নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

দ্যা হিস্ট্রি অব মানি: (পর্ব্-১১)

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪১

গ্রেট ডিপ্রেশন ১৯২৯-১৯৩৩:


ছবি: ১৯২৯-৩৩ এর মন্দার প্রভাব

১৯১৩ সালে খ্রিস্টমাস ছুটির প্রাক্কালে তড়িঘড়ি করে পাশ করা হয় ফেডারেল রিজার্ভ এ্যক্ট। এই এ্যক্ট এর প্রতিক্রিয়া হিসেবে কংগ্রেসম্যান Lindbergh সতর্ক করে দিয়ে বলেছিলেন - নতুন আইনের ফলে যখনই ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফিতি চাইবে তখনই তা তৈরী হবে এবং এখন থেকে মন্দা তৈরী করা হবে বৈজ্ঞানিকভাবে । ব্যাংকাররা ১ম বিশ্বযুদ্ধ থেকে প্রফিট লাভ করার পর আমেরকিান সরকার, বাজার ব্যবস্থা এবং জনগনকে নিয়ন্ত্রন করার জন্য মন্দা তৈরী করার পরিকল্পনা গ্রহন করে। অর্থনীতিতে নোবেল বিজয়ী Milton Freidman বলেন- ১৯২৯-১৯৩৩ সালের মন্দা ঘটানো হয়েছিল বাজার থেকে চলমান মুদ্রার এক তৃতীয়াংশ প্রত্যাহার করার মাধ্যমে।



মন্দা চলাকালীন সময়ে স্পস্টবাদী কংগ্রেসম্যান Louis T. McFadden ফেডারেল রিজার্ভকে ইঙ্গিত করে বলেন- এটি কোন দুর্ঘটনা নয় বরং এটি একটি অতি সতর্কতার সাথে তৈরি করা ঘটনা। ইন্টারন্যাশনাল ব্যাংকাররা আমাদের শাসক হিসেবে অঅর্বিভূত হবার জন্য ্রুপ একটি পরিস্থিতি তৈরী করেছে। আমাদের দেশে এমন একটি দূর্নীতিযুক্ত প্রতিষ্ঠান আছে যার নাম হয়তো পৃথিবীর কেউ এর আগে জানতে পারেনী তা হল Federal Reserve Board and the Federal Reserve Banks। জাতীয় ঋণ পরিশোধ করার চেয়ে ৩ গুণ বেশী অর্থ থাকার পরও Federal Reserve Board আমেরিকার জনগনের সাথে প্রতারনা করেছে। Louis T. McFadden এর ই স্পস্ট ঘোষনার পর কয়েকবার তিনি হত্যা হুমকীর সম্মুখিন হন এবং পরবর্তির্তে ফুড পয়জনিং হবার স্বল্প সময়ের মধ্যই মৃত্যু বরন করেন।





মন্দা শুরুর পর থেকে ফেডারেল রিজার্ভ ব্যাংকাররা নিজেদের লাভের জন্য বাজার ম্যানিপুলেট করতে থাকে এবং বাজারে যখন একবারে ধ্বস নেমে যায় তখন ইচ্ছামত গুরুত্বপূর্ন সম্পদ ক্রয় করে নেয়। সর্বশেষ ২০০৭ সাল পর্যন্ত মাঝে মধ্য বিরতি দিয়ে মন্দার এ ধারা চলে আসছে।


১৯৬৩ সালে প্রেসিডেন্ট কেনেডি Executive Order 11110 পাশ করেন এতে ফেডারেল রিজার্ভ কর্তক সরকারকে ঋণ প্রদানের ক্ষমতা বন্ধ এবং সরকারী ট্রেজারী ডিপার্টমেন্ট এর মাধ্যমে ঋণ মুক্ত (অর্থ) সিলভার সার্টিফিকেট প্রিন্ট করার ক্ষমতা প্রদান করা হয়। এই আইন পাশ করার ৬ মাসের মধ্য ব্যাংকারদের আততায়ীর হাতে তিনি নিহত হন এবং তার উত্তরসূরী Lyndon Johnson ক্ষমতা নেয়ার পর প্রথম যে কাজটি করেন তা হল কেনেডির silver certificates প্রিন্ট সাসপেন্ড ও তা বাজার থেকে সরিয়ে নেন।

পূর্বের পর্ব: ১ ম পর্ব: Click This Link
২য় পর্ব: Click This Link
৩য় পর্ব: Click This Link
৪র্থ পর্ব: Click This Link
5ম পর্ব: Click This Link
6 পর্ব: Click This Link
7ম পর্ব: Click This Link
8ম পর্ব: Click This Link
9ম পর্ব: Click This Link

সোর্স: http://www.xat.org/xat/worldbank.html এবং অন্যান্য

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯

ক্লে ডল বলেছেন: এমন তথ্যবহুল পোষ্ট উপহারের জন্য আপনাকে ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

আবু মুছা আল আজাদ বলেছেন: উৎসাহ ও সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ক্লে ডাল।

আমাদের টাকা প্রিন্ট করব আমরা কিন্তু এর জন্য ফেডারেল রিজারর্ভের কাছে সমপরিমান ডলার/ স্বর্ন জমা রাখতে হবে কেন এবং ডলার বা স্বর্ণ না থাকলে তাদের কাছ থেকে ঋণ নিতে হবেই বা কেন? আমাদের এ বিষয়টি নিয়ে আরো জানা দরকার।

২| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এধরনের তথ্যবহুল পোস্টের জন্য। বাংলা ব্লগের স্বর্নসময়ে এধরনের তথ্যসমৃদ্ধ পোস্ট পাওয়া যেত.......... প্রতিটি পর্ব পড়ে দেখতে হবে............

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই মেষনা পড়ের ছেলে।

উৎসাহ ও সাহস যোগানোর জন্য কৃতজ্ঞ। সাথে কামনা করি বাংলা ব্লগের স্বর্ন সময় আবার ফিরে আসুক ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭

অপু তানভীর বলেছেন: বেশ কিছু দিন ধরেই আপনার এই সিরিজ পোস্ট পড়ছি । চমৎকার ! :)

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

আবু মুছা আল আজাদ বলেছেন: বিভিন্ন রকম প্রশ্ন মাথায় সব সময়ই জাগত সাথে ব্যাংকিং পেশায় থাকার কারণে এই সংশিষ্ট অনেক প্রশ্নেরই উত্তর ে খাজার সন্ধানে যেয়ে এসব তথ্য পাচ্ছি এতে বেশ কিছূ উত্তরও পাচ্ছি সাথে আপনাদের সাথে শেয়ার।

যাইহোক অপু তানভীর: উৎসাহ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪০

রানার ব্লগ বলেছেন: আমার কাছে ব্যাংক অর্থ অর্থনৈতিক নিরাপত্তার মত গালভরা বুলির আড়ালে মহাজনি ব্যাবসা।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

আবু মুছা আল আজাদ বলেছেন: মহজনি মানে শুধু মহাজনিই নয় সাথে মহাচুরিও। অন্য কিছু নয় শুধূ HSBC ব্যাংক এর প্রতিষ্ঠা এবং অঅপিম ট্রেড দিয়ে সার্স দিলে যা পাবেন তা খুবই ভয়াবহ। (HSBC এর প্রতিষ্টাই হয়েছে আপিম/হিরোইন এর অর্থ সংগ্রহ, ও সরবরাহ করার জন্য।

৫| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩

মানিজার বলেছেন: গুড পোস্ট ।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ মনিজার উৎসাহ দেবার জন্য।

আশা করি সামনের পর্বেও মন্তব্য ও আপনাদের প্রশ্ন পাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.