![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ইউএস হেলিকপ্টার কর্তক মসুলে আইএসএস কমান্ডারকে উদ্ধার
পশ্চিম মসুলে ইরাকী বাহিনীরর সাথে তীব্র সংঘাতের ফলে আটকে পড়া আইএসএস এর ২ জন সিনিয়র কমান্ডারকে heliborne operation এর মাধ্যমে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। TEHRAN (FNA) এর রিপোর্ট মতে- আমেরিকা আইএসএসকে সাহায্য ও সহযোগিতা করছে [Israeli – U.S. Proxy Army] এবং আইএস তাদের রিজিওনাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ভীক।
ছবি: Ibrahim Jafari Iraq Sergei Lavrov Russia
Iraqi Foreign Minister Ibrahim al-Jafari বলেন - ইরাক এউএস ইসরাঈলী প্রক্সি আর্মি আইএসএর বিরুদ্ধে পুরো বিশ্বের জন্যই যুদ্ধ করছে।
ছবি: Netanyahu’s Proxy Army ISIS
Al-Talaybawi বলেন- গত ফেব্রুয়ারী থেকে ইরাকী বাহিনীর সাথে পশ্চিম মোসুলের যুদ্ধে পরাজয়ের পর ইউএস ফোর্স সেখঅন থেকে আইএস কমান্ডারদেকে অন্যত্র সরিয়ে নেয়ার কাজ করছে। মিডিয়াতে আমেরিকা কর্তক ISIS terrorists দের সাহায্যর নিউজ প্রকাশিত হবার পর ইরাকী বাহিনী অধিকৃত মোসুলের Tal Afar তেকে ISIS কমান্ডারদের অন্যত্র সরিয়ে নেয়ার কাজ করতে থাকে।
ইস্কান্দার ওয়াটুল Iraqi Parliament’s Security and Defense Commission এর সদস্য আমেরিকা কর্তক ISIS অধিকৃত অঞ্চলে বিমান থেকে বিভিন্ন রকমের সাহায্যর কারণ তদন্ত করার আহবান জানিয়েছে। ওয়াটল অঅরো বলেন- আমরা বিভিন্ন সময় চাক্ষুষ দেখেছি যে, ইউএস বিমান আকাশ থেকে ISIS কে খাবার, অস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছে। এবং এটাকে তারা ইউএস পরিচালিত কোয়ালিশন প্লেন পর্যবেক্ষন করার কথা বলে।
ছবি: Israeli Colonel Yusi Oulen Shahak
ইরাকী বাহিনীর হাতে আটক ইসরাইলী কর্নেল Yusi Oulen Shahak উপরোক্ত ঘটনার কথা শিকার করে। প্রত্যক্ষদর্শীরা বলেন- Tal Afa এর আইএসএস নিয়ন্ত্রিত এলাকায় এলাকায় ইউএস বিমান থেকে বিভীন্ন রকমের রসদ পড়তে দেছেন।
ইরাকী আর্মি বলেছেন- তাদের কাছে পরাজিত এলাকা থেকে আমেরকিান আর্মি ISIS কমান্ডারদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়ার কাজ করছে।
সোর্স: Click This Link
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী
২| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
সবই যদি ইস্রাইল-আম্রিকার তৈরি হয়,
তাহলে আইএস ব্লগার কোবাইলে মুমিন মুসলমানরা খুশিতে লাফায় কেন?
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী অনেক গুরুত্বপূর্ন তথা বলেছেন।
এর মুল কারণ হল সম্পূর্নতা বিষয় সম্পর্কে না জানা। এর্ং কিছু মুসলিম নাম বিশিষ্ট লোকদের দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ণ
৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯
প্রশ্নবোধক (?) বলেছেন: লেখককে ধন্যবাদ।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
আবু মুছা আল আজাদ বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও অনেক অনৈক ধন্যবাদ প্রশ্নবোধক (?)
৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
অসম্ভব নয়, ভেতরে অনেক কিছু হচ্ছে
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৪
আবু মুছা আল আজাদ বলেছেন: সেটাই দেখছি ।. কিছু বিষয় ভাবিয়ে দিচ্ছে
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: