![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: বোহেমিয়ান গ্রভের অনুষ্ঠান উৎযাপন।
সানফ্রান্সিকো থেকে ৭৫ মাইল দূরে ১৮৭২ সালে ৫ জন অমেরিকান কর্তক প্রতিষ্ঠিত হয় এই ক্লাব। গ্রোভে রয়েছে "Moloch" নামের বিশালায়তনের একটি পেচার প্যাগান মুর্তি। গ্রোভ ক্লাবটি ২৭০০ একর জমির উপর প্রতিষ্ঠিত।
জুলাই ২০০৪ সালের একটি নিউইয়র্ক পেস্টি উল্লেখ করা হয়েছে যে কিভাবে একজন টপ-গে পর্ণ স্টার, Chad Savage পারফর্ম করেছে। দীর্ঘ ২ সপ্তাহের উৎযাপনে বড় বড় নেতা যেমন: George H.W. Bush, Dick Cheney, Alan Greenspan, Walter Cronkite, Newt Gingrich, Alexander Haig, Jack Kemp, Henry Kissinger, Colin Powell, John Major, William F. Buckley, Justin Dart, William Randolph Hearst, Jr., Caspar Weinberger, Charles Percy, George Schultz, Edward Teller, and former C.I.A. director William Casey অংশগ্রহন করছে।
কানাতি দেবী Moloch এর আর্চনা করা হত গ্রীস, ব্যাবিলন এবং পরবর্তিতে ইউরোপে। দেবীকে ষাড়, পেচা বা শিং বিশিষ্ট পশুর মাদ্যমে উপস্থাপন করা হয় এবং মানব শিশুকে দেবতার জন্য বিসর্জন/উৎসর্গ করা হয়। কি উদ্দেশ্য তারা এসব উৎসর্গ করে? যেখানে আধুনিক যুগের বিশ্বের বড় বড় নেতারা অংশগ্রহন করে এবং প্রাচীন কানাতি দেবীর উদ্দেশ্য শিশু উৎসর্গ করে উল্লাস ও তামাসায় মত্ত হয়? এটা কি তাদের সকলকে একত্র করার একটি উপায়?
জার্মান চ্যান্সেলর Helmut Schmidt's তার আত্বজীবনী MEN IN POWERS: A POLITICAL RETROSPECTIVE তে এই কাল্ট সম্পর্কে বলেছেনযে তারা জার্মান গ্রভে তারা Druidic অনুষ্ঠান কিভাবে পালন করতেন । কিন্তু জার্মান গভের চেয়ে তার কাছে প্রিয় ছিল বোহেমিয়ান গ্রভ। তিনি ত্রি ল্যাচারাল কমিশন the Council On Foreign Relations (CFR), the Bilderberg Group and world government সম্পর্কেও বলেছেন। তিনি বলেছেন এ সবের অনেক সিদ্ধান্তই গ্রহন করা হয় বোহেমিয়ান গ্রভ থেকে।
বোহেমিয়ান গ্রভে Cremation of Care অনুষ্ঠানে ৪০ ফুট দৈত্যাকৃতির পেচার মুর্তির উপাসনা করা হয় এবং কুশপুত্তলিকা উৎসর্গ করা হয়।
ডেভিড রকফেলার ও এই গুপের একজন সদস্য। Arnold Schwarzenegger ও এ মির্টিয়ে অংশ গ্রহন করে। বোহেমিয়ান গ্রভকে স্কাল এন্ড বোন সোসাইটির/The Order Of Death এর শাখা হিসেবে মনে করা হয়।
ছবি: A photo from the Bohemian Club yearbook Volume #7 (1987-1996)
বোহেমিয়ান গ্রভ হল পৃথিবীর সবচেয়ে ধনীদের সংগঠন যা প্রতি বছর জুলাই মাসে উত্তর ক্যালিফোর্নিয়াতে ২ সপ্তাহের ক্যাম্প এর আয়োজন করে। ক্যাম্পের কেন্দ্রিয় প্রতিক হিসেবে থাকে ৪০ ফুট পেচার দীর্ঘ মুর্তি। অদ্ভুদ ও গোপনীয় এ গ্রুপের অনুষ্ঠনে খুব কমই মিডিয়া কভারেজ পায়। প্রতি বছর প্রায় ১,৫০০ অামেরীকার প্রভাবশালী সিইও, সরকারী অফিসল,ফাইনান্স্যার, শিল্পবিদ ও মিডিয়া মোগলররা এই ক্যাম্পে বক্ততা, নেটওয়ার্ক, বিভিন্ন এজেন্ডা শেয়ার করার জন্য অংশ গ্রহন করে।
আমেরিকার ওয়ান ডলারেরও আছে পেচা দেবীর ছবি।
ছবি: ওয়ান ডলার
কিন্তু কেন এই পেচা? এর প্রতীকের রহস্যটাই বা কি? হ্যাঁ পেচা হল প্রজ্ঞার প্রতীক/symbol of wisdom(ওকাল্ট মতে)। পেচা অন্ধকারেও দেখতে পায়। আমরা যা দেখতে পাই না তারা তা দেখতে পায়। যেমন: ইলুমিনাতি সদস্যরা যে সমস্থ্য তথ্য জানে বা পায় তাহা সাধারণ জনগনের থেকে গোপন রাখা হয়।
পেচা হল নিশাচর প্রাণি যে রাতের বেলায় তীক্ষ্ণ নখর দ্বারা শিকার করে। পেচা প্রজ্ঞা, পৃস্তক, ওকাল্ট বিদ্যা ও শ্যামানজিমের সাথে যুক্ত। পেচারা হল ছোট লেজ বিশিষ্ট এবং কোন প্রকার শব্দ তৈরী ছাড়াই উড়তে পরে এবং খুব গোপনে অগ্রসর হয়। তাদেরকে দেখতে উৎসুক মনে হয় কিন্তু তারা তাদের চুড়ান্ত গোল/ উদ্দেম্য অর্জন না করা পর্যন্ত বসে অপেক্ষা করতেই বেশী সুখি(catch or conquer their prey). । ইতিহাসে দেবী Lilith কেও পেচা হিসেবে উপস্থাপন ককরা হয়।
ছবি: — photo: ১ Priests at Bohemian Grove 2000 set fire to their sacrifice of a human effigy which screams in pain over loud speakers to the cheers of onlookers across the lake; নিচের ছবি: The pagan god of Moloch, where children were burned alive throughout the Old Testament as a sacrifice in the belly (oven) of Moloch.
ছবি: বোহেমিয়ান ক্লাবের লোগো:
(সংক্ষেপিত)
সোর্স: Click This Link
২। https://www.youtube.com/watch?v=FVtEvplXMLs
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ শায়মা মন্তব্য করার জন্য।
ছবিগুলা একটু ভয়ের!' হ্যা ভয়ের মতই কারণ এর থিম ও রিচুয়ালতো অস্বাভাবিক ও অভাবনীয় যেখানে চাইল্ড স্যাকরিফাইসও করা হয়
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই শয়তানের পূজারীরা শিশু বলিদানকারীরাই আমাদের কুসংস্কােরর নােম ইসলামের বিরোধীতা করায়, মানবতার নামে শিশু অধিকারের নােম কুম্বীরাশ্রু বর্ষন করে।
মিথ্যাই তাদের ভিত্তি!, প্রতারণা তাদের অস্ত্র আর প্রোপাগান্ডা তাদের ঢাল!
ধ্বংস হোক অপ-শক্তি!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ বিদ্রহী ভাই।
তবে এরা শুধু ইসলামের নয় সকল মানুষেরই(ধমীয় সম্প্রদায়) বিরেধিতা করে। শুধু তাই নয় এরা ফাইনাল স্টেজে ইসরাঈলকেও ধ্বংস করবে। কারণ এরা তো ইহুদিও নয় বরং জায়োনিস্ট যাতে কিছু ইহুদিকে ব্লাক মেইলের ামধ্যমে ব্যবহার করা হ্চছ।
তারা সবচেয়ে বেশী ঘৃনা করে ইহুদিদের কারণ এরাই নূহের সময় সহাপ্লাবনের পর পৃথিবীতে প্রথম িএকত্ববাদের ধারণা নিয়ে এসছে।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
জেন রসি বলেছেন: শিশু বলি এখন কোন কাল্টের রিচুয়াল বলে মনে হয়না। এসব অনেকটাই প্রোপাগান্ডা। তবে অতীতে এমন কিছু হতে পারে। যেমন অতীতে সব ধর্মের মধ্যেই নিষ্ঠুর কিছু প্রথা ছিল যা এখন কেউ পালন করেনা। কাল্টের চর্চা গুলোও সময়ের সাথে পরিবর্তিত হয়েছে বলেই মনে হয়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ জেন রসি মন্তব্য করার জন্য।
আপনি মন্তব্যতে যা লেখছেন আমিও ঠিক একই মতামত পোষন করতাম ৯-১০ পূর্বেও
বাট আমকে যাহা চেন্জ করল ,, , ,, ,,
১.Ritual Killing/murder
2. Black Mas Ritual
3.Hitler. One Day the World say I was Right
4. Bohemian Grove
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
জেন রসি বলেছেন: কাল্ট নিয়ে আপনার একটা অসেশন আছে সেটা আপনার পোস্টগুলো দেখলেই বুঝা যায়। এসব ব্যাপারে আমারও আগ্রহ আছে। তবে ইন্টারনেটে এসব নিয়ে অনেক মনগড়া কল্পকাহিনী আছে। সেখানে নানা রকম বিভ্রান্তকর তথ্যও থাকে। এসবকে কেন্দ্র করে ডার্ক ওয়েব গড়ে ওঠে। তাই তথ্যগুলোকে যাচাই বাছাই করে নিতে হয়। যাইহোক, আপনার অনুসন্ধান চলুক।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জন রসি।
আমি আসলে ব্যাপরটা কতটুক সত্য মিথ্যা বা বাস্ত-অবাস্ত জানি না তবে কেন যেন ভিন্ন কবষয় পড়তে ও জানতে আমার অসাধারণ
আগ্রহ। কিছু বিষয় আমার কাছে খুবই রহস্যময় মনে হয়। এজন্য আমি আসলে ঐসকল বিষয় পড়তে সাথে সাথে মাঝে মধ্য আপনাদের সাথে শেয়ার করি যাতে এসব ব্যাপারে আপনাদের কাছ থেকে কিছু তথ্য ও পাই।
ধন্যবাদ রসি
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
ধনীরা চুপচাপ অনেক মিটিং করে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫
আবু মুছা আল আজাদ বলেছেন: পৃথিবীর সবচেয়ে আধুনিক, বৈজ্ঞানিক ও পৃথিবীকে নেতৃত্বদানকারীরা কেন যে এসব করে বুঝি না।
আমার কাছেও এ বিষয় গুলো খুব রহস্যময়।
এজন্য জানার চেষ্টায় আছি।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অদ্ভুত। আরো বিস্তারিত জানতে ই্চ্ছে করে।... ভালো থাকুন।
২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬
আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ।
আমারও এসব বিষয়ে জানার আগ্রহ থেকেই লেখা.................
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০০
শায়মা বলেছেন: পেচা হল নিশাচর প্রাণি যে রাতের বেলায় তীক্ষ্ণ নখর দ্বারা শিকার করে। পেচা প্রজ্ঞা, পৃস্তক, ওকাল্ট বিদ্যা ও শ্যামানজিমের সাথে যুক্ত। পেচারা হল ছোট লেজ বিশিষ্ট এবং কোন প্রকার শব্দ তৈরী ছাড়াই উড়তে পরে এবং খুব গোপনে অগ্রসর হয়। তাদেরকে দেখতে উৎসুক মনে হয় কিন্তু তারা তাদের চুড়ান্ত গোল/ উদ্দেম্য অর্জন না করা পর্যন্ত বসে অপেক্ষা করতেই বেশী সুখি(catch or conquer their prey). । ইতিহাসে দেবী Lilith কেও পেচা হিসেবে উপস্থাপন ককরা হয়।

বাবা তাইলে তো পেঁচা পূজা করার মতই। কিন্তু ছবিগুলা একটু ভয়ের!