![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু আমার বন্ধু , হবে না তো শত্রু ।
তোমায় বাসি ভালো বন্ধু ওগো বন্ধু ।
একজনই বন্ধু তুমি আমার ছিলে ।
মনের সাথে মন মিলিয়ে থাকবে তুমি বন্ধু ।
জাত পাত মানিনা আমি , বন্ধু শুধু তুমি
প্রবাসে বসে ভাবি আছো তুমি কেমন , জানি থাকবে ভালো সারা জীবন ।
রাখবে মনে হয়তো সামান্য কিছু খন্ন ।
একজনই তো বন্ধু তুমি , হয়তো তুমি জানো
তবুও কেন কষ্ট দাও , তুমি তো সব জানো ।
ভালো বাসা মিছে আশা , বাসি তবুও ভালো
তুমি তো জানলেনা ।
আমার হলো কপাল মন্ধ ।
তবুও আশায় থাকি , হবে হয়তো দেখা ।
দেখা না দাও চলবে তাতেই ।
শুধু নিরব রাতে করবে মনে ।
চোখের জলে ভাসি আমি , হাসো তুমি বসে ।
চলবে আমায় , হাসো আমায় করে মনে ।
শুভেচ্ছা ও শুভ কামনা করি বন্ধুরা থাকো ভালো ।
আমি না হয় দুঃখে থাকি তাতে কি যায় আসে ।
প্রবাসী জীবন আমার থাকবে দুঃখের মাঝে সুখ ।
যদি থাকে বন্ধুরা সব পাশে তবে ই হবে সুখ ।
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
আজাদ মোল্লা বলেছেন: বন্ধু দিবসে আপনাকেও আমার শুভেচ্ছা ।
আপনারা লেখার সাথে ।
আমার সহমত 100%
২| ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
দুরত্ব কোন সময়ে বাঁধন শিথিল করে, কোন সময়ে শক্ত করে।
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
আজাদ মোল্লা বলেছেন: শক্তের আশায় নেই , শুধু মনে রাখলে চলবে বেশ ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
সুফিয়া বলেছেন: বন্ধুত্বের স্মরণে সুন্দর পোস্ট। ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯
আজাদ মোল্লা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: বিশ্ব বন্ধু দিবসে সব বন্ধুদের শুভেচ্ছা ।
*** বন্ধু স্বজন
******** পরিবেশ বন্ধু কবি
বন্ধু অতি মনের আপন
গড়ে তুলে মস্ত বাধন
থাকে সুখে দুখে পাশে
গভীর ভালবেসে
যত রয় মনের কথা
কহি খুলে যথা তথা
বন্ধু হয় আনন্দের সাথি
একত্রে হয় মাতামাতি ।
খেলাধুলা ভ্রমন মেলায়
বনভোজন আর বিদ্যাশালায়
বন্ধু হয় কত যে আপনা
বিপদে পালায় সকল ভাবনা ।