![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৫ সালে ৩৪,০০০ একর বা এক লক্ষ ২ হাজার বিঘা জমির উপর তৈরী হয়েছে বিমানবন্দরটি যা পৃথিবীর ২য় সর্ববৃহৎ বিমানবন্দরের চেয়ে দ্বিগুণ। বিভিন্ন অংশের কাজ করার জন্য ভিন্ন ভিন্ন কন্ট্রাক্টরকে হায়ার করা হয় কিন্তু তাদের কাজ শেষ হবার পর বিভিন্নভাবে তাদের সকলকেই হত্যা করা হয়। অনেকের মতে প্রজেক্ট এর সম্পূর্ন্ তথ্য যাতে কেহ জানতে না পারে সেজন্য এই কৌশল নেয়া হয়। ১১০ মিলিয়ন কিউবিক গজ এলাকার মাটি সরিয়ে নেয়া হয় যা সম্পূর্ন অস্বাভাবিক।
এ কারণে অনেকের ধারণা আন্ডারগ্রাউন্ড কন্সট্রাকশনের জন্য এটি করা হয়। ৫৩০০ মাইল ফাইবার অপটিক ব্যবহার করা হয়েছে (যেখানে ইউএস এর কোস্ট টু কোস্ট দূরত্ব ৩০০০ মাইল। প্রতি মিনিটে ১০০০ গ্যালন জেট ফুয়েল পাম্প করতে পারবে যা কমারসিয়াল বিমাবন্দরের জন্য অযৗক্তিক। নির্মান সময় শেষ হবার পরও সমগ্র পৃথিবী থেকে গ্রানাইট পাথর এখানে আমদানি করা হয়েছে। বিশাল আয়তনের টানেল তৈরী করা হয়েছে যেখানে অসংখ্য ট্রাক ও ট্রেন চলাফেরা করতে পারে অথচ এখন পর্যন্ত এই টানেলের কোন ব্যবহার হয়নি।
অনেেকের ধারনা এটি ভবিষ্যতে কনসেনট্রেশন ক্যাম্প, সামরিকঘাটি,বা এলিটদের বাসস্থান হতে পারে। যেহেতু এটি টপ সিক্রেট যায়গা সেহেতু এর সম্পূর্ন বর্ণনা দেয়া সম্ভব নয় তথাপি যেগুলো প্রকাশ্য ও ওপেন সেরকম কিছু সিমবল ও বর্ণনা দেয়া হল:
ব্লুসিফার (ব্লু+ লুসিফার) ৩২ ফুট লম্বা দৈত্যাকৃতির একটি ঘোড়া যা ক্ষোভ বা রাগের প্রতীক। রাতের বেলায় এর চোখ লাল অলো ঝড়ায়। নির্মান সম্পূর্ন শেষ হবার পূর্বে স্থপতি Luis Jiménez কে এই জায়ান্ট হর্স হত্যা করে। ২০০৬ সালে ৯,০০০ পাউন্ডের বিশালাকৃতির ঘোড়ার অংশবিশেষ Luis Jiménez এর উপর পরে গেলে আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন। এরুপ দুর্ঘটনার পরেও ২০০৮ সালে বিমানকন্দরের সামনে এটি স্থাপন করা হয়।
অনেকের মতে DIA (Denever International Airport) হল Illuminati/Masons/New World Order এর গ্লোবাল শ্যাডো গভমেন্টদের গোপন আবাস। অনেকের ভাবনা DIA ভবিষ্যতে FEMA কনসেন্টেশন ক্যাম্প হিসেবে কাজ করবে। অনেকের মতে এলিয়েনদের গোপন আস্তানার সাথে আন্ডারগ্রাউন্ড নেটওযার্ক এর মাদ্যমে যোগাযোগ করার জন্য এইট তৈরী। কিছুর ধারনা বিশ্বব্যাপি ধ্বংস ও বিপর্যয়ের সময় গ্লোবাল এলিটদের গোপন আস্তানা।
The airport’s runways look like a swastika.
এটি হিটলার ব্যবহৃত সাইন সোয়াস্তিকা আকারের যা সাধারণ বিমানবন্দরের রানওয়ের আকার নয়।
The airport’s dedication stone has imagery from a secret society
মার্চ ১৯৯৪ সালে এর সুতিস্তম্ভ স্থাপন করা হয়। এতে যে সিমবল ব্যবহার করা হয়েছে তা সিক্রেট সোসাইটি ম্যাসোনিক সিমবল। সিমবলের নিচে লেখা রয়েছে “New World Airport Commission” এর সহায়তায় নির্মিত। কিন্তু “New World Airport Commission" কি সেটা?
Some people think there’s a mysterious network of underground bunkers beneath the airport.
There are some super-creepy murals that may show the New World Order’s takeover
The other is titled “Children of the World Dream of Peace,” and is supposed to represent the desire to get rid of violence in
ust a quick zoom in on this scary Nazi soldier…
…and a quote from a child who died at Auschwitz.
The devilish mustang statue outside the airport killed its sculptor while he was working on it
বাইবেলের বর্ণনা মতে পেল/মলিন হর্স হল মৃত্যুর প্রতীক। বাইবেলে(নিউ টেস্টামেন্ট) বলা হয়েছে মলিন/বিবর্ণ হর্স এর দিকে তাকাও এবং লক্ষ কর এবং তার নাম হল মৃত এবং তাকে নরক অনুসরণ করে। পৃথিবীর ৪র্থ অংশে তাদেরকে ক্ষমতা দেয় হায়েছে ্বেং তারা অস্ত্র, ক্ষুধা, এবং পৃথিবীর পশু দিয়ে হত্যা করবে। -Revelation 6:7-8
.
পেইন্টিং এর উপরিভাগের ছোট মুখগুলো কি করছে। তারা কি এলিয়েন যারা আমাদেরকে আকাশ থেকে দেখছে?
সোর্স: Click This Link
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম
তারা গোপনে আপন মনে খেল যাচ্ছে.. পুরো বিশ্বকে ফেইক-ক্রিয়েটেড ইস্যুতে বিজি রেখে!!!
মিথ্যা, শঠতা আর প্রতারণায় পূর্ন তাদের বলা আর করা!!!
এরকম আরো গোপন স্থাপনা আছে তাদের যা সম্পর্কে পৃথিবীর অনেকেই কিছুই জানে না!!!!!!!!!!
++++++++
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
আবু মুছা আল আজাদ বলেছেন: “তারা গোপনে আপন মনে খেল যাচ্ছে.. পুরো বিশ্বকে ফেইক-ক্রিয়েটেড ইস্যুতে বিজি রেখে!!!
মিথ্যা, শঠতা আর প্রতারণায় পূর্ন তাদের বলা আর করা!!!
এরকম আরো গোপন স্থাপনা আছে তাদের যা সম্পর্কে পৃথিবীর অনেকেই কিছুই জানে না”
ধন্যবাদ , আশা করি আমরা এ বিষয়ে আরো জানতে পারব
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২
শাহরিয়ার অভ্র বলেছেন: লেখাটা পড়ে ভালো লাগলো, একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিলো। ছবিগুলো দেখে কিছুক্ষণের জন্য পুরনো স্মৃতিতে চলে গিয়েছিলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাক্ষুষ করার জন্য । তবে আবার গেলে আমারা আপনার কাছ থেকে কিছু তথ্য ও তত্ব..............................
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
রাতুল_শাহ বলেছেন: সবকিছুই যেন রহস্যময়।...।
৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬
আবু মুছা আল আজাদ বলেছেন: `সবকিছুই যেন রহস্যময়’
ধন্যবাদ রাতুল ভাই রহসময়ই তবে আমাদের কনসার্ন এজন্য যে এটাই বাস্তবে ঘটছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
দি রিফর্মার বলেছেন: ধন্যবাদ । ভাল লাগল। শুভ কামনা রইল।