নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

দ্যা হিস্ট্রি অব মানি: (পর্ব্-06)

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৭




ছবি: Tsar Alexander II of Russia

বৃটেন ও ফ্রান্স ব্যাংকারদের পক্ষে কনফেডারেসির পক্ষে সরাসরি যুদ্ধে নামার ঘোষনা দিলে Tsar Alexander II তা প্রতিহত করার জন্য রণতরি Oslabiya পাঠায় নিউইয়র্ক উপসাগরে এবং Pacific flotilla পাঠায় সানফ্রানসিস্কোতে। সাথে লিংকনকে সহায়তা করার জন্য তার অধীনে কাজ করার নির্দেশনা সহ রাজকীয় অর্ডার প্রেরণ করেন। ব্যাংকারা/মানি চেন্জারদের স্কাম ও ঋণের ফাদ সম্পর্কে অবগত থাকায় জার রাশিয়াতে তাদের ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেয়। লিংকন ও একই সমস্যার সম্মুখিন হওয়ায় তাকে সাহায্যর জন্য সামরিক সহায়তা প্রদানের ঘোষনা দেন। রাশিয়ার এরুপ অবস্থানের কারনে বৃটেন এবং ফ্রান্স কনফেডারেসিকে সহায়তা বন্ধ রাখে এবং গৃহ যুদ্ধে লিংকন জয়লাভ করে। যদ্ধে জয়ের পরও লিংকন তার greenbacks ইস্যু চালিয়ে নেয়ার কথা বলেন।

১৮৬৪ নির্বাচন এবং লিংকনকে হত্যা: ১৮৬৪ সালের নির্বাচনী প্রচারনায়ও লিংকন তার greenbacks এর পক্ষে প্রচারনা চালান। অপরদিকে বিরোধী দল মানি চেন্জারদের নিয়ন্ত্রনাধীন সেন্টাল ব্যাংকের পক্ষে প্রচানা চালায়। ৮ ননভেম্বর ১৮৬৪ সালের নির্বাচনে লিংকন প্রচুর পরিমসান বেশী ভোট পেয়ে জয়লাভ করেন। 4 মে 1865 তিনি ২য় বারের মত প্রেসিডেন্ট পদে সমাসীন হন কিন্তু দু:খজনক হলেও মাত্র ৪১ দিন পর ৪২তম দিনে আততায়ীর হাতে নিহত হন। অপরদিকে লিংকনকে সহায়তাকারী রাশিয়ার জার 1866, 1879, এবং 1880 সালে হত্যা প্রচেষ্টার সম্মুখিন হয়ে অবশেষে ১৮৮১ সালে নিহত হন। লিংকনের নিহত হবার পর সর্বপ্রথম ও গুরুত্বপূর্ন যে ঘটনা ঘটল তাহল মানি চেন্জার/ব্যাংকাররা আবার তাদের সিস্টেম পুনর্বহাল করে।


ছবি: James Garfield

President James Garfield: ১৮৮০ সালের নির্বাচনে মানি প্রিন্ট ও সরবরাহের উপর সর্ম্পর্ন সরকারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার অঙ্গিকারে ক্ষমতায় আসেন। James Garfield বলেন -একটি সরকারেরর প্রধান দায়িত্ব হল তার দেশের মানি প্রিন্ট এবং তার ভ্যালু নির্ধান (তিনটি দেশ ছাড়া বাকি সকল দেশের ভ্যালু নির্ধারণ করে রথচাইল্ড জোটের মালিকানাধীন ফেডারেল রিজার্ভ)। সরকার প্রনীত নোট মুলত মানি নয় বরং মানি প্রদান করার অঙ্গিকার। যদি এর ধারক/বাহক এর দাবি করে তখনই এর প্রমিজ রক্ষা হবে। তা জোর করে চাপিয়ে দেয়া হবে না।

চলবে...............

১ ম পর্ব: Click This Link
২য় পর্ব: Click This Link
৩য় পর্ব: Click This Link
৪র্থ পর্ব: Click This Link
৫ম পর্ব: Click This Link

সোর্স: http://www.xat.org/xat/usury.html

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২

রাতুল_শাহ বলেছেন: আচ্ছা রুজভেল্ট কেনেডি কি ইলুমিনাতীর ষড়যন্ত্রের শিকার?

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

আবু মুছা আল আজাদ বলেছেন: ১৯০৯ সালে পোর‌্যান্ড সহ ইউরোপের বিভিন্নদেশ থেকে জোর করে ত্রাস সষ্টি করে ইহুদিদের (সাধারণ এবং জায়োনিস্ট) আমেরকিায় নিয়ে এসে প্রথমবারের মত সরাসরি তাদের সমর্থন ও অর্থসহায়তায় নির্বাচিত হন রুজভেল্ট । তাক্লুেই দিয়ে শত বছরের অধরা কাজ ফেডারেল রিজার্ভমি অনুমোদন করিয়ে নেয়। ্ইলুমিনাতিরাই তাকে ১ম বিশ্বযুদ্ধে ব্যবহার করে অবশ্য পরে তিনি ভুল বুঝতে পেরেছিল।

কেনেডি তাদের নিয়ন্ত্রিত লোক ছিল পরে সে তাদের ষড়যন্ত্র জানতে পেরে ফেডারেল রিজার্ভ বাতিল করার জচষ্টা করছিল। পরে যা ঘটল...............

তার মরার ৩৬ ঘন্টার মধ্য ফেডালে বিল আবার পাশ করিয়ে নেয়

২| ০২ রা মে, ২০১৭ রাত ১২:০০

রাতুল_শাহ বলেছেন: ভাই কি ব্যস্ত সময় কাটাচ্ছেন?

০৩ রা মে, ২০১৭ সকাল ৭:১৩

আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
রাতুল ভাই খুবই ব্যাস্ত ছিলাম প্রায় ৫ দিন পরে ব্লগে আসলাম। ব্যাস্ততা কমছে............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.