নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

হিন্দু ধর্ম

১৩ ই মে, ২০১৫ রাত ১০:০৯

হিন্দু বা সোনাতন যেটা বলি এক ধর্ম কে বুঝায় । তবে হিন্দু বলা ঠিক না তাহার কারণ হলো এই যে প্রন্ড়ীত জহর লাল নেহেরুর মতে বৃশিট লেখক রা আটশো সালের দিকে ভারতীয় দের ধর্ম ভিরুতা দেখে ওরা লিখে ছিলো যে ওরা হিন্দু । আসলে হবে বেদীক বা বেদবাদী বা সোনাতন ধর্ম এ নামে বলতে হবে । এবার আসাজাক ইংশর বা ভগবানের কথায় । যদি আপনি একজন সাধারণ হিন্দু মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে ভগবান কে তবে তাহারা বলবে সব ভগবান যেমন মানুষের বানানো মোতী বা চাঁদ বা আকাশ বা সাপ বা গোরু বা আরও অনেক । কিন্তু যদি আপনি এক জন হিন্দু ধর্ম ভালো বুঝে তাহাকে বললেন একই কথা তবে সে বলবে ভগবান এক । এবার একথার একটু upanishad মানে হিন্দু ধর্ম এর একটি বই । এখানে বলা হয়েছে যে ইক কম ই বিদিতীয়ম বই নম্বর হলো ch 6 sec 2 v 1 লেখা হয়েছে এখানে । এবারে এর মানে লিখছি ভগবান এক তাহার কোন পতি মোরতী নাই বা তাহার সাথে কাওকে এক করা যাবেনা এবং ভগবান কে দেখা যায় না । এবার আমার কথা হলো তাহলে আপনারা এতো ভগবান কোথায় পেলেন । আপনারা আপনাদের ধর্ম বই গুলো ভালো ভাবে পড়েন এটা আমি মনে করি এবং পড়ার সাথে ধর্ম কে সুন্দর ভাবে মানবেন পড়ে দেখবেন খুব সুন্দর হয়েছে আপনাদের ধর্ম আর যদি আপনারা এক ভগবান কে মানেন তবে মোরতী পুজা ছারতে হবে পড়ে আবার নতুন কিছু লিখবো আপনাদের জন্য একটু ভেবে দেখবেন লেখাটি

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৪৬

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: সোনাতন নয় সনাতন ধর্ম হবে । আর কেন জানি মানুষ বেশি ধর্মিক হওয়ার চেষ্টা করছে সব জায়গাতে ই শুধু ধর্ম আর ধর্ম । বেহুদা মানুষ গুলির কোন কাম কাইজ নাই খানি বেহুদা ধর্ম নিয়ে বিশ্লেষন ।মানুষ বেঁচে থেকে তার কর্মের মাঝে ।

২| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৫৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আচ্ছা হিন্দু ধর্মে কনভার্ট হউয়া যায়?

৩| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:৪৫

আজাদ মোল্লা বলেছেন: আমার মনে হয় । আপনার আমার লেখাটি ভালো ভাবে পড়েনি । তাই এভাবে লিখেছেন । আমি কিন্তু ওদিকে ছোটো করিনি । আমি কেবল সত্য টা লিখতে চেষ্টা করেছি । আপনারা একটু হিন্দু ধর্ম বই পড়বেন । দেখবেন সব কিছু ঠিক আছে বেদ ও রিক বেদ ও উপনিশাদ । এগুলো একটু দেবেন আশা রাখছি

৪| ২১ শে মে, ২০১৫ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:

সনাতন হিন্দু ধর্ম ৫ হাজার বছর ধরে আছে; অনেক পরিবর্তন হয়ে বর্তমান অবস্হায় এসেছে; তাই টিকে আছে।

২১ শে মে, ২০১৫ রাত ৮:৫৬

আজাদ মোল্লা বলেছেন: ভাই ধর্ম কে পরিবর্তন করার দরকার হয় না । ভাই চাঁদ গাজী । এটা আল্লাহ বা ভগবান । আপনি জে নামে ডাকেন । উনারা বানিয়ে দেন । আপনার আর আমার পরিবর্তন করার দরকার নেই । যে ধর্ম কে পরিবর্তন করা হয় । আমার মনে হয় সেই ধর্মের সাথে কি করা হয়েছে । আমরা কেউ কি বলতে পারবো । আমার মনে হয় না আপনি বলতে পারবেন । তাহার কারণ হলো । ধর্ম বই এর একটি লেখা আমাদের ভালো লাগলো না । আর আমরা সেই লেখাটি পরিবর্তন করলাম । এটা কি ধর্ম হলো ভাই আশা করি উত্তর দিবেন ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪

ইসলামের ইলম বলেছেন: নাম কারেকশন
আপনার নাম ওয়াসিম ফারুখ নয়

হিন্দুদের দালাল বা শ্রী মী কিছুটা একটা হওয়া উচিত!!
ভুলটা ‍শুধরে নিবেন!!
কারন এই নামটা যারা তাদের মালিকের খেয়ে পরে তাঁর শুকরিয়া আদায় করে তাদের হয়। যেমন আমার ভাইয়ের নাম ও ওয়াসিম। তাই আপনি যাদের পছন্দ করেন তাদের কোন এক নাম কর্জা করে নিন। আমাদের মুসলমানদের নাম ব্যভহার করবেন না।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

আজাদ মোল্লা বলেছেন: এরা শুধু নাম ব্যবহার করে মুসলমানদের ,
কিন্তু হিন্দু ওরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.