নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

মনসান্টো: দ্যা মোস্ট ইভিল করপোরেশন অন আর্থ (০৪)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫




1990 ইউএস এর স্টেট ও ফেডারেল আইনসভায় যাতে তাদের কোন প্রডাক্ট নিষিদ্ধ না হয় এজন্য মনসান্টো মিলিয়ন মিলিয়ন ডলার ব্যায় করে। ফলে মনসান্টো খাবার পানি সরবরাহ ব্যবস্থায় dioxins, pesticides সহ ক্যানসার সৃষ্টিকারী পয়জন মেশানোর সুযোগ পেয়ে যায়। তাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লানেট কর্মরত কর্মচারী এবং পাশ্ববর্তি এলাকায় বসবাসকারীদের বিভিন্ন রোগ সৃষ্টি এবং শিশুদের ক্ষেত্রে জম্মগত টুটির কারণে অসংখ্য মামলা হয় মনসান্টোর বিরুদ্ধে। কিন্তু এসব বিবেচনা ছাড়াই তাদের সকল প্রডাক্টকেই অনুমোদন দেয়া হয়।

1994 সালে FDA (ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) মনসান্টো কর্তৃক জেনেটিক্যালি মডিফা্ইড E. coli bacteria থেকে উদ্ভাবিত the Synthetic Bovine Growth Hormone (rBGH) একইভাবে অনুমো্দন প্রদান করে। বিভন্ন গবেষক ও বিজ্ঞানী কর্তৃক এর মারাত্বক ক্ষতিকর প্রভাব এর জন্য ব্যাপক প্রতিক্রিয়াকে উপেক্ষা করে মনসান্টো এর মিলিয়ন ডলারের সাহায্য তা অনুমোদন পায়। মনসান্টো দাবি করে E. coli bacteria থৈক উদ্ভাবিত দুধ এন্টিবায়োটিক এবং হরমোনে পূর্ণ এবং এটি এটি শুধূ নিরপদই নয় মানুষের জন্য ভাল!কি ওয়ারস!



অন্যান্য ডেইরি কম্পানিগুলো যারা মনসান্টো rBGH গ্রহন করেনি তারা rBGH মিল্ক এর ক্যানসার সৃষ্টি সহ বিভন্ন ক্ষতিকর প্রভাবের জন্য তাদের প্রডাক্টগুলোতে rBGH ফ্রি লিখে মাকেৃটিং করতে শুরু করে। এতে মনসান্টোর ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা দেখে মনসান্টো এসকল কম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরবর্তি বছরে মনসান্টো তাদের টক্সিক হার্বিসাইড Roundup সহনীয় জিএমও প্রডাক্ট Roundup-ready canola oil (rapeseed), soybeans, corn and BT cotton উৎপাদন ও বাজারজাত করতে থাকে। এসকল জিএমও প্রডাক্ট হার্বিসাইড রেজিসট্যান্স হবার কারণে ব্যাপক আকারে র্মার্কেট দখল করে।তাদের প্রপ্রাগন্ড এমনভাবে চলতে থাকে যে বর্তমানে মার্কেটের 80% ক্যানলা তৈলই তাদের জিএমও প্রডাক্ট।

যেহেতু এসকল জিএমও প্রডাক্ট 'self-pollinate (স্ব-পরাগায়ন) ঘটায় ফলে ন্যাচার বা মৌমাছি এর কোন প্রয়োজন পড়ে না। বিষয়টা এমন যে সন্তান উৎপাদনের জন্য নিজেই নিজের সাথে রিপ্রডাক্ট ঘটানো । মনসান্টোর জিএমও ও রাউনডাপ- রেডি প্রডাক্ট তৈরীর পেছনের এজেন্ড হল পৃথিবীর মৌমাছিকে নি:শেষ করে দেয়। মনসান্টো এটি ভাল করেই জানে যে বিভন্ন প্রকার পাখি বিশেষ করে মৌমাছি ন্যাচারালি প্লান্টের পরাগায়ন ঘটানোর কাজ করে থাকে। ফলে তাদের প্রডাক্ট প্রসারের জন্য বাধা হল এই মৌমাছি।(কারণ মৌমাছি যদি থাকে তবে পৃথিবীর কোথাও কোথাও হয়তো তাদের উদ্ভাবিত জিএমও প্রডাক্ট গ্রহন করতে নাও পারে। ফলে সকল মৌমাছিকে হত্যা করতে হবে) ফলে কম্পানির ফুল বা শতভাগ ডমিনেশনের জন্য মৌমাছিকে ধ্বংস করার জন্য এই এজন্ডা প্রণয়ন করে।



মৌমাছি যখন কোন জিএমও প্লান্ট বা ফুলকে পরাগায়ন ঘটানোর চেষ্টা করে তখন তারা বিষক্রিয়ায় আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করে।
প্রকৃতপক্ষে মৌমাছি এবং মৌচাক তখন থেকেই দ্বংস হওয়া শুরু হয়েছে যখন থেকে জিএমও ক্রপস এর উদ্ভাবন হয়েছে।সুচিন্তিত উপায়ে বা ইচ্ছাকৃত মৌমাছি জেনোসাইডের জন্য যখন মনসান্টোর বিরুদ্ধে অভিযোগ শুরু হয় তখন মনসান্টো Beeologics দেরকে নিজের পক্ষে কাজ করানোর জন্য নিয়োগ ও গবেষনার ব্যবস্থা করে। মৌমাছি হত্যাকারী এই ডেভিল এর সহযোগীতায়ই পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি গবেষনা প্রতিষ্ঠান যাত্রা শুরু হয়।

terminator seeds এবং মনসান্টো: টারিমিনেটর সিড বলতে সেসকল হাইব্রিড বা জিএমও সীডকে বুঝানো হয় যেগুলো একবার ফসল উৎপাদন করেই মেষ হয়ে যায় তা ২য় বার বীজ হিসেবে ব্যবহার করা যায় না। (বাংলাদেশে এজাতীয় ফসলের মধ্য রয়েছে কফি সীড)। মনসান্টো ক্রপস ছাড়া অন্য যেসকল সনাতন ক্রপস রয়েছে সব গুলোকে ধ্বংস করে কৃষকদেরকে স্ব-উদ্ভাবিত টক্সিক terminator seeds ব্যবহারে/চাষে বাধ্য করার প্লান করে। (ভারতের মহারাষ্টে কৃষক আত্বহত্যার মূল কারণ হল তুলা উৎপাদনের জন্য এই টারমিনেটর সিড ব্যবহার। যে বছর চাষে মার খায় সে বছর নতুন করে বীজ ক্রয় করা ও ঋণের অর্থ পরিশোধের বোঝার কারণে ব্যপক আকরে আত্বহত্যা করে।)

পরবর্তি পদক্ষেপে মনসান্টো পুরো বিশ্বের বড় বড় সিড কম্পানি ক্রয় করার জন্য বিলিয়ন বিলয়ংন ডলার ব্যায় করে যাতে এসকল কম্পানি প্রতিদ্বন্দী হতে না পারে এবং সবাই টারমিনেটর সিড গ্রহনে বাধ্য হয়ে পৃথিবী পৃষ্ট থেকে সকল অরগানিক ফুড উচ্ছেদ করতে বাধ্য হয়। মনসান্টোর দৃষ্টতে সকল প্রকার খাদ্যই মনসান্টোর পূর্ন নিয়ন্ত্রণ এবং জিএমও সিড গ্রহন করবে নচেৎ এর বাইরে যা থাকবে (অরগানিক ফুড) তা স্বাস্থ্যর জন্য নিরাপদ নয়।

চলবে....................

১ম পর্ব: Click This Link
২য় পর্ব: Click This Link

সোর্স: Click This Link
https://ppjg.me/2009/04/28/monsantos-global-pollution-legacy/
https://monsanto.com/company/commitments/safety/statements/gmo-food-safety/
http://humansarefree.com/2014/04/caution-aspartame-was-rebranded.html




মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

কলাবাগান১ বলেছেন: একজন অশিক্ষিত লোক কে এই সমস্ত লিখা গিলাতে পারবেন..।

আপনাকে একটা প্রশ্ন করি অরেন্জ কালারের গাজর কোথা থেকে এল? আগে তো গাজর ছিল সাদা? নেচার মনসান্তোর চেয়ে বড় জিএমও ফসল উৎপাদনকারী

আর ক্রিসপার দিয়ে জিনোম এডিট করলে তো আর জিএমও বলতে পারবেন না (এটা সব রেগুলেটরি অথোরিটি মেনে নিয়েছে)..

এখন থেকে সবাই ক্রিসপার টেকনোলজি ব্যবহার করা আরম্ভ করেছে...তাহলে জিএমও আর থাকছে না.. আপনার মত লোকেরা তখন কি নিয়ে লাগবেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫

আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কলাবাগান ১- ক্রিসপার টেকনোলজি সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম। বিষয়টি নিয়ে কিছু সময় ব্যায় করব।

- পুরো মন্তব্য যা বলেছেন- তাতে মনে হল আপনি পোস্টটি ভঅল করে পড়েন নাই আবার পড়লেও মূল ফোকাস পয়েন্ট ধরতে পারেন নাই।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৫

কলাবাগান১ বলেছেন: আপনি লিখেছেন জিএমও স্বপরাগায়ন করে বলে মৌমাছির দরকার হয় না.........এত বড় একটা মিথ্যাকে একজন অশিক্ষিত লোক কে বললে বিশ্বাস করবে কিন্তু যারা একটু লিখাপড়া করেছে তাদের কে এই সব ভুলভাল গিলাতে পারবেন না
"If a “normal” version of the crop requires bees, the GMO version will too" - vice versa

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

আবু মুছা আল আজাদ বলেছেন: পুনরায় মন্তব্য করার জন্য ধন্যবাদ কলাবাগান১ ।

পরাগায়ন ঘটানোর ব্যপারে আপনার কথাই সঠিক হতে পারে। জাস্ট এ বিষয়ে আমি ভাল করে অধ্যয়ন করি নাই।
বাট মনসান্টো ( সাথে ডু-পন্ট, সিনজেন্টা, কারজিল) নিয়ে আমার লেখার মূল থিমটা হল যে, পুরো পৃথিবীকেশুধু তাদের প্রডাক্ট ব্যবহার করতে বাধ্য করা এবং এজন্য নেতিবাচক উপায় অলম্বন করা।

আর মনসান্টো সাথে ডু-পন্ট, সিনজেন্টা, কারজিল শুধু শিক্ষিত নয় বরং সকলকে চাকুরী দান করে।

সোর্সটি পেয়েছি: Because these GM crops have been engineered to 'self-pollinate,' they do not need nature or bees to do that for them. It's like having sex with yourself to make a baby. Yes, Monsanto wants to take the fun out of that too. But all kidding aside, there is a very dark side agenda to this and that is to wipe out the world's bee population.
: Click This Link

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

কলাবাগান১ বলেছেন: You have just translated this conspiracy theory propaganda.

If GMO plants can not carry out cross-pollination, how come planting a GMO and non-GMO side by side causes non-GMO to produce GMO seeds?

Whether self pollinate or cross pollinate is an inherent characteristics of a crop plant.

But this conspiracy website may be talking about the terminator technology (self-destruct seeds) which Monsanto stopped using long time ago, or hybrid seeds that force farmers to buy seeds every year from a seed company.

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

আবু মুছা আল আজাদ বলেছেন: জিএম ও বিষয়ে বেশী অধ্যয়ন করি নাই।

তবে কিছূ প্রশ্ন -- তাহল Roundup-Ready seed কিভাবে সব প্লান্ট ও ইনসেক্ট ধ্বংস হবার পরও সেটা বেচে থাকে এবং পরাগায়ন ঘটায়?

non-GMO to produce GMO seeds? নন জিএমও থেকেই তো জিএমও সিড প্রডিউস করা হয়।

কৃষকরা কিন্তু এখন কোনও কিছুই পরবর্তি বছর উৎপাদনের জন্য বীজ হিসেবে রাখে না প্রায় সবই ক্রয় করছে। পুরাতন বীজ রাখনল তা ফলন ভাল হয় না এটি তাহলে কোন বীজ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২১

সোহানী বলেছেন: ভালোলাগলো।

হাঁ সে বন্ধ্যা বীজের সে কাহিনী আমি ও পড়েছি। এবং এখনো দেশে ভারতীয় সে বন্ধ্যা বীজ দিয়ে ব্যবসা চলছে এবং সরকার জেনে শুনে তা আমদানী করছে।

চলুক চমৎকার এ সিরিজটি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ সোহানী
সকল বিষয়ে সচেতন এবং খবর রাখার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২০

কলাবাগান১ বলেছেন: সাম্প্রদায়িক ব্লগার যারা মানুষের আগে কে হিন্দু না মুসলিম তা নিয়ে ব্যস্ত তারাই কোন প্রমান ছাড়াই সকালে চায়ের দুধ কম হলেও ভারতের দোষ বলে ব্লগে মন্তব্য করে। এরাই পাকি রাজাকার দের নিয়ে টু শব্দ করে না

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

আবু মুছা আল আজাদ বলেছেন: পোস্টের বিষয়তো এটা না।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

কুকরা বলেছেন: কলাবাগান চেতল ক্যান?

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

আবু মুছা আল আজাদ বলেছেন:
কলাবাগান কি জন্য যে চেতল নিজেও বুঝলাম না। তবে হতে পারে সে ভাবে সে নিজেই সব করবে অন্য......................

বারংবার বলেছি যে আপনি যা কমেন্ট করছেন মনে করেন সেটাই ঠিক বাট আমার ধারাবাহিক লেখাটি ঐ প্রসঙ্গে নয়। তবুও কলাবাগান.............

ধন্যবাদ কুকরা সাথে থাকার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.