নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিনের লেখার কিছু অংশ বিশেষ

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৭

হা আমি আজকে লিখছি তসলিমা নাসরিন এর লেখা নিয়া ।

বই এর নাম । । । । মেয়ে বেলা
পৃষ্ঠা নাম্বার হলো 204 ও 205 এর কিছু লেখা আমি এখন আপনাদের মাঝে লিখছি ।

। । । । । । । । মা । । । । । । । । । ।
আমি লক্ষ করি আমার বড় হওয়ার বিষয় মা অনেক উচ্ছসিত । আমি বুঝতে পারছি না । বাজার থেকে একটি কালো বোরখা কিনে এনে ।
আমাকে বললেন দেখতো মা এই বোরখাটা তোমার জন্য নিয়ে আসলাম ।
পইরা দেখতো লাগে কি না ।

অপমানে আমি লাল হয়ে উঠি ।

এবং বলি কি কও ।
আমারে বোরখা পরতে কও ।
তাই তো বড় হইছসনা । আর বড় হলে মেয়েদের বোরখা পরতে হয় মা ।
এবং বোরখাটা হাতে নিয়ে তার দৈর্ঘ্য প্রস্থ মাপতে মাপতে বললেন । পর পর ।
আমি বলি না আমি বোরখা পরতে পারবোনা ।
শক্ত গলায় বলি না না ।
মা বলে তুই মুসলিম না ।
আর মুসলিম মেয়েদের পদা করার কথা আল্লা নিজে বলছেন মা মোলায়েম কন্ঠে বললেন ।
আমি বলি তা বলুক গিয়া আমি বোরখা কিছুতেই পরবোনা পরব না না ।
ফজলির মেয়ে গুলি কি সুন্দর বোরখা পরে ওরা কতো ভালো আর তুই কি বলতো ।
আরও বলে বোরখা পরলে মানুষ ও আল্লা ভালো বলে

আমি বলি না না না বোরখা আমি পরবনা ।

এবার আমার কথা মা অনেক ভালো ছিলো কিন্তু মেয়ে
এবার আপনার বলবেন আশা রাখি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩৩

আজাদ মোল্লা বলেছেন: আমি মনে করি তাহাকে দেশের মাটিতে আনা হোক ।
এবং বিচার করা হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.