নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস্যকর অপরাধী খাজারিয়ান মাফিয়াদের গোপন ইতিহাস (০১)

৩১ শে মার্চ, ২০১৭ রাত ২:১২


ছবি:খাজারিয়ান সম্প্রদায়

১০০ থেকে ৮০০ খিস্টাব্দ খাজারিয়াতে একটি ইভিল সম্প্রদায়ের আবির্ভাব:

একজন ইভিল রাজার শাসনাধীনে খাজারিয়ানরা একটি জাতি হিসেবে আবিভূত হয়। তাার রাজদরবারে প্রাচীন ব্যাবিলনিয় যাদু বিদ্যা ও ওকাল্ট পাওয়ার চর্চা করত। এই সময়ে খাজারিয়ানরা পাশ্ববর্তী দেশগুলোতে চোর, হত্যাকারী, পথের ডাকাত হিসেবে পরিচিতি পায়। ঐ সমস্ত এলাকায় ভ্রমনকারীদের মতে তারা সাধারণ জীবন যাপনের নায় নিয়মিত মানব হত্যা করত।

৮০০ খিস্টাব্দ: রাশিয়া ও পাশ্ববর্তিদেশ কর্তক খাজারিয়ানরাদেরকে আলটিমেটাম প্রদান:
বহু বছর ধরে নিজ দেশের নাগরিকদের কাছ থেকে বহু অভিযোগের ফলশ্রুতিতে পাশ্ববর্তী দেশের নেতারা বিশেষ করে রাশিয়া খাজারিয়ান রাজাকে আলটিমেটাম প্রদান করেন। তারা খাজারিয়ান রাজার কাছে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন যে তাকে এবং তার জনগণকে আব্রাহামিক(ইব্রাহিম) তিনটি ধর্মের (ইহুদি/জুডাইজম, খিস্টান, ইসলাম) মধ্য যে কোন একটিকে পছন্দ করতে হবে। এর্ং র্এটিকে তাদের একমাত্র ধর্ম ও সকল খাজারিয়ান জনগণকে উক্ত ধর্ম চর্চা ও সকল খাজারিয়ান শিশুদেরকে এই বিশ্বাস চর্চ করার জন্য সামাজিকীকরণ করতে হবে।

খাজারয়িান রাজাকে ইহুদি/জুডাইজম, খিস্টান, ইসলাম এই তিনটির যে কোন একটি বেছে নেয়ার চয়েস দেয়া হল। খাজার রাজা তিনটির মধ্য জুডাইজম/ইহুদি ধর্ম গ্রহন করল এবং রাশিয়ান জার নেতৃত্বাধীন অন্যান্য দেশের সাথে প্রয়োজনীয় শর্ত মেনে থাকতে রাজি হল। কিন্তু তার চুক্তি ও প্রতিজ্ঞা স্বত্বেও খাজারিয়ান রাজা ও তার অনুচর বর্গ গোপনে ব্যাবিলনিয় ব্লাক ম্যাজিক বা সেক্রেট স্যাটানিজস চর্চা করতে লাগল। তারা শিশু কুরবানি/স্যাকরিফাইস, তার দেহ থেকে রক্ত বের করে রক্ত পান ও তার কলিজা খাওয়ার ন্যায় ওকাল্ট প্যাকটিস চালিয়ে যেতে থাকে।

এই অদ্ভুত ও রহস্যময়ী ওকাল্ট অনুষ্ঠানের এর ভিত্তি হল প্রাচীন ব্যাবিলনন ও মিশরের Baal Worship যা worship of the Owl বা পেচা/মলুচ এর আর্চনা নামেও পরিচিত। রাশিয়ান জারের নেতৃত্বে পাশ্ববর্তি দেশগুলোকে বোকা বানানোর জন্য লুসিফারিয়ান ব্লাক ম্যাজিক এর সাথে জুডাইজম/ইহুদি ধর্মের মিশ্রন ঘটিয়ে একটি গোপন Satanic-hybrid religion তৈরী করে এটি Babylonian Talmudism নামেও পরিচিত। তাদের তৈরী নতুন গ্রন্থ তালমুদ ও স্যাটানিক হাইব্রিড ধর্মকে খাজারিয়ানদের রাস্ট্রিয় ধর্মে পরিণত করে এবং আব্রাহামিক ধর্ম গ্রহনের পূর্বে যেই ওকাল্ট চর্চা করত তা চর্চা করতে থাকে।

কিন্তু দু:খজনক হলেও সত্য যে খাজারিয়ানরা পাশ্ববর্তি দেশের লোকদেরকে হত্যা করতেই থাকল এর্ব তাদের ইভিল পথেই আকড়ে থাকল। তারা পথিক/ ভ্রমনকারীদের হত্যা করার পর নিজেদের পরিচয় গোপন রাখতে থাকল এবং মিথ্যা পরিচয় ও ছদ্ববেশে ধারণে অগ্রনী ভুমিকা রাখল। শিশু কুরবানির ন্যায় বিুভন্ন ওকাল্ট প্রাকটিস চালিয়ে যেতে থাকল এমনকি এখনও তারা এসব করছে।

1,200 AD – Russia and the surrounding nations have had enough and take action:

১২০০ খিস্টাব্দে খাজারিয়ান দেবতা বালের জন্য শিশু উৎসর্গ করার জন্য শিশুদেরকে অপহরনসহ বিভিন্ন রকম অপরােধের জন্য রাশিয়ার জার এর নেতৃত্বে পাশ্ববর্তি দেশগুলো খাজারিয়াতে আক্রমন করে। কিন্তু তারা আক্রমন খরার পূর্বেই গোয়েনন্দা নেটওয়ার্কের মাধমে খাজারিয়নরা বিশাল স্বর্ণের মজুদসহ অন্যান্য সম্পদ নিয়ে তাদের পশ্চিমের ইউরোপীয় দেশগুলোতে চলে যায়। এ সময় তাদেরকে পাশ্ববর্তিদেশগুলো খাজারিয়ান মাফিয়া (Khazarian Mafia (KM) বলে পরিচিতি পায়।

সেখানে যেয়ে তাদের প্রকৃত পরিচয় গোপন করে সকলে একত্রিত হতে থাকে। সেখানে যেয়েও তারা গোপনে শিশু কুরবানি ও ব্লাড রিচুয়াল চালিয়ে যেতে থাকে। খাজারিয়ানরা বিশ্বাস করে যে বাল দেবতা তাদের সাথে প্রমিজ করেছে যে, তারা যতদিন বাল দেবতার আর্চনা উপলক্ষে রক্ত ও শিশু উৎসর্গ করবে ততদিন তাদেরকে সমগ্র বিশ্ব এবং এর সকল সম্পদ তাদেরকে দিবে।

খাজারিয়ান রাজা ও তার অনুচররা গভীর থেকে গভীর ষড়যন্ত্র করতে থাকে রাশিয়া সহ পাশ্ববর্তিসকল দেশে আক্রমন করে প্রতিশোধ নেয়া এবং তাদেরকে ক্ষমতায় থেকৈ সরিয়ে দেয়ার জন্য।



ছবি: ১৯১৭ সালে রাশিয়ার বিপ্লব সম্পর্কে আরেকজান্ডার সোলঝেনিতেসিন

The Khazarian Mafia invades England after being expelled for hundreds of years:
তাদের আক্রমন বাস্তবায়ন করার জন্য King Charles 1 হত্যার উদ্দেশ্য তারা Oliver Cromwell কে ভারা করে। এবং ইংলা্ন্ডকে তাদের জন্য নিরাপদ করে নেয়। ফলে প্রায় এক দশক ধরে ইংল্যান্ড গৃহ যুদ্ধে জড়িয়ে পড়ে এবং রয়েল পরিবারেরর সদস্যসহ অসংখ্য মানুষকে হত্যা করে। এসময় ইংল্যান্ড ইউরোপের ব্যাংকিং ক্যাপিটাল এবং বৃটিশ সাম্রাজ্যবাদের সূচনা হতে থাকে ।



চলবে....................

সোর্স: Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


এগুলোতে তথ্য আছে, নাকি আপনি রাজতন্ত্রকে রূপকথায় পরিণত করছেন; সলজেনেৎসিনের সাহিত্বের সাথে আমি পরিচিত; উনার নোবেল পাওয়া ইত্যাদি নিয়ে কিছুটা তত্য জানি।

৩১ শে মার্চ, ২০১৭ ভোর ৬:২৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজি ভাই।
"এগুলোতে তথ্য আছে, নাকি আপনি রাজতন্ত্রকে রূপকথায় পরিণত করছেন" সোর্সে একটি আর্টিকেলের লিংক দেয়া আছে আমি শুধু ঐ আর্টিকেল থেকেই সব তথ্য অনুবাদ করেছি মাত্র। লিংক: Click This Link

আলেকজান্ডার সোলঝেনেৎসিন বিংশ শতকের বিবেক বলা হয়। তার সম্পরকে অসংখ্য ডকুমেন্ট পাবেন ইউটিউবে
তার বই ১.The Gulag Archipelago ২. Cancer Ward: A Novel এসব বই এর রিভিউটা কিছু অংশ পড়েছি তাতে তো আমার মাথায় কিছু ধরে না। আমরা যা পূর্বে জেনেছি তা থেকে সর্ম্পর্ন ভিন্ন ইতিহাস।

২| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


সোলঝেনেৎসিন "ধীরে বহে ডন (নদী)"এর জন্য বোবেল পেয়েছিলেন।

স্টালিনের ভুলের কথাও তিনি লিখেছিলেন।

৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

আবু মুছা আল আজাদ বলেছেন: "স্টালিনের ভুলের কথাও তিনি লিখেছিলেন।" একমত

তবে উপরে উল্লেখিত বই ছাড়া অন্যগুরৈার শুধু নাম জানি বাট এর আলোচ্য বিষয় জানি না।

তার নিষিদ্ধ একটি বই 200 Years Together বইটি পড়া দরকার। সময়ের অভাবে পড়তে পারছি না।

৩| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



সোলঝেনেৎসিন "ধীরে বহে ডন (নদী)"এর জন্য নোবেল পেয়েছিলেন।

স্টালিনের ভুলের কথাও তিনি লিখেছিলেন।

৪| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৪

মাকার মাহিতা বলেছেন: "খাজারিয়ান" এই প্রথম শুনলাম।

৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ মাকার মাহিতা .
আপনি র্সোস লিংক থেকে অর্সখ্য কিছু জানতে পারবেন তাদের বিষয়ে এছাড়া ইউটিউবে সার্স দিলে............................

৫| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৪

টারজান০০০০৭ বলেছেন: কন্সপিরেছির থিওরি গুলো ড্যান ব্রাউনের থ্রিলার গুলোর মতোই চমৎকার ! সমস্যা হইলো থিওরীগুলো সবই পরে জানা যায় ! থিওরি থেকে ভবিষ্যতে কি হবে তা জানা যায় না।

৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬

আবু মুছা আল আজাদ বলেছেন:
ড্যান ব্রাউন মুলত ওকাল্ট মতবাদটাই ভিন্ন উপায়ে প্রসারের কাজ করেছে। বিশেষ করে ভিন্সি কোড............

৬| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

রাতুল_শাহ বলেছেন: খাজারিয়ান মাফিয়া, নতুন জানলাম। বেশ ইন্টারেস্টিং।
পোস্টের সাথেই আছি, মাফিয়া সম্পর্কে আরো জানা যাবে, আশা করি।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল শাহ সাথে থfকার জন্য

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল শাহ সাথে থfকার জন্য

৭| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৮

কোলড বলেছেন: This is rubbish! You are twisting words possibly from Arthur Koestler book.
By the way, "Quiet Flows the Dawn" was written by Solokhov NOT Solzhenitsin as written by you.

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

আবু মুছা আল আজাদ বলেছেন: Thanks

Hi Mr. You May Think me that. But I am nothing without the Article of Source. Just translated that in Bangla<

"Quiet Flows the Dawn" as i go through my article i never mentioned the book is written by solzenitsin.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.