![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকের কথা: আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে নির্দিধায় স্বীকার করি যে, World Revolutionary Movement (W.R.M..) এবং গড ও মানবতার বিরুদ্ধে Synagogue of Satan (S.O.S.) এর অনুসারীদের মাধমে লুসফারিয়ান ষড়যন্ত্র সম্পর্কে পূর্বে যা জানতাম এই প্রকাশের পরে তার চেয়ে অনেক বেশী জানার সুযোগ হয়েছে। বিভিনন্ন শ্রেনী, পেশা এবং মতের লোকদের কাছ থেকেও এ বিষয়ে প্রচুর জানার সুযোগ হয়েছে। তারা অনেক প্রমান ও তথ্য প্রদান করেছে যা এই বইতে সংযোজন করা হয়েছে। আমি পাঠকদের কাছে স্বীকার করছি যে, ইতি পূর্বে আমি যখন আরো দুটি বই প্রকাশ করার সময়ও এ বিষয়ে অনেকটাই অজ্ঞ ছিলাম।
1911 সাল থেকে আমি সততা ও নিষ্ঠার সাথে অধ্যায়ন ও কাজ করছি একটি প্রশ্নের উততর পাবার জন্য আর তা হল (“Why can’t the Human Race live together in peace, and thus enjoy the bounties and blessings that God) যে মানব জাতি কেন পরস্পরে শান্তিতে বাস করতে এবং গড এত অধিক ও অপরিমেয় সম্পদ এবং নেয়ামত দান করেছেন তা কেন আমাদের ব্যবহার ও আনন্দের জন্য উপরভাগ করতে পারে না। আমার সর্বশেষ প্রকাশিত বই প্রমান করছে যে আমি গত 44 বছরে অনেক জানতে পেরেছি।
আমি মনে করছি যে, গড এবং মানবের প্রতি আমার যে কর্তব্য তা অবেহেলা করতাম যদি না এই তথ্য জনসমক্ষে প্রকাশ না করতাম। আমি জানিযে গডের শত্রুরা আমাকে নিয়ে উপহাস করবে। আমি যা সত্য বলে বিশ্বাস করেছি তাই প্রকাশ করছি এজন্য অবশ্য এটাকে অলংঘনীয় বা সমালোচনার উর্দ্ধে বলে দাবি করছি না। ভূল মানবীয় ক্ষমা স্বর্গীয়। আমি বলতে চাই যে আমার যে একমাত্র ভূল ছিল তা হল লুসিফার (শয়তান/ফরেন এনজেল)কর্ত্ক স্বর্গে বি্দ্রোহ এবং World Revolutionary Movement এর মধ্য সুপারন্যাচারাল সম্পর্ক রয়েছে তা অবগত না থাকা।
আমি দোষারোপ করছি যে, ইন্টারন্যাশনাল ব্যাংকার, সেলফিস পূজিবাদ, নাজিজম এবং কম্যুনিজম আমাদের সকল সমস্যার মূল কারণ। অমি জানি, অন্তরের গভীর থেকে বলছি যে, প্রতিষ্টিত সকল সরকার, ধর্ম এবং সমাজ ব্যবস্থা ধ্বংসের জন্য সকল যুদ্ধ ও বিপ্লবের প্লান করা হয়েছে বহু থেকে বহু কাল/বছর আগেই। সর্বশেষ সামাজিক মহা বিপর্যয়ের মাধ্যমে পৃথিবীর জনগন ধ্বংস হবার পর লুসিফারের সর্বাত্তকবাদী স্বৈরতান্ত্রিক শাষন প্রতিষ্টা করাই হল এর চুড়ান্ত উদ্দেশ্য। আমি এখন জানতে পেরেছি যে, লুসিফার এবং তার অনুসারিরা স্বর্গে যেরুপ বিদ্রহ করেছিল বর্তমান World Revolutionary Movement হল তার ঠিক রেপ্লিকা।
আমি পরিস্কার এবং জোরালো ভাবে বলতে চাই যে, Synagogue of Satan (S.O.S.) ইহুদিদের নয়।বরং যিশু খিষ্ট এর ভাষায় তারা নিজেদের ইহুদি বলে বিশেষ উদ্দেশ্য কিন্তু তারা ইহুদি নয়, তারা মিথ্যা বলে । (Rev. 2:9 and 3:9). আমার ব্ইতে করব যে প্রমান প্রটকোল যাতে তাদের ষড়যন্ত্রের পর্ণ্ বিবরন রয়েছে তা লুসিফারিয়ানদের ।
1770 থেকে 1776 সালে এডাম উইসপট যে প্লান করেছে তা তা Learned Elders of Zion এর জন্য নয় বর্ং লুসিফারিয়ান মতাদর্শের ভিত্তিতে এক বিশ্ব সরকার প্রতিষ্ঠা করার জন্য Synagogue of Satan এর অনুসারিদের জন্য। এর ক্ষমতা থাকবে লুসিফারিয়ান মতাদর্শের High Priests (শীর্ষ যাযক) দের কাছে যারা সর্বদা গোপনভাবে Synagogue of Satan নিয়ন্ত্রন করছে।
চলবে. . . . .
By
William Guy Carr,
অনুবাদে- আবু মুছা আর আজাদ
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
আসলে আমি গবেষনা ঐ অর্থে করি না আবার সময়ও হাতে থাকে না। তবে ছোট সময় থেকেই কেন যেন অসংখ্য প্রশ্ন মনে জাগত।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
রাতুল_শাহ বলেছেন: স্বর্গে বিদ্রোহের কথা বলা হচ্ছে, আমাদের ক্ষুদ্র জ্ঞান তো ইবলিশ ছাড়া আর কারো কথা জানে না। এখানে ইবলিশ লুসিফার?
৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮
আবু মুছা আল আজাদ বলেছেন: র্হ্যা স্যাটানের নামই হল ইবলিস। যাকে গ্রীনস প্রমিথউস, রোমে লুসিফার এভাবে পরিবর্থিত হয়েছে
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি অনেক গোবেষণা করেন?