নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকস্টার এজেন্ডা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

# সকল অর্থই ব্যাক্তিগত মালিকানাধীন ব্যাংকিং জোট এর মাধমে ঋণ আকারে তৈরী হয়।

# মনে করুন আপনার যদি কোন কিছু ছাড়াই টাকা তৈরী উপায় থাকে এবং সমগ্র পৃথিবীর সকল দেশের জনগণের ক্রেডিট কার্ড (ঋণ পত্র) আপনার পকেটে থাকে। তাহলে আপনি কি করবেন?

# তখন আপনার প্রথম কাজ হবে আপনার নিজের লোকদেরকে অর্থ ধার দিবেন যাতে পৃথিবীর প্রকৃত সম্পদ (স্বর্ণ, রৌপ্য, হীরক সহ সকল পদার্থ এবং খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ) কিনে নিতে পারে।

# আপনার ২য় কাজ হবে একটি সর্বাত্বকবাদী শাস ব্যবস্থা ("world government" "globalization") প্রতিষ্টা করবেন যাতে কোন দেশ বা জাতি এই সিস্টেমের বিরুদ্ধে যেতে না পারে অথবা ঋণ পরিশোধে অস্ববীকার না করে। (আন্ড্র জ্যাকসন, লিংকন, কেনেডি,রাশিয়ার জার,গাদ্দাফী,সাদ্দাম, ওমর বশির, ইরান, আফগান, রাজিব গান্ধি, ভুট্টো, জিয়াউল হক , ফিদেলন ক্যাস্ত্র, কিম জন এর বিরাধিতা করে অতপর তাদের এবং তাদের দেশের যা ঘটনা ঘটল)

# সকল জাতিকে বিশ্ব সরকার (জাতি সংঘ ও এর অঙ্গ সংস্থা) তাদেরকে শক্তির দিক তেকে দুর্বল করে রাখার জন্য তাদের পরস্পরের মধ্য যুদ্ধ বাধিয়ে রাখবেন ( বর্তমানে পৃথিবী অনে অনেক উন্নত বাট পৃথিবীর এমন কোন দেশকেই তারা বাদ রাখেনী যার সাথে তার প্রতিবেশী দেশের দ্বন্দ বাধিয়ে রাখেনী। যেমন ধরুন বাংলাদেশ ও মিয়ানমার হাজার বছরের ইাতিহাস দেখলে দেখবেন মোটামুটি ভাল এবং সম্প্রীতির সম্পর্কই ছিল এবং সেখানে হাজার বছর ধরেই বুদ্ধ ভিক্ষরাও ছিল বাট এই সম্পীতি বা ইতিবাচক সম্পর্ক রাখা যাবেনা ফলে তৈরী করা হল আরাকনী/রোহীঙ্গা হ্যত্যা যা করে মিয়ানমারেরও বেশী লাভ হয় না হবেও না) এবং যুদ্ধের জন্য অস্ত্র বিক্রি করলেও আপনিই করবেন। এবং তাদের মৌলিক মানবিক বোধকে ধ্বংস করবেন এবং অনৈতিক ও ক্ষয়িষ্ণু করে দিবেন। (দেখুন সি আই এ ড্রাগ/হিরোইন ট্রাফিকিং)

# আপনি এসকল কাজ করবেন সকল রাজনৈতিক ব্যাক্তি ও মিডিয়াকে নিয়ন্ত্রন করার মাধ্যমে। এবং আপনার নিজের স্বার্থে সন্ত্রাসী কর্মকান্ড ও গুপ্ত হত্যা কারার জন্য নিয়ন্ত্রনে নিবেন MI-6, CIA, Mossad এর ন্যায় পৃথিবীর অতি দ্ক্ষ গোয়েন্দা সংস্থাকে।

হ্যা এটি হাইপোথিসিস নয় বরং গত ৩০০ (১৭৪৩ থেকে বর্তমান) বছরের পৃথিবীর বাস্তব ইতিহাস।

# "World government" (বিশ্ব ব্যাংক/আইএমএফ) মূলত ঋণ প্রদানের মাধমে আমাদেরকে স্লেভ করার মাধ্যম বলতে গেলে আন্তর্জাতিক
ঋণ সংগ্রকারী সংস্থা। তারা এসব করছে সহিংসতা, মানবাধিবকার, দারিদ্রর বিরুদ্ধে যুদ্ধ এবং যুদ্ধ প্রতিরোধের নামে/ছদ্বাবরনে। talk about tolerance, human rights, fighting poverty and preventing war.

# ১৯২৪ সালে American Banker's Association এর ডাইজেস্ট এর একটি উদ্ধৃতিতে বলা হয়েছে যখন আইনি প্রকিয়ার মাধমে তাদের বাসস্থান/সম্পদ হারায় তখন তাদেরকে সহজে বশে আনা যায় এবং শাসনও করা যায় খুব সহজেই। এই বাস্তবতাটা আমাদের প্রধান লোক/অনুসারীদের ভালভাবেই জানা যারা বিশ্ব শাসন করার জন্য সাম্রজ্যবাদ বিস্তারের কাজে জড়িত আছে। রাজনৈকি দলীয় ব্যবস্থার মাধমৈ জনগনকে বিভক্ত করে তাদের সময় ও শক্তি ধ্বংস করার জন্য এমন ইস্যু নিয়ে দ্বন্দ জড়িয়ে দেয়া হয় যার কোন গুরুত্বই নেই।

# এই বিষয়ে সাবেক ইলুমিনাতি Svali বলেন-

মধ্যপ্রচ্যোর দ্বন্দ শুধুমাত্র ইলুমিনাতিদের সুবিধা/স্বার্থের জন্য। তারা ইসরাঈলকে ঘৃণা করে এবং ইসরাঈল একদিন ধ্বংস হবে এটাই কামনা করে। "The conflict in the Middle East is only to the advantage of the Illuminists. They HATE Israel, and hope one day to see it destroyed) জাতিসংঘের মনোগ্রামের জলপাই গাছের একটি শাখা দিয়ে বুঝানো হয়েছে যে, তারা মধ্যপ্রচ্যর যুদ্ধ বন্ধ করবে যা অনেকের কাছেই সমাদ্রিত হয়েছিল। কিন্তু ইলুমিনাতিরা যুদ্ধ বাধিয়ে রাখার জন্যও গোপনে উভয় সাইডকেই অস্ত্র ও অর্থ সা্হায্য দেয়। তারা যুদ্ধে চাল চালতে এবং বিভিন্ জাতির মধ্য যুদ্ধ বাধিয়ে রাখতেই পছন্দ করে।

# শেষ কথা: The Rothschild-Rockefeller banking cartel পৃথিবীর সকল রাজনৈতিক ((and cultural) ধারার পেছনেই আছে এবং তাদের প্রকৃত উদ্দেশ্য হল মানুষকে পশুর পর্যায়ে অবনত করে সবাত্বকবাদী ব্যবস্থায় উত্তরণের জন্য জাতি রাষ্ট্র, প্রকৃত গণতন্ত্র, ধর্ম, সংস্বকৃতি, বিবাহ এবং পরিবার ধ্বংস করা। (destroy the nation state, true democracy, religion, culture, marriage and family)

সোর্স: Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্যাংকের মালিকানা আসতে হবে সাধারণ মানুষের হাতে; কিন্তু সোনালী ব্যাংকের মালিকানার মতো নয়; বা শেয়ারের মাধ্যমে নয়, সমবায়ের মাধ্যমে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ গাজি ভাই

অমি নিজেও একজন ব্যাংকার এজন্য আমি নিজেও চাই ‘সমবায়ের মাধ্যমে’

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

কালীদাস বলেছেন: অনেকদিন আগে সিডনি শেলডনের একটা থ্রিলারে পড়েছিলাম, আমেরিকার এক সিনেটর প্রেসিডেন্টকে বলেছিল, শান্তিতে কোন লাভ নেই, যুদ্ধের মাঝেই সবার লাভ। কথাটা পুরাপুরি মিথ্যা না ধনী দেশগুলোর জন্য- তেলের দাম বৃদ্ধি, আর্মামেন্টের জন্য বিপুল বাজেট, চান্সে কোন দেশের উপর বয়কট, সবই করা যায় কেবল যুদ্ধ থাকলে। আর না হলে এক ইজরায়েল আজ এত বছর মধ্যপ্রাচ্যে টিকে থাকে কিভাবে? অবশ্য, ইজরায়েলিদের দেশপ্রেম, সততা, কর্মতৎপরতা, অন্য যে কোন জাতির চেয়ে বেশি বৈ কম না :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ কালীদাস

‘শান্তিতে কোন লাভ নেই, যুদ্ধের মাঝেই সবার লাভ। কথাটা পুরাপুরি মিথ্যা না’ হ্যাঁ এই ট্রেন্ডইেএখন পৃথিবীতে চলছে।
বাট এরাই এখন আমাদের কাছে শান্তির দূত হিসেবে সমাদৃত।
দৃভাগ্য বিশ্ববাসীর।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

রাতুল_শাহ বলেছেন: আমেরিকা বোমা ফেলে শান্তির বীজ বপন করার জন্য। মরগান ফ্যামিলি নাকি ২য় বিশ্বযুদ্ধ বারুদ বেঁচার জন্যই নাকি ভুমিকা পালন করেছিলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৭

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই।
মরগান ফ্যামিলি নাকি ২য় বিশ্বযুদ্ধ বারুদ বেঁচার জন্যই নাকি ভুমিকা পালন করেছিলো।" এটিই বাস্তব

দেখুন ওয়াল স্ট্রিট (মরগান) এন্ড রাইজ অব হিটলার (ইউটিউব/ওয়েব)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.