![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকের কথা (02): আমি জানি যে আমি যা লেখছি সেজন্য আমি উপহাসের পাত্র হতে পারি। কিন্তু আমি জানি যে আমি যা লেখছি তাই সত্য। বইয়ের কনটেন্ট দেখে কেউই বইটি পড়াড় জন্য আগ্রহী হবে না। কিন্তু যারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে পড়বে তারা বুঝতে পারবে যে, পৃথিবীতে কি ঘটছে এবং কেন? আমি যা বলতে যাচ্ছি তা সম্পূরন অদ্ভুত মনে হতে পারে তাদের কাছে যাদের কাছে বিভিন্ন যুদ্ধের তথ্য ও উাপাত্ত রয়েছে। কিন্তু গইমদের (জাযোনিস্ট ছাড়া অন্য সকল মানুষ) উপর সেই সকল যুদ্ধ ও বিপ্লবই চাপিয়ে দেয়া হয়েছে যা Synagogue of Satan চেয়েছে।
তারা এ সকল ষড়যন্ত্র এজন্য করেছে যাতে গইমদের নিজস্ব শাসন ব্যবস্থা, ধর্ম ধ্বংস করার মাধ্যমে লসিফারিয়ান ডিক্টেটরশিপ এর অধিনে তাদেরকে অধিনস্ত (ইনস্লেভ) করা যায়। তাদের এই নারকীয় প্লান তথা সকল যুদ্ধ ও বিপ্লব প্রতিরোধ করার একমাত্র উপায় হল যৌক্তিক উপায়ে এড়িয়ে যাওয়া বা অস্বীকার করা (যে কোন যুদ্ধ বা বিপ্লব থেকে)। এজন্য প্রয়োজন যারা যুদ্ধ বা বিপ্লব করতে বাধ্য করে তাদের বিরুদ্ধে সকল ব্যাক্তির passive resistance বা অহিংস বা নিষ্কিৃয় প্রতিবাদ। আমি ফলেন এনজেল এর মাধ্যমে লুসিফারিয়ান ষড়যন্ত্র সম্পর্কে উপলদ্ধি করতে পেরেছি যে তারা হলেন সেই অস্বীকার কারী গ্রুপের যখন গড নির্দেশ দিলেন “thou shalt not kill.” তোমরা মানুষ হত্যা করবে না তখন তারা বলেন যে, killing on a mass scale, i.e., wars and revolutions, can be justified.
উইসপ্ট কর্ত্ক ষড়যন্ত্রের পুন:সংষকৃত ভবারসনে বলা হয়েছে যে, যারা (জায়োনিস্ট) বিশ্ব ডমিনেট করতে চায় তারা যাতে শান্তিপূর্ন উপায়ে তাদের উদ্দেশ্য/গোলে পৌছতে পারে এজন্য গইমদেরকে পরস্পরের মধ্য যুদ্ধ ও বিপ্লব করতে বাধ্য করা হবে।(Hegel এর Absolute idea তে পৌছানোর জন্য)। তারা আমাদেরকে দিয়ে যুদ্ধ করাবে আর তারা পেছনে থেকে তা দেখে উল্লসিত হবে। উইসম্পট পুনরায় বলেছেন যে, যারা এই কৌশল পরিচালনা করবে তারা এমনভাবে করবে যে যুদ্ধে গইমদের কোন জাতি জয়ী হলেও যেন কোন সু্বধা লাভ করতে না পারে। কোন সচেতন ব্যাক্তি কি অস্বীকার করতে পারবে যে, প্রথম ও দ্বিতিয় বিশ্বযুদ্ধে তাদের কৌশল অনুযায়ী পরিচালিত হয়নি?
অপরদিকে কমুনিজমকে ততদিন পরযন্ত আকার ও শক্তিতে বৃদ্ধি করা হয়েছে যতদিন না তা বাকি বিশ্বের সাথে ক্ষমতায় সমান না হয়। এটিও সত্য যে কমুনিজম প্রতিষ্ঠার জন্য যে গইমদের পরস্পরের মাঝে যুদ্ধ করানো হচ্ছিল তাতে লেনিনের ন্যায় অন্যন্যরা (2 একটা ব্যাতিক্রম ছাড়া) সরাসরি যুদ্ধে অংশ গ্রহন করেনি। আরেকটি অদ্ভুদ ব্যাপার হল Synagogue of Satan এর উচ্চ পরিসরের কোন এজেন্ট যুদ্ধ বা বিপ্লব করা মহুর্তে আটক হলে তাদেরকে কখনোই গুলি করা হয়নি বরং কারাগারে নেয়া হয়েছে এজন্য যে পরবর্তীতে তাদেরকে মুক্ত করে দিলে যাতে করে যুদ্ধ বা বিপ্লবের বাকি অংশ চালিয়ে নিতে পারে।
প্রথম পরব দেখতে : Click This Link
চলবে . .. . . . . .
By
William Guy Carr,
অনুবাদে- আবু মুছা আল আজাদ
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫২
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
সামানে বাকি অংশও আসবে।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩
রাতুল_শাহ বলেছেন: পোস্ট আরেকটু বড় করেন ভাই
৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই চেষ্টা করব পোস্ট গুলো আরেকটু বড় করার।
তবে সময় খুবই কম পাই চাকুরী/স্লেভারি/পরিবার
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম