![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘পুরুষদের চুলে সেক্স অ্যাপিল পেলে কোন মেয়েই না উত্তেজিত হয়’
পুরুষের সুঠাম শরীর আর ঘন কালো চুল দেখে মেয়েরাও উত্তেজিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে এক পোষ্টে তিনি এ মন্তব্য করে পুরুষদের বোরখা পরার পরামর্শ দেন।
তিনি বলেন শুধু চুরি বা ডাকাতি করার সময়ে তারা বোরখা পরে। কিন্তু সামাজিক জীবনেও বোরখা ব্যবহার করতে পারে।
তিনি বলেন পুরুষেরা এটি না পরে বরাবর মেয়েদের শরীরে চাপিয়েছে। তিনি আশা করেন এখন যেমনটা ঘটছে চিরকাল সেরকমঠা ঘটবে এমনটা আশা করা ঠিক ঠক হবে না।
দেখুন তারফেসবুক পোষ্টটি:
ধার্মিক পুরুষগুলো বোরখা জিনিসটাকে খুব পছন্দ করে। এত পছন্দ, তারপরও তারা নিজেরা কেন বোরখা পরছে না, বুঝিনা। শুধু চুরি ডাকাতি করতে গেলে, বা কাউকে খুন করতে গেলেই পরছে। সামাজিক জীবনেও তো বোরখাটা পরতে পারে। তাদের ঘন কালো চুলেও তো সেক্স অ্যাপিল থিকথিক করছে। ওই চুল দেখে কোন মেয়েই না উত্তেজিত হয়! তারপর গোটা একটা শরীর তো আছেই। সুঠাম বাহু, বুক, বুকের লোম, উরু ! উরু সন্ধিতে তো দৃষ্টি যেতে বাধ্য। পুরুষরা বোরখা না পরলে মেয়েদের হরমোন মেয়েরা কী করে সামাল দেবে! এ তো ছেলেখেলা নয়। নিজেরা পরছে না, অথচ এটি মেয়েদের শরীরে চাপায় তারা, গায়ের জোরে, এবং আরও নানা কিছুর জোরে। যা এখন ঘটছে, তা-ই যে চিরকাল ঘটবে তা তো নয়। সমাজের কত কিছু রাতারাতি উল্টে যায়। এমন হলে কেমন হয় যে, মেয়েরা এতকাল বোরখার যে অভিজ্ঞতাটা অর্জন করেছে, সেটা পুরুষরা এখন অর্জন করুক!
“
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৯
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।
২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জন্য এত পুরুষ তেনার জীবনে এসেছিল যিনি কিনা চুল দেখলেই উত্তেজিত হয়ে যায় । সব মেয়ে কি আর তার মত বলদ হবে নাকি?
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
আজাদ মোল্লা বলেছেন: ভালো বলেছেন ভাই ।
৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪২
বুরহানউদ্দীন শামস বলেছেন: তসলিমা কিনা বলে..
ছাগলে কিনা খায় ।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:০০
আজাদ মোল্লা বলেছেন: তসলিমা পাগল না ।
একটু দিয়াদব মহিলা ।
৪| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০
বুরহানউদ্দীন শামস বলেছেন: পাগল না হলে কোনো মহিলা দাড়িয়ে প্রসাব করতে চায়/পুরুষদের বোরখা পরতে বলেন।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৭
আজাদ মোল্লা বলেছেন: আপনি যে ভাবে মনে করেন ।
সেটাই সঠিক ভাই ।
আর পুরুষের পদার দরকার আছে
তবে চোখের পদা ।
সরিলে কাপড় থাকলে চলবে ।
৫| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২১
প্রামানিক বলেছেন: দারুণ কথা তো। তাহলে এখন পুরুষদের বোরখা পরতে হবে।
ধন্যবাদ পোষ্টের জন্য।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৫
আজাদ মোল্লা বলেছেন: ভাই
এরা নারী জাতির কলঙ্ক ।
পড়ার জন্য শুভেচ্ছা ।
৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২২
এরশাদ বাদশা বলেছেন: চিন্তা করে দেখেন কিরকম কামুক মহিলা, চুলের মধ্যেও সেক্স খুঁজে পায় সে।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩০
আজাদ মোল্লা বলেছেন: চিন্তা করার কিছু নাই ভাই ।
এদের কাছে সেক্স সব কিছু ।
জিবন শেষ পড়ে বলবে পুরুষ খারাপ ।
ভালো থাকবেন ভাই ।
এবং শুভেচ্ছা রাখি আপনার জন্য ।
৭| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৫
ডার্ক ম্যান বলেছেন: হয়তো আর কয়দিন পর বলবো কুত্তা দেখলে তার সেক্স উঠে
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৮
আজাদ মোল্লা বলেছেন: ভালো বলেছেন । বিড়াল কলে নিয়ে আসে সে
৮| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৭
রাখালছেলে বলেছেন: চুলকানির নতুন উপাদান আসছে । ভাল ভাল ।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৩
আজাদ মোল্লা বলেছেন: উপাদান গুলি কি ও কতো প্রকার বুঝিয়ে বলে ভালো হয় ।
৯| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
তসলীমা কি বলছে, ওটা নিয়ে ভাবতে গেলে বেকুব হয়ে যাবেন।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
মাশকুর চৌধুরী বলেছেন: ও একটা পাগলী আমাদের আবার নতুন করে ছাগল বানাতে চাচ্ছে।
০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪
আজাদ মোল্লা বলেছেন: ওর অনেক মুরিদ এখনো আছে বাংলাদেশের মাঝে ।
তাই তো অনেক কথা বলে ।
মন্তব্য এর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৫
গন্ধহীন দুর্গন্ধ বলেছেন: চমতকার