নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

জর্জিয়ান গাইডস্টোন ও নতুন বিশ্বের দশটি নির্দেশনা

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৮


ছবি: জর্জিয়া গাইডেস্টোন

একটি রহস্যময়ী সৃতিসৌধ হল জর্জিয়া গাইডেস্টোন, যাতে নতুন বিশ্বের ১০টি নির্দেশনা লিপিব্ধ করা হয়েছে। প্রথম নির্দেশনাতেই লেখা রয়েছে ভয়ংকর তথ্য। এতে নির্দেশনা রয়েছে পৃথিবীর জনসংখ্যা মাত্র ৫০০মিলিয়ন বা ৫০ কোটির নিচে রাখা। জর্জিয়া গাইডেস্টোনটি এলবার্ট কাইন্টিতে অবস্থিত যা মুল্যবান গ্রানাইট পাথরের তৈরী। গ্রানাইটের স্থাপনাটি ৬টি স্লাবে ২০ ফুট উচ্চতা সম্পন্ন। যার ওজন প্রায় 240,000 পাউন্ড। কিন্তু এই স্থাপনাটিই মুল আকর্ষন নয় আকর্ষন বা রহস্য হল এর গায়ে অংকিত মেসেজ বা নির্দেশনা। নির্দেশনা গুলো হল “Age of Reason” এর জন্য। “New World Order” বাস্তবায়নের জন্য মুল নির্দেশনা এটি যার মধ্য রয়েছে অবিশ্বাস্যআকারে পৃথিবীর জনসংক্যা হ্রাস, এক বিশ্ব সরকার ও নতুন স্পিরিট বা দর্শনের যুগ। আরেকটি রহস্য হল এর লেখক বা পরিকল্পনাকারীরর নাম সর্ম্পর্ণ গোপন রাখা হয়েছে।

যাইহোক, এই গ্রুপগুলো তাদের প্লান বাস্তবায়ন করার জন্য নতুন উপায়ে শাসনব্যবস্থার কিছু যুক্তি প্রদান করেছে যা পূর্বে কখনো অনলাইনে আলোচনা করা হয়নি। গাইডস্টেনটি occult Secret Societies কর্তক পরিকল্পিত আদর্শ রাষ্ট্রের বিষয়টিই বর্ণনা করেছে। মনুমেন্টটি secret societies , ওয়াল্ড এলিট এবং তাদের স্বপ্নের New World Order এর মধ্য সম্পর্কের প্রমান পেশ করে।



ছাবি: গাইডস্টোন মুমেনস্ট

গাইডসেআটনটিতে রয়েছে প্রধান ৪টি পাথরের ব্লক যাতে রয়েছে ৮টি ভাষায় লিখিত ১০টি নির্দেশনা । ভাষাগুলো হল ইংলিশ, স্প্যানিশ, সোহাইলি, হিন্দি, হিব্রু, আরবি, চীনা ও রাশিয়ান। স্তাপনার উপরিভাগে প্রাচীন ৪টি লিপি Babylonian, Classical Greek, Sanskrit, and Egyptian hieroglyphs লিপিবদ্ধ রয়েছে সংক্ষিপ্ত মেসেজ। এটি উল্লেখ্য যে, প্রাচীন এই ৪টি লিপি Freemasons and the Rosicrucians সহ ওকাল্ট স্কুলে শিক্ষাদানে বিশেষ গুরুত্ব রয়েছে।


প্রধান ৪ টি পাথর এমনভাবে “paddlewheel” এর উপর স্থাপন করা যাতে পুরা বছরই সুর্যের আলো এটিকে এড়িয়ে যেতে না পারে। এবং সুর্য়ের ১৮.৬ বছরের সাইকেলে সুর্য উদয় ও অস্তের চরম বিন্দুও এখান থেকে দেখা য়ায়।



ছাব: সুর্য ও গাইডস্টোন

গাইডস্টোনের বেইজে স্থাপনার কিছু বর্ণনা রয়েছে। এটিকে টাইম ক্যাপসুল ও বলা হয় যা স্থাপনার নীচে অবস্থিত। time capsule এর বর্ননাও সর্ম্পর্ন রহস্যময়ী যাতে এস্ট্রনমিকাল ফিচার নামে কন্টেন্ট লেখা হয়েছে। time capsule এর ওপেনিং তারিখও খালি রাখা হয়েছে।


ছবি: time capsule

গাইডস্টোনটির ডিজা্এন এস্টনমিক্যাল বৈীশষ্ট টির রয়েছে বিশেষ গুরুত্ব। Freemasons and the Rosicrucian সহ সিক্রেট সোসাইটরা তাদের sacred knowledge”. ধারণ করার জন্য মনুমেন্ট তৈরী করে।



ছবি: ইংলিশ ভার্সনে ১০ টি নির্দেশনা

নতুন যুগের ১০ টি নির্দেশনা হল:
১- ন্যাচারের সাথে নিবিড় ব্যালান্সের মাধ্যমে পৃথিবীর জনসংখ্যা ৫০০ মিলিয়ন বা ৫০ কোচট এর নীচে রাখা।
২- ফিটনেস ও বৈচিত্রতার উন্নয়নের জন্য দক্ষতার সাথে প্রজননন শিক্ষা প্রদান করা।
৩- মানবতাকে নুতুন একটি ভাষার মাধমৈ একত্র করা।
৪- আবেগ, বিশ্বাস, ঐতিহ্যকে কৌশলে শাসন করা।
৫- জনগণ এবং জাতীকে সঠিক আইন ও বিচারেরর মাধমে রক্ষা করা।
৬- বিশ্ব কোর্টে সকল বাহ্যিক সমস্যা মাধান করে সকল জাতিকে অভ্যন্তরীনভঅবে শাসন করা।
৭- ক্ষুদ্র আইন ও অপ্রয়োজনীয় অফিসালদের পরিহার করা।
৮- সামাজিক দায়ত্বতার সাথে ব্যাক্তিগত অধিকারকে ভারসাম্য করা।
৯- অসীমের সাথে মিলিয়ে সত্য, সুন্দর ও ভালবাসাকে মুল্যান করা।( Prize truth – beauty – love – seeking harmony with the infinite.)
১০- পৃথিবীর জন্য ক্যানসার হইয়ো না। প্রকৃতির জন্য যায়গা করে দাও।প্রকৃতির জন্য যায়গা করে দাও। (Be not a cancer on the earth – Leave room for nature – Leave room for nature.)


গাইডস্টোনটি অস্বাভাবিকভাবে বিশ্বজনসংখ্যা হ্রাস করার কথা বলছে। নতুন বিশ্বভাষার অভিযোজন বিশ্ব কোর্ট এবং সরকার কর্তক চাপিয়ে দেয়া প্রজননবিদ্যা। অন্য কথায় বলতে গেলে New World Order এর ব্লু প্রিন্ট।

Depopulation, Planned Parenthood and Eugenics:
প্রথম নির্দেশনাটি বলতে গেলে একেবারেই ভয়ংকর। কারণ নির্দেশনা মতে পৃথিবঅর প্রতি ১৩
জন মানুষের মধ্য ১২ জনই থাকবে না। মুলত পৃথিবীর সকল লোকই উধাও হয়ে যাবে যারা থাকবে তাদের সংখ্যা বর্তমান ভারতের সর্ম্পর্ন জনসংখ্যার অর্ধেক হবে। পৃথিবীর জনসংখ্যা যদি এখন ৬.৭ বিলিয়ন হয় তাহলে নির্দেশনা মতে ৯২.৫৪ ভাগ লোকই অতিরিক্ত। বেচে যাওয়া এই নগন্য সংখ্যা সংখ্যাটা খুবই মর্মদায়ক। কিন্তু যারা বেচে থাকবে তারা কে? পৃথিবীর সবচেয়ে ধনী লোকেরা। এটি কি পরিকল্পিত কর্মসূচী?(Is this predictive programming?)

গাইডস্টোনের সর্বশেষ নির্দেশনা হল “Be not a cancer on the earth – leave room for nature – leave room for nature” এটিও খুবই ডিস্টার্বিং কারণ এতে মানব জীবনকে পৃথীবিতে ক্যান্সারের সাথে তুলনা কর হয়েছে। মুলত এই কথার িীবত্তিতেই পুরো পৃথিবীর সকল মানুষকেই নিমুল করার যুক্তি খোজা হয়েছে। ব্যপক জনসংখ্যা হ্রাস এর কথা ওয়াল্ড এলিট সহ গুরুত্বর্পর্ন কিছু ব্যাক্তি স্পষ্টই ঘোষনা করেছে। ১৯৮৮ সালে বৃটেনের Prince Philip আমার ইচ্ছা আমি যদি পৃথিবীতে পুনর্জম্মলাভ করতাম তবে এমন একটি ধংস্বাত্বক ভাইরাস (“a deadly virus”) নিয়ে আসতাম যাতে পৃথিবীর জনসংখ্যা অর্ধেকে নেমে আসত।

সাম্্রতিক সময়ে বিল গেটস বলেছেন- পৃথিবীতে আজকে ৬.৮ বিলিয়ন জনসংখ্যা রয়েছে যা ৯ বিলিয়ন হবার দিকে যাচ্ছে। এখন যদি আমরা একটি বড় ধরনের কাজ করি নতুন ভ্যাকসিন, স্বাস্থ সেবা এবং সুপ্রনন স্বাস্থ সেবাতে তাহলে হয়তো আমরা পৃতিভীর জনসংখ্যা ১০-১৫% হারে কমিয়ে দিতে পারতাম।(Now if we do a really great job on new vaccines, health care, reproductive health services, we could lower that by perhaps 10 or 15 percent.) উল্লেখ্য জাতিসংঘের স্বাস্থ সেবায় প্রায় সর্ম্পর্ন সাহায্য দান করে গেটস ফাউন্ডেশন।

সান্ডে টাইম মে ২০০৯ এর বর্ণনা মতে- কতিপয় শীর্ষ আমেরকিান বিলিয়নেয়ার গোপন মিটিংয়ে তাদের সম্পদ কিভাবে বিশ্বজনসংখ্যা হ্রাস করে শিক্ষা ও স্বাস্থ উন্নয়ংনের জন্য কাজে লাগানো যায় এ বিষয়ে আলোচনা করে। Microsoft co-founder বিল গেটস এসব পরিবর্তনের জন্য রাজনেতিক ও ধর্মীয় বাধা অতিক্রমের জন্য যৌথ ফেসের বিষয়ে আলোচনা করেন। সান্ডে টাইমস মতে এই ক্লাবের অন্তভুক্ত হলেন- David Rockefeller Jr, the patriarch of America’s wealthiest dynasty, Warren Buffett and George Soros, the financiers, Michael Bloomberg, the mayor of New York, and the media moguls Ted Turner and Oprah Winfrey.”

(বিশ্ব কাপানো হ্যাঁ বিশ্ব কাপানো নেতা জোসেফ স্টালিন যার মতবাদ প্রতিষ্ঠার জন্য ৪০ ও ৫০ এর দশকে প্রয় ৬৫ মিলিয়ন স্বদেশিী মানুষ নিহত হল তারই জম্মভুমি জর্জিয়াতে এসব নতুন থিম/মনুমেন্ট কী ঈঙ্তি করছে? নতুন স্টালিন? নাকি স্টালিনের শত্রু কর্তক প্রতিশোধ নেয়ার জন্য এসব আয়োজন?)

এ ধরনের আরেকটি সাইট পড়তে চাইলে: Click This Link
See My Article for more info : 1. ডুমস ডে সীড ভল্ট: বিল গেটস, রকফেলার এবং জিএমও জায়ান্ট মনসান্টো কি ভিন্ন কিছূ ভাবে?: Click This Link

2. থিম সিটি আস্তানা, কাজাখাস্তান: Click This Link
3. ডেভিড রকফেলার: শতোর্ধ সবচেয়ে ধনী ও পৃথিবীর ইতিহাস মেকার : Click This Link

4.: ওয়াল্ড লিডার এন্ড দ্যা ওকাল্ট:: Click This Link

5. বোহেমিয়ান গ্রোভ: অজানা জগতের ইতিহাস: Click This Link

6.: ব্লাক মাস রিচুয়াল: অজানা জগতের ইতিহাস: Click This Lin


সোর্স: Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৩

রাতুল_শাহ বলেছেন: মোবাইলে ছবি দেখতে পারলাম না। ল্যাপটপ নষ্ট হওয়ার পর, ব্লগ পড়া কষ্টকর হয়ে গেছে,
১০ টা পয়েন্টটা বিস্তারিত আলোচনা করেন।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪০

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ রাতুল_শাহ আগ্রহ ও কষ্টকরে পড়ার জন্য

১০ টি পয়েন্ট এর বিস্তারিত বর্নণা সংয়োগ করছি। আপনি কিছুক্ষন পরেই দেখতে পাবেন।

২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১:১২

রাতুল_শাহ বলেছেন: আমি সিড ব্যাংক আর হাইব্রিড নিয়ে কয়েকদিন থেকে চিন্তা করছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বেশি জানতে পারছি না। ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১:২৫

আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই।

অাসলে এসবই বিশ্বের সকল মানুষে মুল সমস্যা বাট এসব লুকিয়ে রাখার জন্য কৃত্রিম ইস্যু তৈরী করে আমাদের সকল কে ব্যাস্ত রাখছে। আর তারা.....................
আশা করি মুল সোর্স আটির্কেল পড়বেন এবং মন্তব্য বা সংযোজন থাকলে.................

৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ২:৩২

আরণ্যক রাখাল বলেছেন: রহস্যজনক।
তবে ওরা লোক মেরে এসব করবে বলে মনে হয় না। এসবে ভয়ের অন্তত কিছু নেই। ৯২% লোক না থাকলে, সেসব ধনকুবেররাই অচল হয়ে যাবে।
এখন ভয়টা ইসলামকে। এটাই একদিন সব ধরে ধরে ধ্বংস করবে

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৬:২৮

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ অরণ্যাক রাখাল মন্তব্য সাথে সর্ম্পরক তথ্য দেয়ার জন্য।

"সেসব ধনকুবেররাই অচল হয়ে যাবে।" অঅমিও অবশ্য এরকম কিছুই ভাবছি যে ধনকুবেরদের এত সম্পদের মালিক হবার পেচনে তো অবদান সমগ্র বিশ্বের মানুষেরই। তো মানুষ মরলে তাদেরকে তা শোষন করবে কিভাবে?

"এখন ভয়টা ইসলামকে। এটাই একদিন সব ধরে ধরে ধ্বংস করবে"
সমগ্র বিশ্বের নিরংকুশ পরিচালক ও মালিক মূলত রথচাইল্ড রকফেলার ফ্যামিলিে জোট। এদেরই হাতে রয়েছে সামান্য কৃষি বীজ থেকে শুরু করে আপনি যত ক্ষেত্র বলবেন সব কিছুর নিয়ন্ত্রন। এজন্য ইসলাম বা সকল ধর্ম, মতাদর্শই এখন সাব সিস্টেম ফলে সুপার সিস্টেমকে ওভার কখনোই করতে পাারবে না। বরং যদি প্রয়োজন হয় সুপারসিস্টেম(রথচাইল্ড রকফেলার ফ্যামিলিে জোট) এসবের ব্যবহার করবে নিজেদের স্বার্থে। যেমন: আই এস এস (যুক্তি যাই হোক) এর শেষ ফলাফল হবে ইসরাঈল আমেরিকা জোট কর্তক ঐ অঞ্চল এর সর্ম্পর্ন দখল। তা বাস্তবায়নের জন্য মনে করেন এখন বিভিন্ন পর্ব/গেম অতিক্রম হচ্ছে।

৪| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৫

টারজান০০০০৭ বলেছেন: "এখন ভয়টা ইসলামকে। এটাই একদিন সব ধরে ধরে ধ্বংস করবে"
বন্যেরা বনে সুন্দর, আরণ্যক রাখাল বনে গেলেই ভালো হবে।বনের রাজা হিসেবে বনে গরু চড়ানোর অনুমতি দেওয়া হইলো !

অথবা নরাধম মোদী বা ভোগী আদিত্যর গোয়ালেও চাকুরী নিতে পারে। ইসলাম থেকে নিরাপত্তা পাইবো !

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

আবু মুছা আল আজাদ বলেছেন: সমস্যা বিশ্বব্যাপিই । তা হল আমরা মিথ্যা প্রারনার শিকার। যারই উপসর্গ এসব কিছু..........

৫| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

জুন বলেছেন: অত্যন্ত অজানা একটি বিষয় জানা হলো আপনার পোষ্ট পড়ে যে সম্পর্কে কোন ধারনাই ছিল না আবু মুছা আল আজাদ ।
পৃথিবীর জনসংখ্যা যদি একশ কোটিতে সীমাবদ্ধ রাখার লক্ষ্য হয় তবে চীন আর ভারতের কি হবে বলুনতো !
বিষয়টি আবার ভালো করে পড়তে হবে ।
+

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯

আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক বেশী ধন্যবাদ ও কৃতজ্ঞ বিষয়টি নিয়ে চিন্তা করার জন্য।

নিজের কথা বলছি না আমেরকিার পররাষ্ট্র বিষয়ক দপ্তর থেকে লেখা হান্টিংটনের বইতে বলা হয়েছে সভ্যতার যুদ্ধে প্রথম চীন আক্রমন করবে কম্বোডিয়াকে সাথে অন্যান্য জোট একত্র হয়ে...............

আর এন্ডিয়া প্রথমে আক্রমন করবে পাকিস্থানে । এরপর.............।

আশ্চর্জ জনক ব্যাপার হল ওয়াল্ড এলিটরা সকল গ্রুপকেই পারমানবিক অস্ত্র সরবরাহ করেছে।
দেখুন তো ১ টি মাত্র এটম বোমাতে কত প্রভাব? এমন শত শত বোমা ব্যবহার করবে এ যুদ্ধে
তাহলে জনসংখ্যা?.............

এবং এ যুদ্ধ থেকে সারভাইভ করবে ওয়াল্ড এলিটরা,,,,,,,,,,,,,,

আপনি আমার লেখা বিভিন্ন আর্টি
কেলে কিছু কিছু তথ্য পাবেন এ বিষয়ে
সর্ম্পর্ন বিষয়টিই একটি জটিল সমীকরণ বাট কঠেরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। সামনের পৃথিবীতে কি হতে চলছে তা আমাদেরকে ভুলিয়ে রেখে ভিন্ন ইসুতে ব্যাস্ত রেখেছে ওকাল্ট/ওয়াল্ড এলিটরা।

৬| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


"(বিশ্ব কাপানো হ্যাঁ বিশ্ব কাপানো নেতা জোসেফ স্টালিন যার মতবাদ প্রতিষ্ঠার জন্য ৪০ ও ৫০ এর দশকে প্রয় ৬৫ মিলিয়ন স্বদেশিী মানুষ নিহত হল তারই জম্মভুমি জর্জিয়াতে এসব নতুন থিম/মনুমেন্ট কী ঈঙ্তি করছে? নতুন স্টালিন? নাকি স্টালিনের শত্রু কর্তক প্রতিশোধ নেয়ার জন্য এসব আয়োজন?) "

-৪০ ও ৫০ দশকে জর্জিয়ার পুরো লোক সংখ্যা ৬৫ মিলিয়নের নীচে ছিল; ফলে, এত লোক মারা সম্ভব হয়নি; আপনার ডাটা দেখুন।

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাঁদ গাজি ভাই তত্য সম্পর্কে জিজ্ঞাসার জন্য।
স্বদেশী বলতে বুঝানো হয়েছে রাশিয়ার কথা । এবং স্বদেশ বলতে স্টালিনের রাশিয়াকেই বুঝানো হয়েছে। তঃকালীন সময়ে জর্ঝিয়া ছিল গ্রেটার সোভিয়েত শাসিত একটি স্টেট।

আর জর্জিয়ার তখন কেন বর্তমান ২০১৬ এর গণনা অনুসারে ৩.৭২ মিলিয়ন জনসংখ্যা

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৭

আবু মুছা আল আজাদ বলেছেন: জর্জিয়া ছিল তার জম্মস্থান মাত্র।

৭| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

টারজান০০০০৭ বলেছেন: স্তালিন একখান পাঁঠা আছিলো , হেতে অনেক পাঁঠার জন্ম দিছে। এক বিচিওয়ালা হিটলার ভুল না করলে স্তালিন বিচিহারা হইয়া জার্মান জাতির পদসেবা কইরা মরতে পারতো !

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ Tarzan00007।

স্তালিন কি ছিল ওটা আসলে বলে ................
তবে তার সামগ্রিক মটিভবসটাই আমাদের জানার বিষয়।

৮| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:১১

জুন বলেছেন: David Rockefeller Jr, the patriarch of America’s wealthiest dynasty, Warren Buffett and George Soros, the financiers, Michael Bloomberg, the mayor of New York, and the media moguls Ted Turner and Oprah Winfrey.”
এইসব টাকাওয়ালারা তাদের অর্থ কিভাবে খরচ করবে তার জন্য এই নৃশংস পদ্ধতি গ্রহন করতে হবে ! অফ্রা উইনফ্রে বিল গেটস এদেরতো অনেক ভালো জানতাম আবু মুছা আল আজাদ ।
কি আতংকজনক ।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:২০

আবু মুছা আল আজাদ বলেছেন: See My Article for more info : 1. ডুমস ডে সীড ভল্ট: বিল গেটস, রকফেলার এবং জিএমও জায়ান্ট মনসান্টো কি ভিন্ন কিছূ ভাবে?: Click This Link

2. থিম সিটি আস্তানা, কাজাখাস্তান: Click This Link
3. ডেভিড রকফেলার: শতোর্ধ সবচেয়ে ধনী ও পৃথিবীর ইতিহাস মেকার : Click This Link

4.: ওয়াল্ড লিডার এন্ড দ্যা ওকাল্ট:: Click This Link

5. বোহেমিয়ান গ্রোভ: অজানা জগতের ইতিহাস: Click This Link

6.: ব্লাক মাস রিচুয়াল: অজানা জগতের ইতিহাস: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.