![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনথিয়ানস:
ইতিহাসে সঠিক বণনা ও তথ্য না পাবার কারণে ইসরাঈলী 12 টি গোত্রর মধ্য Judah and Benjamin ছাড়া বাকি 10টি গোত্রকে হারিয়ে যাওয়া( লস্ট ট্রাইব)বলা হয়।তবে ইহুদিদের প্রাচীন ইতিহাস ও বর্ননা থেকে তাদের অস্তিত্ব সম্পর্কে কিছু তত্য পাওয়া যায়।
Josephus এর বর্ণনা মতে, 10 টি গোত্র ইউফ্রেটিস অঞ্চল থেকে বহুদূরে বসবাস করে যাদের সংখ্যা এত অধিক যা অনুমান করা যায় না। একইভাবে Apocrypha (ওল্ড টেস্টামেন্ট এর পুরাতন ভারসন) এর বর্ণনা থেকেও তাদের অস্তিত্ব সম্পর্কে তথ্য পাওয়া যায়। খ্রীস্টপূর্ব 8ম শতকে Hosea নামে এক প্রফেট 10 টি গোত্রকে নিয়ে ইউফ্রেটি নদীর উৎপত্তিস্থল এর দিকে সংকীর্ন পথে গ মন করেন। সেখান থেকে দেড় বছরের দীর্ঘ্ সফর শেষে Arzareth নামক স্থানে গমন করেন।
.
সিনথিয়ানদের আবাস্থল
দীর্ঘ্ সফর শেষে তারা যে ভূমিতে গমন করেন তার নাম সিনথিয়ান যা রাশিয়ার দক্ষিনে অবস্থিত। Josephus ( জিউইস ইতিহাসবিদ) এবং অন্যান্যরা তাদেরকে গগ এবং মাগগদের (ইয়াজুজ এবং মাজুজ) পূর্ব পুরুষ বলে চিহ্তি করেছেন। গ্রীক ঐতিহাসিক Herodotus এর বর্ণনা মতে সিনথিয়ানদের আবির্ভাব হয়েছে ইউফ্রেটিস এর বাহিরে আরমেনিয়া, ইরান এবং আজারবাইজানে এর মধ্য প্রবাহিত আরমিনিয়া নদীর তীরবরতী এলাকা থেকে।অ্যাসুরয়ান ইতিহাস মতে সিনথিয়ানদের Ishkuzai বা আধুনিক আসকেনাজি হিসেবে উল্লেখ করেছেন যিনি মাগগের (মাজুজ) ভাই Gomer এর ভাই ছিলেন।
গ্রীক বর্ণনা মতে সবচেয়ে গুরুত্তপূর্ন সিনথিয়ান টাইব ক্রিমিয়ার ঠিক উত্তরে ডন নদী অববাহিকায় বাস করতেন।যেখান থেকে তারা প্রাথমিক মেডিস শাসকদের সাথে মিত্রতার জন্য আরমেনিয়া এবং কাপাডোসিয়া আক্রমন করেন।হেরোডোটাসের সময় তারা কৃষ্ণ সাগর থেকে থর পরবত পর্যন্ত সমগ্র এলাকা দখল করেন।
কতিপয় শব্দ তাত্বিকদের মতে সিনথিয়ানস শব্দ উৎপত্তি হয়েছে “Sacae” শব্দ থেকে উৎপত্তি হয়েছে। “Sacae” বলতে বুঝানো হয় “Sons of Isaac কে।বাইবেলের বর্ণনা মতে Esau ছিলেন ইসহাক এবং রেবেকার (Isaac এবং Rebekah) এর পুত্র যিান তার ভাইকে বঞ্চিত করে ষড়যন্ত্র করে ইসেঈলের নেতৃত্ব গ্রহন করেন।
Esau ছিল অতি লাল বর্নের চুল বিশিষ্ট বা এমন লাল যা তার শরিরকে লাল অলংকর খচিত মনে হত এজন্য তাকে Edom (লাল) বলা হত।হেরোডোটাস এর বর্ণনা মতে, সিনথিয়ানরা ছিল ডিপ কালো চোখ এবং উজ্জল লাল চুল বিশিস্ট এবং তারা দেবতা Bacchus (গ্রীক দেবতা বাল এর অনুরুপ) কে উৎসর্গ করে রহস্যময় আর্চনা পালন করত।(বরতমানে ইসরাঈলের সকল প্রেসিডেন্ট, রথচাইল্ড, রকফেলার,ডু-পন্ট সবাই এই বৈশিস্টের)
মধ্য যুগে জার্মান জিউসরা দক্ষিন রাশিয়া এবং মধ্য এশিয়াকে 10 টি হারিয়ে যাওয়া গোত্রের স্থান হিসেবেক মনে করত। যারা তাদের কাছে লাল ইহুদি নামে পরিচিত এবং তাদেরকেই তারা গগ এবং মাগগ (ইয়াজুজ, মাজুজ) হিসেবে উল্লেখ করেছেন। খিস্টীয় 3য় শতকের আরমেনিয়ান ঐতিহাসিক Grigor Akner এর ‘the History of the Nation of Archers’ সিনথিয়ানরা হলেন Edom বা Esau এর উত্তরসুরি।(dwell in holes and traps and perpetrate many crimes. And it is said that the Edomites who are the Franks also are descended from him. These three peoples, descendants of Hagar, Ketura, and Esau, mingled together and gave birth to another people, strange looking and wicked, called Tatar [Mongols],
চলবে… . . .
সোর্স: TERRORISM AND THE ILLUMINATI
A T h r e e T ho u s a n d Y e a r H I S TORy
লেখক: DAVID LIVINGSTONE
1 ম পর্র্: Click This Link
3 য় পর্র্: Click This Link
3 য় পর্র্: Click This Link
4 র্থ্ পর্র্: Click This Link
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ BEELZEBUB সাথে থাকার জন্য
২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
ইন্টারেস্টিং ভাবনা; আজারবাইজান, আর্মেনিয়া ও তুর্কিরা অনেক জাতির মিশ্রন।
১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী । বইটির মাধ্যমে আমি নিজেও অনেক কিছু জানার সুযোগ পাচ্ছি এবং তাই অনুবাদ করে শেয়ার করি।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
রাতুল_শাহ বলেছেন: ইয়াজুজ, মাজুজ নিয়ে আরেকটু জানা দরকার।
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ‘ইয়াজুজ, মাজুজ নিয়ে আরেকটু জানা দরকার’
আপনি বিভিন্ন ধর্ম গ্রন্থ অধ্যয়ন করুন সাথে লেখাটির সাথে মিল করার চেষ্টা করুন বহু তথ্য পাবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: