নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

ক্যান্সার প্রসার ও মনসান্টো কর্তক বিজ্ঞানের ব্যবহার

১৯ শে মে, ২০১৭ সকাল ১০:৫২


ছবি: Monsanto Daines

1.) Glyphosate: ১৯৭০ সালে মনসান্টো কেমিস্ট উদ্ভব করেন। উদ্ভবের পর থেকেই Glyphosate মনসান্টোর প্রায় সকল প্রডাক্টেই ব্যবহার করা হয়। ১৯৭৪ সালে Roundup নামে এটি বজারে আনে। এটি মুলত আগাছা দমনের জন্য ব্যবহার করা হয়। এটি এত বেশী ক্ষতিকর যে Organic Consumers Association কর্তক পরীক্ষায় দেখা গেছে ৯৩% আমেরিকানদের ইউরিনে glyphosate এর উপস্থিতি পাওয়া গিয়েছে। অথচ খাবার পানিতে glyphosate এর কোন উপস্থিতি পাওয়া যায় নি। এর অর্থ হল food products এর মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করছে। উ্ল্লেখ্য জিএমও জায়ান্ট মনসান্টো, রকফেলার ও সিনজেন্টা এর সাথে ডুমসডে সিড ভল্ট এবং জিএমও ফুড প্রসারের কাজ করছেন।


ছবি: Bill Gates Refuses To Answer Question On Why He Owns 500,000 Shares Of Monsanto



২) সামান্য পরিমাণে glyphosate এর মিশ্রণও ক্যান্সারের কারণ।

৩) করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রচার করছে যে, glyphosate মানব ব্যবহারের জন্য নিরাপদ অথচ কর্তমানে প্রকাশত তথ্য ও ঘটনা দেখায় যে, মনসান্টো জনগণকে প্রতারনার জন্য উক্ত প্রচারনা চালাচ্ছে।

৪) the California Office of Environmental Health Hazard Assessment - glyphosate কে হিউম্যান কারিসিনোজেনর সম্ভ্যব্য কারণ বলে ঘোঘনা করে।








বিস্তারিত দেখতে: Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্পোরেট কত মিথ্যায় যে আমরা ভাসছি ইয়ত্তা নাই!!!!

তাদের কাছে আমজনতা কেবলই গিনিপিগ!!

+++

১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮

আবু মুছা আল আজাদ বলেছেন: " আমজনতা কেবলই গিনিপিগ!!" সম্পূর্ন একমত
তবে আমার কাছে মনে হয় গিনিপিগ যদি কোন ষড়যন্ত্রের শিকার হয় তবে কিছূ করতে না পারলেও তাদের শত্রু থেকে দূরে থাকতে চায়। বাট আমরা বিশ্ববাসী (গইমরা) তহাও করি না + শত্রুর কাজে সাহায্য করতে পেরে খুশি।

২| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪

নতুন বলেছেন: its all good business for them :(

১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৮

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ নতুন। এটাই তাদের ব্যবসা বাট আমরা শুধূই চাকুরী মুখী

৩| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৬

জেন রসি বলেছেন: অনেকগুলো আর্টিকেল পড়েছিলাম এ বিষয়ে। মুনাফা এবং মার্কেট দখলের খেলায় মানুষ আসলেই গিনিপিগ।

১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯

আবু মুছা আল আজাদ বলেছেন: "মুনাফা এবং মার্কেট " আমরা (গইমরা) সুযোগ পেলে চেষ্টা করি মুনাফা এবং মার্কেট লাভের।

আর তারা মানুষকে লাভ বা দখল করার জন্য হাতিয়ার হিসেবে মুনাফা এবং মার্কেট দখল করে ।

৪| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫১

নতুন বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নতুন। এটাই তাদের ব্যবসা বাট আমরা শুধূই চাকুরী মুখী

আমিও কামলাই দেই... যদিও বুঝতে পেরেছি যে ব্যবসাই আসল চাকুরী হলো কামলা খাটা...

এই জন্য একটা কথা আমি মানি...

দুনিয়াতে মানুষ দুই ধরনের কাজ করে.... ১ নং কিছু মানুষ ব্যবসা করে... আর বাকি সকলেই ঐ সকল ব্যবসায় চাকুরী করে...

তো আপনি কোন দলে থাকবেন? ব্যবসা না চাকুরী...

কিন্তু কিছু ব্যবসা আছে যারা মানবতা থেকে দুরে এবং শুধুই মুনাফার জন্য ব্যবসা করে,,,, সেটা ঠিক না।

২১ শে মে, ২০১৭ রাত ৯:১৭

আবু মুছা আল আজাদ বলেছেন: আমিও আপনার কথায় একমত।

"কিন্তু কিছু ব্যবসা আছে যারা মানবতা থেকে দুরে এবং শুধুই মুনাফার জন্য ব্যবসা করে,,,, সেটা ঠিক না।"
এটিট কাম্য নয় বাট এটিই হচ্ছে।

"শুধুই মুনাফার জন্য ব্যবসা করে" এটা আমরা বা গইমরা করি বাট ওয়াল্ড এলিট/রথচাইল্ড/খাজারিয়ান/জায়োনিস্ট জিউ ( তোরহ ইহুদি নয়) এরা মুনাফা করে পুরো বিশ্বকে তাদের হাতে বন্দি করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.