নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম কে না বলা মানুষ

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৩

আমি সব ধর্মের কথা বলছি ।
আমাদের আসে পাশে কিছু মানুষ আছে তাহারা বলে আমি ধর্ম কে মানিনা মানবো না

কারণ হলে

তাহারা বলবে আমি আল্লা বা ভগবান আর অনেক ।
তাহাদের কে আমি দেখি নাই
তাই মানতে পারছিনা ।

একটু পড়ে আবার বলবে যে আমাকে বানিয়ে ছে
আমি কেন তাহাকে দেখতে পেলাম না
তাই মানতে পারছি না

পড়ের দিন আবার বলবে যে
আমি আল্লা কে ডাকি ।
কিন্তু আল্লা বা ভগবান রা সারা দিতছেনা ।
তাহার মানে ওনারা নেই ।
ধাকলে কথা বলতেন কিন্তু বলনা ।
তাই মানতে পারছি না

কিছু দিন পড়ে আবার বলবে ।
আমি এই দুনিয়ার মাঝে এসেছি মা বাপ এর পানির সাথে । তবে আল্লাহ আমাকে কেমন করে বানিয়ে ছে
তাই মানতে পারছি না ।

এক মাস পড় আবার বলবে যে ।
ধর্মের মাঝে এতো নিয়ম নিতি কেন ।
আমি চলবো আমার মতো করে ।
তাই মানতে পারছি না যে

দুই তিন মাস পড় আবার বলবে যে ।
যাহারা ভয় পায় তাহারা কেবলই আল্লা বলে ।
আর আমি ভয় পাই না
তাই মানতে পারছিনা যে ।

চার ছয় মাস পড় বলবে যে
ধর্ম মানুষ কে বানাতে পারে না ।
কিন্তু মানুষেেরা ধর্ম বানাতে পারে ।
তাই মানতে পারছিনা যে

আর এ ভাবে অনেক বলা যাবে তাহাদের কথা
শেষ হবেই না
এরা আছে এরা থাকবে সারা কাল আর ওরা হলো মহা কাল । বাধাপ্রাপ্ত হবো আমারা সব কাল ।

ওদের কে দেখাতে হবে জিবন আর ধর্ম এক নয় ।
ওরা বতমান কে বেশি ভালো বাসে ।
দুনিয়ার মজার খেলা চায় বেশি
যদি ধর্ম মানে তবে পারবেনা সে খেলা খেলতে ।
আর
তাই মানতে পারছেনা না না যে ওরা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


পৃথিবীর ৮০% মানুষ ধর্ম মানে; ফলে, ধর্ম কোথায়ও যাচ্ছে না সহজে!

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৪

আজাদ মোল্লা বলেছেন: আমি চেষ্টা করি 20% দিনের দাওয়াত দিতে ।
আমি জানি ওরা হয়তো শুনবেনা ।

তবুও আমার মতো করে দেখি ।
হবে হয়তো একজন শুনলে শুনতে পারে ।
অন্য ধর্ম করলেও চলবে ।
ধর্ম কে মানতে হবেই তবেই সুখ তরি আসবে আমাদের মাঝে সুন্দর হবে মানব তরি ।

২| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সজা১২৩ বলেছেন: ৮০% মানুষ ধর্ম মানলেই ধর্ম সঠিক ও পুজনীয় হয় না। ইসলামের দৃষ্টিতে তো ইসলাম ছাড়া বাকি সকল ধর্ম মিথ্যা ও বানোয়াট। অন্য সকল ধর্মের অনুসারীরা জাহান্নামী। এছাড়া মুসলমানদের মধ্যে নামায সহ ইসলামের মৌলিক ইবাদত পালন কারিরা বাদে বাকি সব মুসলমানও জাহান্নামী। বলুনতো জাহান্নামী লোকের সংখ্যার পার্সেন্ট কত হতে পারে?

২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

আজাদ মোল্লা বলেছেন: আল্লাহ অনেক ভালো বলতে পারবে ।
আমরা শুধু শান্তি চাই ।
আপনার মন্তব্য টি ভালো হয়েছে আল্লা কারিম
কে কোথায় যাবে এক আল্লা জানে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.