে দাও:

৮. মাইন্ডসেট পরিবর্তন করার জন্য মিডিয়া ব্যবহার কর: রেডিও, টিভি, প্রেস ও সিনেমাকে এই উদ্দেশ্য ব্যবহার কর: বিবাহ এর চেয়ে বিবাহ বহির্ভুত সেক্সকে ৮০-৯০ গুণ বেশী দেখানো। অবৈধে সেক্সকে স্বাভাবিক হিসাবে দেখানো।

৯. আন্তবিশ্বাস মুভমেন্ট তৈরী কর যাতে ধর্মীয় ঝামেলা থেকে তারা নিজেকে দুরে রাখে এবং স্বর্গ লাভের কোন ইউনিক উপায় না পায়।

১০. সরকারকে দিয়ে এইসব বৈধ ও চার্চ/ধর্মীয় প্রতিষ্টানকে দিয়ে এই পরিবর্তককে সমর্থন করিযে নাও। বর্তমান সময়ে বিভিন্ন সরকার উক্ত নীতি বাস্তবায়ন করছে এবং চার্চ বা ধর্মীয় প্রতিষ্ঠান তাকে সমর্থন দিচ্ছে। বর্তমানে United Nation এই কৌশলকে সম্পূর্নভাবে গ্রহন করেছে এবং অনেক দেশে এটাকে আইনে পরিণত করেছে। উল্লেখ্য আলিস বেইলি ফ্রিমেসন/ইলুমিনাতি এর সদস্য ছিলেন।

সোর্স লিংক: Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:০৯

রক্তিম দিগন্ত বলেছেন:
বেইলি কি এইসব প্রস্তাব দেওয়ার আগে মানসিক চিকিৎসালয়ে আঁটকে ছিল?

কিছু কিছু পয়েন্ট তো ফুল অফ ননসেন্স।

২| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১১

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাই আমি তার ১০ পয়েন্ট কৌশলটা নেট থেকে পেয়ে শুধু বাংলা ভাষায় অনুবাদ করেছি যা সোর্স লিংক থেকে আপনিও পাবেন। এর বেশী আমি জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.