নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

ড্রাগ ওয়ার? আমেরিকান সেনা কর্তক পপি ফিল্ড সংরক্ষন এবং ইউএস দখল পরবর্তি হিরোইন উৎপাদন সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭



বিষয়টি এখন অনেকটাই প্রকাশ্য যে, আমেরিকা যখনই যে দেশে আক্রমন করছে সেখানকার ড্রাগ চোরাচালানিকে সংরক্ষন ও প্রাসারিত করেছে। ৭০ এর দশকে VIETCONG কর্তক আফিম ফিল্ড ধ্বংস এবং সে অজুহাতে আসেমরিকা সেখানে দখলদারিত্ব প্রতিষ্টা করে আফিম চাষ ও চোরাচালিানি বৃদ্ধি করছে ঠিক একইভাবে তালেবান সরকার কর্তক আফিম চাষ নিষিদ্ধ করার পর ৯/১১ ঘটিয়ে সন্ত্রাস প্রতিহত করার ঘোসনার মাধ্যমে দখলদারিত্ব প্রতিষ্টার পর আফিম চাষ প্রায় ২০ গুন বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালে আফগানিস্থঅনে আফিম ্বুৎপাদনের পরিমান ছিল মাত্র ১৮৫ টন। আর এখন ৬,৬১৫টন।



ছবি: নারোক ব্যাংক এইচএসবিসি

আফিম থেকে উৎপন্ন হিরোইন প্রাচার করার মাদ্যমে ইউএস এর বৃহৎ বৃহৎ ব্যাংগুলো প্রচুর অবৈধ অর্থ ইপার্জন করছে। এছাড়া নারোক ব্যাংক নামে পরিচিত এইচএসবিসি মানি লন্ডারিং ও ড্রাগ এর অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে অগ্রগন্য। উল্লেখ্য যে, ১৮৪২ সালে চীনের সাথে প্রথম আফিম যুদ্ধে জয়ের ফলে হংক এ উপর নিয়ন্ত্রন গ্রহন করে আফিম এর অর্থ পাচার ও বিতরন করার জন্য এইচএসবিসি ব্যাংক স্থাপন করা হয়।









































আফিম সার্ভে:

সোর্স: ১. Click This Link

২. Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে হিরোইনের চাহিদা আছে; হোরোইন বে-আইনী হওয়াতে ইহার ব্যবসা অনেক কলা-কৌশলেপুর্ণ

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাই কি বলব?
ব্যাংকে আছি প্রতি সস্পতাহে সাথে প্রতি মাসে মানি লন্ডারিং এর এত এত রিপোর্ট দিতে হয় যা খুবই কষ্টের। আবার সেন্ট্রাল ব্যাংক কোন ক্ষত পেলেই সারাসরি ব্যবস্থা নেয় ।
অথচ সমগ্র পৃথিবীর প্রায় অধিকাংশ মানি লন্ডারিংই করে থাকে যারা আইন করেছে তাদেরই ব্যাংক। তবে এখন আমরা কোন দিকে যাই।

২| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

মাহিরাহি বলেছেন: আর সব কিছুর জন্যই দোষী সাব্যস্ত করা হয় তালেবানদের।

১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

আবু মুছা আল আজাদ বলেছেন: বিষয়টা এমনই। চোরের মার বরড় গলা নয় বরং সকল গলা্ (মিডিয়াই,সরকারই) তাদের

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

মূখ আর মুখোশে আকাশ জমনি ব্যবধান!

মিথ্যার জয় জয়কার চারিদিকে। সভ্য, সুশীল গণতন্ত্রের ফেরিওয়ালার হাকীকত কি জঘণ্য!!!!!

পোষ্টের জন্য ধন্যবাদ :)
+++

১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

আবু মুছা আল আজাদ বলেছেন: "মিথ্যার জয় জয়কার চারিদিকে। সভ্য, সুশীল গণতন্ত্রের ফেরিওয়ালার হাকীকত কি জঘণ্য!!!!

সত্যই চিরন্তন। কিন্তু সত্য সব সময় প্রকাশ থাকে না যা খুজে নিতে হয়। মিথ্যাটা আগাছার ন্যায় খুব তোর জোর থাকলেও একসময় চাষীর নজরে আসলে তা ধ্বংস হবে।

ধন্যবাদ বিদ্রহী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.