![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক লতিফ ছাড়া পেয়েছেন ।
এই সব ধর্ম বিরোধী দের কি করা উচিত ।
বললেন সবাই মিলে ।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৩৭
আজাদ মোল্লা বলেছেন: খারাপ ভালো বুঝতে পারেন আপনি আমার মনে হয় না
কারণ হলো ভালো মন্দ বুঝতে মাথার দরকার হয় ।
আছে আপনার মনে হয় না ।
আর সব জায়গায় হাত দেওয়া আপনার সভাব হয়ে দেছে । সভাবটা বদলে ফেলুন ।
কম বেশি সবাই বুঝতে শিখেছে ।
আপনাকে বুঝতে হবেনা ।
আমরা কিছু বুঝি ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৩১
নতুন বলেছেন: ভাই আপনি কি কখনো সূফী সম্রাট হযরত মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মাদ্দাজিল্লুহুল আলী) হুজুর কেব্লাজান নাম শুনেছেন?
কোটি কোটি লতিফ সিদ্দিক যতটুকু ইসলামের ক্ষতি না করতে পারবে। ১ দেওয়ানবাগীই তারচেয়ে বেশি করছে।
আমাদের দেশের কোন দলই দেওয়ানবাগীর বিরুদ্ধে কথা বলেনা কেন?
https://www.youtube.com/watch?v=5str8--rVyQ
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৪৬
আজাদ মোল্লা বলেছেন: ভাই নতুন । রাজনৈতিক দল বলে না ।
কিন্তু এইজে আপনি বললেন ।
এতেই চলবে ।
খতি আর ইসলাম ।
অনেক কঠিন কাজ । আল্লাহ আছে সব কিছু দেখতে
বিচার হবেই হবে ইনআল্লাহ ।
দেওয়ানবাগী সয়তান হলো সে ।
কোন খতি করতে পারবেনা সে ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৪৩
রূপক নাহিদ বলেছেন: বিশু কই কি?
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৪৮
আজাদ মোল্লা বলেছেন: বিশ্ত এর মাথা টা খারাপ ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৫১
নতুন বলেছেন: যারা বলে নাস্তিক ব্লগারের ফাসা চাই।
একজন নাস্তিক ব্লগারের লেখা পড়া কতজন মানুষ মটিভেটেড হয়ে নাস্তিক হয়ে যায়?
আর এই রকম ভন্ডপীরেরা যে প্রতিদিন মানুষকে ধোকা দিচ্ছে তাদের নিয়ে হেফাজন ২/৪ লাখ মানুষের মিছিল করে না কেন?
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:০৪
আজাদ মোল্লা বলেছেন: ভাই নতুন ।
কত জন নাস্তিক হয় তাহা বলা খুব কঠিন কাজ ।
তবে ভন্ড পিরেরা যতই ফতুয়া দিকনা
তাহাতে কিছু হবেনা আশা রাখি ।
সফি হুজুর করবে মিছিল আমার মনে হয় ।
এবং করা উচিত হবে ।
ওরা সয়তান বাংলা থেকে বেরকরে দিতে হবে ।
ওদের কে ।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:১৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: ভাই নতুন ।
কত জন নাস্তিক হয় তাহা বলা খুব কঠিন কাজ ।
তবে ভন্ড পিরেরা যতই ফতুয়া দিকনা
তাহাতে কিছু হবেনা আশা রাখি ।
ভন্ডপীরেরা কিছুই করতে পারবেনা আশা রাখেন। আর লতিফ সিদ্দিক মেলা কিছু করবে বলে তার ফাসি চান?
লতিফ সিদ্দিকি হজ্জের বিরোধিতা করেছে। আর দেওয়ানবাগী ফাতেমা রা: কে তার স্ত্রী দাবী করেছে। নিজেকে মোরসেদ দাবি করেছে।
তারপরেও লতিফ সিদ্দিকির ফাসি জরুরি। ??
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:২১
আজাদ মোল্লা বলেছেন: দুনিয়ার মাঝে অনেক সয়তান নিজেকে মোরসেদ দাবি
করে ছে তাহার মানে এই নয় তাহারা মোরসেদ হয়েছে ।
ওরা সয়তান ।
আর ফাসি দুই জন কে দেওয়া দরকার হয়ে উঠেছে ।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৩৩
নতুন বলেছেন: আমি বলার পরে আপনার মনে হলো যে দেওয়ানবাগীর সাজা দরকার?
আপনি তাসলিমা আর লতিফ সিদ্দিকি কে নিয়ে লিখেছেন।
দেওয়ানবাগীর সম্পকে কি আগে জানতেন? তবে ইসলামের কে বেশি ক্ষতি করছে?
দওয়ানবাগী মানুষের মতনে কুফুরী ঢুকিয়ে দিচ্ছে। লাখ লাখ মানুষ তার মুরিদ।
কতজন তাসলিমা+লতিফের মুরিদ???
কেন আগে আপনারা এই সব ভন্ড বাগীদের বিরুদ্ধে কথা বলেন না?
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৫০
আজাদ মোল্লা বলেছেন: আমাকে একটু সময় দিন ।
দেওয়ানবাগী নামে সয়তার এর উপর লিখবো ।
আর তসলিমা নাসরিন ।
আমি মনে করি তাহাকে দেশে আনাহোক এবং দেশের পচলিতো আইনের উপর তাহার বিচার হোক ।
আর দেওয়ানবাগীর কথা মনে করিয়ে দেওয়ার জন্য
ধন্যবাদ আপনাকে ।
এবং এই সাথে আমি দুঃখিত ।
ভন্ড পিরদের বিরুদ্ধে না লিখার জন্য ।
আপনার কথা মনে রাখার চেষ্টা করবো ।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৪৯
এইচ আর খান বলেছেন: দেওয়ানবাগীর শাস্তি অনিবার্য। সে করে শিরক। যে গুণাহ র কোন মাফ নাই। আর এইটা ছাগলের তিন নাম্বার বাচ্চা। এর কথা বলে সময় নষ্ট। তবে, এর শাস্তিও তুলনামূলক কম হয়ে গেছে । আরও বেশী কিছু দরকার।
আল্লাহ তায়ালা সবাইকে হেদায়াত দিন। তবে, সবার আগে আমার নিজের।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৫৫
আজাদ মোল্লা বলেছেন: আল্লাহ তাল্লা মহান ।
সবাই কে হেদায়াত দান করুন ।
তিন নয় ছয় কেও বাদ যাবেনা ।
বিচার হবেই সবার ইনআল্লা ।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৭:৫৫
রামন বলেছেন: লতিফ সিদ্দিকিকে ফাঁসী দেয়ার আগে তেঁতুল হুজুর ও তার সব সাগরেদদের এক দড়িতে ফাঁসি দেয়া দরকার, কারণ এই হুকুমের আসামী সকল ব্লগারদের নাস্তিক উপাধি দিয়ে তাদেরকে হত্যা করতে হুকুম দিয়েছিল।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:২৫
টি এম মাজাহর বলেছেন: লেখক কে একটা ছোট্ট উপদেশ দেই। আমি যতটুকু বুঝি, ব্লগ মানে যুক্তিপূর্ণ কোন লেখা উপস্থাপন। ছোট একটা লাইন আর একটা ছবি দিয়ে একটা গা গরম করা স্লোগান দিয়ে এলাকা গরম করার জায়গা ফেসবুক, ব্লগ না। এই রকম উপস্থাপন একটা যুক্তিপূর্ণ সত্যিকারের বিষয়কেও দুর্বল করে দেয়। আশা করি বেশিরভাগ কমেন্ট থেকে আপনার অবস্থান বুঝতে সক্ষম হবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:১৮
ভয়ংকর বিশু বলেছেন: কিছুই করা উচিত না। freedom of speech মানতে হবে। আর উনি তেমন খারাপ কিছু বলেন নাই।