নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

ন্যাটো কর্তৃক লিবিয়া আক্রমন ও গাদ্দাফিকে হত্যার : একটি বিশ্ব বিবেকের করুণ মৃত্যু (০১)

২২ শে মে, ২০১৭ সকাল ৯:০৭


ছবি: গাদ্দাফি

রাশিয়ার TV24 এর সাংবাদিক Alex Knyazev এবং অর্থনীতিবিদ ও ভূ-রাজনীতিবীদ Peter Koenig এর মধ্য ইন্টারভিউ।

TV24: ন্যাটো কর্তৃক লিবিয়া আক্রমন ও গাদ্দাফিকে হত্যার কারণ কি?
Peter Koenig: মি. গাদ্দাফিকে অবশ্যই মানবিক কল্যান জনীত কোন কারণে হত্যা করা হয়নি। গাদ্দাফি অাফ্রিকাকে শক্তিশালী করতে চেয়েছিল। তিনি কোন প্রভাবমুক্ত এবং নতুন আফ্রিকার অর্থনৈতিক পদ্ধতির উপর প্রতিষ্টিত নতুন একটি African Union করার প্লান করছিলেন। তিনি (ফেডারেল রিজার্ভের প্রভাবমুক্ত) ‘Gold Dinar’ এর সূচনা করার প্লান করছিলেন যার ফলে তারা ডলার প্রভাবাধীন পশ্চিামা অর্থনেতিক পদ্ধতি তেকে মুক্ত হতে পারবে। কারণ পশ্চিমা ডলারই অঅফ্রিকার ক্ষমতা দখল এবং অঅফ্রিকার তেল ও মিনারেলের ন্যায় বিশাল প্রাকৃতিক সম্পদেরভান্ডার দখল ও নিয়ন্ত্রণ করছে। প্রথম পদক্ষেপে তিনি সকল আফ্রিকান মুসলিম রাষ্ট্র এবং পরবর্তিতে অন্যান্য সকল রাষ্ট্রকে এই কল্যানকর প্লান গ্রহন করার কথা বলেছিলেন।



ছবি: গাদ্দাফর শেষ সময়ে লিবিয়ার স্বর্ন রিজার্ভ

20 October 2011 বিপর্যয়ের মুখে ওবামা ও সারকোজি পরিচালিত ন্যাটো বাহিনী গাদ্দাফিকে হত্যা করে সে সময়ও গাদ্দাফির স্বর্ন
রিজার্ব ছিল 150 tons এবং সবচেয়ে গুরুত্তপূর্ন যা আগামীর অল্টারনেটিভ মান সিলভার এরও রিজার্ব ছিল প্রায় স্বর্নের সমপরিমান এবং তার মুল্য ছিল US$ 7billion।

এখন অাপনিই (টিভি২৪) অনুমান করুন লিবিয়ার জনগনের কাছ থেকে এত বিশাল ট্রেজার চুরি করা কার দরকার ছিল? যে পরিমান রিজার্ভ এখন খুব কমই পাওয়া যায়। (অথচ ২০১৬ সালেও বাংলাদেশের স্বর্ন রিজার্ভ ছিল মাত্র 13.78 Tonnes। সোর্স: Click This Link)

গাদ্দাফি তার তেল বিক্রির অর্থ ডলারকে বাদ দিয়ে তাদের ‘Gold Dinar’ এর মাদ্যমে করার প্লান করেন। ইরান ২০০৭ সাল থেকে ডলার ছাড়া অন্য মুদ্রার মাধ্যমে তার তেল ব্যবসা করেন। ইরানের সাথে পশ্চিমাদের নিউক্লিয়ার ডিল/চাপ এর মুল কারণ হল ডলারকে বাদ দিয়ে Tehran Oil Bourse যা উক্ত ডলারের প্রয়োজনকে অনেকাংশে হ্রাস করেছে। এবং এরকম লিবিয়ার উদ্যগের ন্যায় পুরো আফ্রিকায় বাস্তবায়ন হলে ডলার হেজেমনির সমাপ্তি ঘটত।

Saddam Hussein এরও ঠিক একই আইডিয়া ছিল। ফলে Washington নির্দেশে জাতিসংঘ অর্থনৈতিক অবরোধ করে। এবং তাকে হত্যার মাধ্যমে তার প্লানের পরিসমাপ্তি ঘটে।

গাদ্দাফির প্লান বাস্তবায়ন করার জন্য পুরো আফ্রিকার অর্থণেতিক ব্যবস্থা এবং new banking system। যা পশ্চিামা কর্তক পরিচালিত সেন্ট্রাল ব্যাংকিং সিেস্টেম এর সমাপ্তি ঘটত। এর অর্থ কি হত? ডলারের সর্ম্পর্ন বিপর্যয় অথবাকমপক্ষে এই ভুয়া ডলার নির্ভর পশ্চিমা অর্তনীতির জন্য বিশাল আকারের ধাক্কা সংগঠিত হত।



ফলে Gold Dinar সহ গাদ্দাফির প্লানকে কে কোনভাবেই বাস্তবায়ন করতে দেয়া যাবে না। পৃথিবীর যে দেশ বা ব্যাক্তিই dollar hegemony এর জন্য হুমকি হবে তাকে মৃত্যুর সম্মুখিন হতেই হবে। এবং Washington / CIA সূচিত বা পরিচালিত “Arab Spring” এর উদ্দেশ্য ছিল পুরা মধ্য প্রাচ্যকে chaos zone পরিণত করা । যা বর্তমানেও বিরাজ করছে। এর্ব স্বভাবিক অবষ্হায় যার আর কোন পথ নেই।

অপরদিকে এই chaos বিজয়ী Washington / CIA কে সিরিয়া এবং ইরাকে তাদের প্লান বাস্তবায়ন করার সুযোগ দিচ্ছে। (কারণ সিরিয়া ও ইরাকেও তাদের পরিচালিত সিন্ট্রাল ব্যাংক নেই। ) মধ্য প্রাচ্য ও অঅফ্রিকান দেশগুলোর নিজস্ব ব্যবস্থার পরিবর্তে Rothschilds and freemasonry পরিচালিত Federal Reserve এর নিয়ন্ত্রণে নেয়ার ব্যবস্থা করা হয় এর্বং তাদের নির্দেশেই গাদ্দফিকে হত্যা করা হয়। একদিকে গাদ্দাফিকে হত্যা করার মাধ্যমে গোল্ড দিনারের অবসান হয় এবং trillions ডলারের hydrocarbons ব্যবসা ডলারে মাধ্যমে হবার কারণে পশ্চিমাদের হেজেমনিও স্থায়ী হয়।

গাদ্দফি শুধ্ুমাত্র লিবয়িারই নেতা ছিলেননা বরং পুরো অাফ্রিকাসহ বিশ্বেকে পশ্চিমাদের কুখ্যাত হেজেমনি থেতে রক্ষার ও নতুন অর্থনৈতিক ব্শ্র্যবস্থার মডেল হতে যাচ্ছিলেন।:


https://www.therussophile.org/libya-why-was-muammar-gaddafi-killed-may-we-never-forget.html/

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫

খরতাপ বলেছেন: মুসলমানেরা এমনিতেই ধনে জ্ঞানে দুর্বল। ধন সম্পদ যাদের আছে, তারা ইহুদী নারীদের সাথে রঙ্গ তামাশায় মত্ত হয়ে নিজেদের মগজকে নিষ্ক্রিয় করে ফেলেছে। তাই কারো মাথায় যদি হঠাত বুদ্ধি খেলে যায়, তাকে ধরে সাথে সাথে সাইজ করে দেয়া হয়। মঙ্গোলদের হাতে মুসলিম জাতি মার খেয়েছিল এই কারণে নয় যে তাদের শক্তিমত্তা কম ছিল। আসল কারণ হল তাদেরকে ইয়াজুজ মাজুজের ভয়ে আতঙ্কিত করে রাখা হয়েছিল। এখন আমেরিকা-রাশিয়া চাইছে পুরো মুসলিম দুনিয়াকে আতঙ্কিত রাখতে যাতে তাদের দাসত্ব থেকে মুক্তির কথাও কেউ ভাবতে না পারে।

২২ শে মে, ২০১৭ সকাল ১১:১১

আবু মুছা আল আজাদ বলেছেন: "আমেরিকা-রাশিয়া চাইছে পুরো মুসলিম দুনিয়াকে আতঙ্কিত রাখতে যাতে তাদের দাসত্ব থেকে মুক্তির কথাও কেউ ভাবতে না "পারে" একমত
সাথে কিছূ তথ্য দেয়ার জন্য অনেক ধন্যবাদ

২| ২২ শে মে, ২০১৭ রাত ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: গাদ্দাফিকে তো মুসলমানরাই হত্যা করেছে বলে জানতাম!

২২ শে মে, ২০১৭ রাত ৯:২০

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান মুসলমান + বিদ্রহী+স্বদেশীরাই হত্যা করেছে। বাট যাদের স্বার্থের জন্য তারা করেছে বা যাদের স্বার্থের জন্য তারা ব্যবহুত হয়েছে তাদের সম্পর্কেই Peter Koenig বলেছেন।

৩| ২২ শে মে, ২০১৭ রাত ১১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবিত থাকতে বেচারাকে লিবিয়াবাসী বুঝলো না...

২৩ শে মে, ২০১৭ ভোর ৬:৫১

আবু মুছা আল আজাদ বলেছেন: "জীবিত থাকতে বেচারাকে লিবিয়াবাসী বুঝলো না" লিবিয়া+বিশ্ববাসীর জন্য দু:খের কারণ।
যদিও তার দীর্ঘ ৪২ বছরের শাসনের পরও মাত্র ২০% লোকের সমর্থন তার পক্ষে ছিল না। বাট বিদ্রহী ভুমিকায় ছিল খুব নগন্য সংখ্যক। কিন্তু পশ্চিমাদের সহায়তায় সবই হয়েছে।

দীঘ জীবন তাবুতে বসবাস করে দেশবাসী সকলের বাড়ি তৈরী করার পর শেষে তার নিজের বাড়ি তৈরী করে লোকটি। তেলের অর্থ সবার ম্যধ্য ভাগ করে দিতেন এটা ছিল পশ্চিমাদের জন্য ইর্ষার কারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.