![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ডেভিড রকফেলার
ডেভিড রকফেলার আমেরিকার ইতিহাসের অন্যতম একটি অংশ এবং শত বছর অতিক্রমকারী পৃথিবীর একমাত্র বিলিয়নেয়ার। সবচেয়ে ধনী ও বয়ষ্ক মানুষটি আগামী জুন ২০১৭ তে তার ১০২ বছর বয়স উৎযাপন করতে যাচ্ছে। সে এমন একিট পারিবারিক রাজবংশীয় যার নাম আমেরিকার লিজেন্ডে পরিনত হয়েছে। তার দাদা John D Rockefeller যিনি Standard Oil এর প্রতিষ্ঠাতা এবং পৃথিবীর সবযেয়ে ধনী ব্যাক্তি ছিলেন্।
রকফেলার নাম সম্পদ, ক্ষমতা, রাজনীতি, অর্থনীতি, কুটনীতি, বিশ্বজনীনতা, মারিজুয়ানা নিষিদ্ধকরণ, এলিয়েন, ইউএফও এবং কনসপিরেসি থিওরির সাথে জড়িত (The name Rockefeller has been associated with wealth, power, politics, finance, diplomacy, philanthropy, marijuana prohibition, aliens, UFO’s and conspiracy theories.)।
এমন একটি কনসপিরেসি থিওরি হল ‘one world order (সকল জাতি রাষ্টের বিলোপ সাধন করে ) তৈরী। যাতে বলা হয়েছে রকফেলার সহ একটি এলিট গ্রুপ তাদের নিজম্ব ম্বার্থে ‘one world order সিস্টেমকে প্রমোট করছে যা আমেরকিা সহ পৃথিবীর সকল জাাতি রাষ্টেরই সম্পূর্ন স্বার্থ বিরোধী।
ছবি: ‘Trilateral Commission
‘Trilateral Commission’ and the ‘Bilderberg Group তৈরীও এই পরিবারের মাধ্যমেই। তাদের ম্বার্থ (one world order) জাতীয় এবং বৈশ্বিক পর্যায়ে আদায় করারা জন্য এ কমিশনের প্রতিষ্টা । তাদের উদ্দেশ্য হল আন্তজার্তিক বিশ্বব্যবস্থা গঠন করে ইকই আমব্রেলার অধীনে বিশ্বের সকল কিছু পরিচালনা করা। পৃথিবীর সকল দুর্বল ও বিচ্ছিন্ন মানুষকে শাসন ও ম্যানিপুলেট করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এসকল সংগঠন।
যদিও বর্তমানে ফোর্বস ম্যাগাজিন মতে তার (ব্যাক্তিগত) সম্পদের পরিমাণ মাত্র ২.৩ বিলিয়ন এবং পারিবারিক সম্পদ ১০০ বিলিয়ন। বাস্তবে তাদের সম্পদ বহু গুন বেশী কারণ তাদের সম্পদ বিভিন্ন ট্রাস্টের নামে রাখা যা ফোর্বস ম্যাগাজিনের রিপোর্টে আসেনা। (রথচাইল্ড, রকফেলার, কবেন্টিস, ডু-পন্টসহ ১৩ ফ্যামেলির সম্পদের পরিমান পৃথিবীর মোট ম্পদের ৮০ ভাগ)
১৩ টি পরিবার যাদের হাতে পৃথিবীর সকল সম্পদের ৮০ভাগ এবং ক্শতার প্রায় পুরাটাই যাদের নিয়ন্ত্রণে:
১.রথচাইল্ড পরিবার
২. রকফেলার পরিবার
৩. এস্টর পরিবার
৪. বুন্ডি পরিবার
৫. কলিনস পরিবার
৬. ডু-পন্ট পরিবার
৭. ফ্রিম্যান পরিবার
৮.কেনেডি পরিবার
৯. লি পরিবার
১০. ওনাসিস পরিবার
১১. রাসেল পরিবার
১২. বেন ডুয়ান পরিবার
১৩. মেরাভিনজিয়ান পরিবার
এই ১৩ পরিবার ইলুমিনাতি, ফ্রিম্যাসন, স্কাল এন্ড বোন সোসাইটি, বাইডেলবাগ গ্রুপ, ত্রি ল্যাচারাল কমিশন, বোহেমিয়ান ক্লাবসহ পৃথিবীর অধিকাংশ সেক্রেট সোসআটির সাথে জড়িত । আরেকটি রহস্য যে এই ১৩ ফ্যামিলির অধিকাংশ সদস্য ৮০ বছর বয়স অতিকম্র হবার পর মৃত্যু বরন করে।
ছবি: রকফেলার সেন্টারের সমানের মাকড়সার ভাস্কর্য যাতে পৃথিবী নিয়ন্ত্রণ করাার ইঙ্গিত দেয়া হয়েছে
সোর্স: Click This Link
David Rockefeller অমেরিকার অঘোষিত রাজকীয় পরিবারের সর্বশেষ সদস্য। তিনি ‘one world order( রকফেলার/রথচাইল্ড সহ ১৩ পরিবার) যে তাদের মাধমেই তৈরী তার জবাাবে তিনি বলে যে, আমার বিরুদ্ধে যদি এ অভিযোগে অভিযুক্ত হয় তাহলে আমি এজন্য গর্বিত (If that’s the charge, I stand guilty, and I’m proud of it.”।
Standard Oil, General Electric, and Eastman Kodak এর মালিকানাসহ ক্যামিক্যাল ব্যবসা থেকে শুরু করে পৃথিবীর অর্ধেক বিস্ফোরক ব্যবসাও এই পরিবারের অধীনে।
বর্তমান পৃথিবীর সবৃবৃহৎ আন্তজার্তিক সংগঠন জাতিসংঘ প্রতিষ্টিত হয়েছে জন. ডি রকফেলার পরিচালিত লুসিফার(লুসিসি) ট্রাস্ট এর মালিকানাধীন জায়গায়। এবং বর্তমানেও এর পরিচালনার দায়িত্ব এই লুসিস ট্রাস্ট এর কাছে।
আমেরিকার FBI তৈরীর ক্ষেত্রেও ছিল রকফেলারের প্রভাব। যে কারণে FBI রকফেলার সহ উলুমিনাতিদের আর্ম হিসেবে কাজ করে। অঅমেরিকার বিভিন্ন যায়গা থেকে শিশুদের কিডন্যাপ করে বিভ্নন্ন (বোহেমিয়ান ক্লাব, ব্লাক মাস) উৎসবে স্যাকরিফাইস করার জন্য
সোর্স: ইন্টারনেট
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ স্যার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।
আপনাদের মত ভাবুক ও কল্যানকামী (আপনার ব্লগ দেখে) মানুষদের কাছে তাদের সম্পদের প্রাচুয্য কিছু না।
হ্যাঁ সমস্যা হল যে এরা সকল মানুষকেই তাদের অশুভ ইচ্ছামত চালিত করে। পৃথিবীর অনেক সরকার পতন হয়েছে শুধু তাদের স্বাথের জন্য নট ফর কমুনিজম, ডিমোক্রাসি। এবং আমাদের দু:খ এটাই যে এই আসল অনুঘটক লোকদেরকে না চিনে দোষ দেই অন্য ইসুকে।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এরা কর্পোরেট জাল পেতে পৃথিবীর সাধারণের সম্পদ হাতিয়ে নিয়ে অবশিষ্ট মানুষদের দরিদ্র করে রেখেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ হোসাইন।
পৃথিবীর সকল যুদ্ধ এরা এদের স্বার্থেই পরিচালনা করছে যা অতি সিক্রেট
আমি এজন্যই তাদের সম্পর্কেই জানার চেষ্টা করছি।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
কল্পদ্রুম বলেছেন: ক্ষমতার জাল অনেক জটিল আর বিস্তৃত হলেও এর কেন্দ্রের পরিধি খুব বেশি নয়।তবে সব কন্সপিরেসি থিওরি নিয়ে মাথা না ঘামানোই ভালো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ কল্পদ্রুম ।
হ্যঁ অবশ্যই এর পরিধি বেশী নয়।
তবে তাদের রাজনীতি ও ক্ষমতা অদ্ভুদ ব্যাপার মনে হয় । যা আমাদের ক্যালকুলেজনে মিলে না।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আরেকটি রহস্য যে এই ১৩ ফ্যামিলির অধিকাংশ সদস্য ৮০ বছর বয়স অতিকম্র হবার পর মৃত্যু বরন করে।
ভাল মানুষ বেশি দিন বাচে না। দুষ্টগুলি টিকে থাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ BEELZEBUB
কেন যে এমন হয় তা এখনো ভালকরে জানতে পারি নাই।
তবে সামান্য ধারণা যেটা সেটা হল সমগ্র পৃথিবীতে যে ফুড পয়জনিং, কেমিক্যাল ব্যবহার, ডেডলি মেডিসিন সব তৈরীরর পেছনেতো এরাই।
সেজন্য এরা এসব ঝুকিমুক্ত।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
হাসান রাজু বলেছেন: ইলুমিনাতি আর ফ্রি-ম্যাসন নিয়ে কয়দিন ঘেঁটেছিলাম । রকফেলর আর রথচাইলডদের নাম এতো এসেছে যে, তাদের রীতিমত ভ্য়ই করে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮
আবু মুছা আল আজাদ বলেছেন: Thanks lot for ur quest for iIluminati and freemason. thanks for ur genious search.
i am trying to do something about thst
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
আমিই মিসির আলী বলেছেন: ফাও ফাও জানলাম তার সম্পর্কে।
মরে গেলে পঁচেই তো যাবে! আইসক্রিম তো আর হবে না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ আমিই মিসির আলী
ভাই আইসত্রিম হলে েতো ভালই হত। হয় না জন্যই তো সমস্যা
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
রাতুল_শাহ বলেছেন: চেহারা দেখেই তো ভয় লাগা শুরু করেছে।
কাজ কর্ম দেখলে তো লাগাই স্বাভাবিক। তার সম্পর্কে অনেক আগে কয়েকটা লেখা পড়েছিলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ রাতুল_শাহ সাথে থাকার জন্য
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭
ইমরান আশফাক বলেছেন: চেহারাটি বাস্তবিকই ভয়ংকর। আর কর্মকান্ডের কথা কি বলবো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ইমরান আশফাক সাথে থাকার জন্য।
‘চেহারাটি বাস্তবিকই ভয়ংকর’ আসলেই তা
তবে অনেকের চেহারা ভাল মনে হলেও কর্মকান্ড ভয়ংকর থাকে
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত উঁচুতে অবস্থান করা মানুষদের দিকে তাকাতে আমাদের কষ্ট হয়। ঘাড় ব্যথা করে।