নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

কি লিখেছেন ব্লগার নিলয় নীল, পড়ুন কিছু লেখা ।

০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০

আল্লাহর ঘর সংক্রান্ত কিছু জিজ্ঞাসা’
গত ৩ আগস্ট, সোমবার সন্ধ্যা ৭টা ২৪মিনিটের সময় ‘আল্লাহর ঘর সংক্রান্ত কিছু জিজ্ঞাসা’ শিরোনামে তার ব্লগে তিনি লিখেছেন, মসজিদ নাকি আল্লাহর ঘর, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাধারণ মানুষ। মসজিদ কোন আরাম আয়েশের বা এলাকার গৌরবের স্থাপনা নয়। মসজিদ প্রয়োজন অনুযায়ি নির্মিত হবে এটাই স্বাভাবিক। প্রশ্ন হল মসজিদকে আলিশান হতে হবে কেন? একটি মসজিদ স্থাপিত হবে, সেখানে ইবাদতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। কিন্তু তাকে সুসজ্জিত করতে হবে কেন? আমাদের দেশের মসজিদ সমূহকে এখন এয়ার কন্ডিশন করা হচ্ছে।
‘মৌলবাদের থাবায় বন্ধ হলো রোদেলা প্রকাশনী!’
গত ১৬ ফেব্রুয়ারি রাত ১১ টার ২৯ মিনিটের সময “টুয়েন্টি থ্রি ইয়ারস, এ স্টাডি অফ দ্যা প্রফেটিক ক্যারিয়ার অফ মুহাম্মদ“ শিরোনামে লিখেছেন, পার্সিয়ান রাইটার আলি দস্তির “টুয়েন্টি থ্রি ইয়ারস, এ স্টাডি অফ দ্যা প্রফেটিক ক্যারিয়ার অফ মুহাম্মদ” গ্রন্থটির বাংলা অনুবাদ প্রকাশ করেছিলো রোদেলা প্রকাশনী। এবারের বইমেলায় গ্রন্থটি ছিলো একেবারেই হটডগ। তবে মৌলবাদীরা মেলায় এসে ধর্মনুনুভূতি খুঁজে খুঁজে আহত বোধ করেছে বইটি দেখে। প্রথমদিকে বইটি নিয়ে বিতর্ক উঠলে প্রকাশক ক্ষমা চেয়ে বইটি মেলা থেকে তুলে নেন। কিন্তু এরপরও একাধিকবার বাংলাবাজারে রোদেলা প্রকাশনীর উপরে হামলা চালায় এবং মেলায় হামলা চালানোর চেষ্টা করে মৌলবাদীরা।
‘অবশেষে যৌনদাসী সাপ্লাইয়ের টেন্ডার পেলো বাংলাদেশ’!
তার আগে গত ১৩ফেব্রুয়ারি বিকেল ৫৫ টা ৩৩মিনিটের সময় ‘অবশেষে যৌনদাসী সাপ্লাইয়ের টেন্ডার পেলো বাংলাদেশ’! শিরোনামে লিখেছেন, দুবাইয়ের অলিতে গলিতে যখন আফ্রিকান জানোয়ারদের যৌনক্ষুধা মিটিয়ে চলেছে বাংলাদেশের নারীরা, স্বদেশী মা-বোনদের কান্নায় যখন প্রতিনিয়ত আকাশ বাতাস ভারী হয়েওঠে লেবাননে, তখন তার কোন কুলকিনারা না করে উল্টো সৌদি আরবে ‘হাউজ মেইড’ পাঠাবার নামে সেই বাংলাদেশের নিরীহ নারীদের ইজ্জ্বত বিক্রি করতে কি উঠে পড়ে লেগেছে আজ বাংলাদেশ সরকার? জঘন্য সব বিকৃত যৌন রুচীর অশিক্ষিত-বর্বর একশ্রেনীর সৌদি পুরুষদের ২৪ ঘন্টা সেক্স ভায়োলেন্সের মুখে বাংলার অজ পাড়াগাঁয়ের অবলা নারীরা নিজেদের কিভাবে কতটা সামাল দেবেন, তাই নিয়ে তোলপাড় চলছে এখন সৌদি প্রবাসী বাংলাদেশীদের মাঝেও।
‘ছাগল নারী ও কুকুর পুরুষের অকথ্য কথন’
এর আগে গত ২০১৪ সালের ১৯ ডিসেম্বর রাত ৮ টা ১৫ মিনিটে ‘ছাগল নারী ও কুকুর পুরুষের অকথ্য কথন’ শিরোনামে লিখেছেন, জীবনে কয়টা প্রেম করেছেন? আপনার প্রেমের বয়স যদি হপ্তাখানেকও হয় তাহলে নিশ্চয়ই সেই প্রেমগুলোতে বিষয়ে করবেন বলে সঙ্গীকে কথা দিয়ে ছিলেন? বাদ দেন রিয়াল লাইফ, ভার্চুয়াল লাইফে ২/৪ দিনের পরিচয়ে ঘনিষ্ঠ হতে না হতেই বিয়ে করবেন, বাচ্চার নাম রাখবেন ব্লা ব্লা ব্লা স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন। আর এই আপনি সুশীল মানুষ সমালোচনা করেন রুবেলকে নিয়ে!
‘এবার আসছে হালাল হুইস্কি’
২০১৪ সালের ৩০ অক্টোবর রাত ১ টা ১৫মিনিকে ‘এবার আসছে হালাল হুইস্কি’ শিরোনামে লিখেছেন, মুমিনরা কেন যেন একটু হালাল বেশীই খুঁজে। দেশে থাকতে যেসব বাঙ্গালী কোনদিন হালাল খুঁজে নি সেও ইউরোপের দেশে গিয়ে হালাল গোশত খুঁজে বেড়ায়, এর জন্য সে বেশী টাকা খরচ করতে পারে কিন্তু হালাল জিনিষটা তার চাই ই চাই। ছোটকালে সাবানের বিজ্ঞাপনে দেখতাম ১০০ শতাংশ হালাল। সব কিছুইরই হালাল ভার্শন বের হচ্ছে। গুগুলে যেয়ে মুমিনরা আজকাল হারাম পণ্যের বদলে হালাল পণ্য দেখে কারণ ও গুলো দেখলে কোন গুনাহ হয়না।
‘জঙ্গি সংগঠন নিষিদ্ধ’
২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১৯মিনিটে ‘জঙ্গি সংগঠন নিষিদ্ধ’ শিরোনামে লিছেন,
কিছুদিন আগে বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘জঙ্গিবাদের হুমকি: বাংলাদেশের ভাবনা’ শীর্ষক আলোচনায় বাংলাদেশে শতাধিক জঙ্গি সংগঠন রয়েছে বলে জানা যায়। এর মধ্যে প্রায় ৪০ টি জঙ্গি সংগঠনের কার্যক্রম সক্রিয় ভাবে চলছে।
‘হরেক রকম সরস্বতী’
২০১৪ সালের ২ ফেব্রুয়ারি রাত ৮ টা ৫১ মিনিটে ‘হরেক রকম সরস্বতী’ শিরোনামে লিখেছেন, ঋগে¦দের অধিকাংশ স্থলেই সরস্বতী শব্দ সিন্ধু নদ অর্থে ব্যবহৃত হয়েছে। আবার কোনও কোনও স্থলে মধ্যদেশস্থ দেবনদী অর্থেও এর প্রয়োগ আমরা দেখতে পাই। ষোড়শ ঋকের দ্বিতীয় ম-লের ৪১তম সূক্তে সরস্বতী মাতৃগণের, নদীগণের ও দেব গণের শ্রেষ্ঠা বলে বর্ণিত হয়েছেন। ইনি ব্রাহ্মাবর্তের একতর সীমা এবং কুরুক্ষেত্রে অন্তড়িত হয়ে গঙ্গা যমুনার সঙ্গে মিলিত হয়েছেন। তবে পরবর্তী বৈদিক যুগে নদীদেবতা হিসাবে মাহাত্ম্য হারিয়ে ইনি সাহিত্য, শিল্প ও সঙ্গীতকলার দেবী হিসাবে পরিচিতা হন। শাস্ত্রে আমরা অনেকরকম সরস্বতীর পরিচয় পাই।
বৌদ্ধশাস্ত্রে পুরুষতন্ত্র: নারীরা হল উন্মুক্ত মলের মতো দুর্গন্ধযুক্ত’
২০১৪ সালের ২৭ মার্চ ‘বৌদ্ধশাস্ত্রে পুরুষতন্ত্র: নারীরা হল উন্মুক্ত মলের মতো দুর্গন্ধযুক্ত’ শিরোনামে লিখেছেন, পুরুষতন্ত্রের নিকট নারীর দুর্নামের ক্ষেত্রে মাতাকেও ছাড় দেয়নি বৌদ্ধ ধর্মীয় শাস্ত্র। আমরা এই বিষয়ে আলোচনা করবো ৬১ নম্বর জাতক যাকে অশাতমন্ত্র জাতক বলা হয়। এই জাতকের বর্তমান বস্তুতে রয়েছে, গৃহকর্মে উৎসাহী ব্রাহ্মণ যুবককে তার পিতামাতা পুনর্বার গুরুর নিকট পাঠায় নারী চরিত্রের দোষ অনুধাবন করে সংসার-বৈরাগ্য লাভের উদ্দেশে। মাতাপিতার পরামর্শে সে গুরুর নিকট অশাতমন্ত্র দীক্ষায় প্রত্যাশী হয়। অশাতমন্ত্র বলতে সহজ ভাবে বুঝানো হয় অমঙ্গল বিষয়ে সচেতনতার বিদ্যা আর বৌদ্ধ ধর্ম অনুসারে নারীরাই হল এই বিদ্যার কেন্দ্র অর্থাৎ অমঙ্গলের মূল।
পুরুষাঙ্গ কর্তনের দৃষ্টান্তমূলক শাস্তিচাই
গত ১০১৪ সালের ২২ সেপ্টম্বর সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিটে ‘পুরুষাঙ্গ কর্তনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ শিরোনামে তিনি লিখেছেন, আজকাল নতুন এক ধরণের সহিংসতা দিন দিন বেড়েই চলছে তা হলো পুরুষাঙ্গ কর্তন। প্রায় প্রতিদিনই ভয়ঙ্কর এই সহিংসতা দেখতে পাই পত্রিকায়। এ ধরণের সহিংসতায় কেউ কেউ খুশী হলেও ব্যক্তিগতভাবে আমি আঁতকে উঠি। কোথায় যেন এক ধরণের কষ্ট ও আতঙ্ক অনুভব করি।
এসব বিষয় নিয়ে নিহত ব্লগার নিলয় নীল চোধুরী লিখেছেন, তার ব্লগে ।
আরও অনেক লেখা আছে ওনার ।
সুএঃ : শীষ নিউজ

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪

এস আলভী বলেছেন: মুক্ত মনা মানে অন্যের ধর্মীয় অনুর্ভূতিতে আঘাত হানা নয়।

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর কথা , সহমত আপনার সাথে ।

২| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

নতুন বলেছেন: কলমের জবাব চাপাতি দিয়ে দেবার কথা কখনোই ধম বলেনাই। কিছু লিখলেই যে তাকে মেরে ফেলতে হবে এই ধারনা ভুল এবং হত্যা অবশ্যই অপরাধ।

অপরাধীর দৃস্টান্তমুলক শাস্তি চাই।

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭

আজাদ মোল্লা বলেছেন: শাস্তি আমিও চাই , আর ইসলাম ধর্মে মানুষ মারতে বলেনাই ।
একজন মানুষ মারা আর একজাতি কে মারা সমান ।
তবে যাহারা ইসলাম নিয়ে বাজে লেখা লেখে ,
আমি সেই সব লেখার ও বিচার চাই ।
মানে দুই দলকেই শাস্তি দিতে হবে ,
সবাই কে আইনের আওতায় আনতে হবে ।
আপনি কি মনে করেন ?

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

মো কবির বলেছেন: @নতুন, মুক্ত মনা মানেই যদি যা ইচ্ছে তা বলার স্বাধীনতা তবে আমি আজকে রাস্তায় গিয়ে হাসিনাকে নিয়ে কিছু বলে আসি তারপর যদি বেঁচে থাকি সুস্থ থাকি তবে বুঝবেন, সব ঠিক আছে, আর যদি বেঁচে না থাকি কিংবা সুস্থ না থাকি তবে বুঝবেন মুক্ত মনা মানেই যা ইচ্ছে তা বলার স্বাধীনতা নয়।

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

আজাদ মোল্লা বলেছেন: যাহারা মারা গেছে তাহারা মুক্ত মনা না না ।
ওনারা ইসলাম বিরোধী ।
মুসলমানদের জাত শত্রু ওরা ।
আমি ওদের মরন্তর বিচার চাই ।
এবং যাহারা মেরেছে আমি তাহাদের বিচার চাই ।
বিচারের বাহিরে কেউ না ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২

আলী আকবার লিটন বলেছেন: হাসিনা বুবু আর তার ফাদার কে নিয়ে যদি কিছু লেখা হয় তবে ১৪ শিক গুনতে হয় । আর ইসলাম নিয়ে নবীজী ও আল্লাহ নিয়ে বাজে মন্তব্য করলেই হয় মুক্তচিন্তার বিজ্ঞান মনস্ক মানুষ তাই না? বাহ ! বাহ! অপূর্ব ... আর খুন হলে যুক্তি আসে ...ইসলাম কি এটা করতে বলছে... ইসলাম না শান্তির ধর্ম...কথায় আছে না ,তোম কারো তো চমৎকার, অর মে কারু তো বলাতকার...

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

আজাদ মোল্লা বলেছেন: বিচার হবে সবার ।
কিছু আল্লাহ করবে ।
আর কিছু সরকার , আশা রাখি বাংলাদেশের সরকারের উপর , বিচার কিন্তু হবেই হবে ইনআল্লাহ ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: লিখার কত বিষয় আছে? তার বিষয়গুলো দেখুন । অথচ শত সমস্যায় জর্জরিত দেশ ।তার লিখা নিয়ে আলোচনা হবে । মারা যায়া সব ব্লগারের লেখার বিষয় এমন । সবাই ধরে নিবে লাখ খানেক ব্লগার এমনই লিখে থাকেন ।

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

আজাদ মোল্লা বলেছেন: সবাই এক না , সুন্দর ও ভালো লেখা লেখে অনেক ব্লগার , সবাই এক হলে চলবে কেমনে ।
মন্তব্য এর জন্য ধন্যবাদ ।

৬| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

বেরসিক কথক বলেছেন: ব্লগিংয় আর মুক্তচিন্তার নামে ধর্মকে কটূক্তি গ্রহণীয় নয়। সুতরাং এই মালাউনকে হত্যা করা হয়েছে সাধে ওর ধর্ম নিয়ে নোংরামি বন্ধ হয়েছে।
অন্যদিকে আরেক জানোয়ার ব্লগার আসিফ মহিউদ্দীন তার ফেসবুক আইডিতে গতকালকে আবারো চরম ধৃষ্টতাপূর্ণ স্ট্যাটাস দিয়েছে স্ক্রিনশটটি দেখুন

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই ।
কিন্তু অনেক দুঃখের বিষয় ,
এগুলো কেউ দেখবেনা ।
পড়ে বলবে কোথায় কি লিখেছেন ,
আমি তো দেখলামনা ।

৭| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

আরাফাত নিলয় বলেছেন: সমস্যা তো শুধু ধর্মের নয়। ধর্মের নামে মূর্খ ও গোঁড়াদের আনাগোণা ধর্মীয় ব্যাপারগুলোতে বেশী সেটা আমরা কমবেশি সবাই জানি।
কিন্তু শুধুই কি ধর্মের সমস্যা আছে এ সমাজে??
দেখুন, পথে-ঘাটে সাধারণ মানুষ কিভাবে রাজনৈতিক ক্ষমতা, স্থানীয় ক্ষমতা, পুলিশি ক্ষমতা, মাস্তানীয় ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা- প্রভৃতি দ্বারা প্রতিনিয়তই গণধর্ষণের শিকার হচ্ছে।
আমি তো বলবো, ধর্ম থেকে শুরু না করে, এখন বরং রাজনৈতিক জায়গা থেকে শুরু করা উচিত। কারণ বর্তমানে ধর্মের চেয়ে মানুষ পেশী শক্তির দ্বারা বেশী শোষিত হচ্ছে। এ সমস্যার সমাধান করা গেলে ধর্মীয় গোঁড়ামী, ক্ষমতার নষ্টামী সব বন্ধ হয়ে যাবে।
ধর্মকে আঘাত করায় এমন ভয়ঙ্করভাবে দুবৃত্ত হয়ে উঠে যখন মৌলবাদীরা, তখন মৌলবাদীদের জানানো উচিত যে, (এটা আমার ফতোয়া। এবং আমি একজন ধার্মিক শ্রদ্ধাভাজন ব্যাক্তিও বটে!!)
"যে ব্যাক্তি ক্ষমতাশীল ব্যাক্তিদেরকে রাজনৈতিকভাবে শোষণ করার সুযোগ দিলো, সে যেন সমস্ত মানব গোষ্ঠীকে জাহান্নামে যাওয়ার সহযোগিতা করলো।"
এখন এইরকম মতবাদ নিয়ে মৌলবাদীরা কেনো দৌড়ায় না??

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯

আজাদ মোল্লা বলেছেন: ভালো লিখেছেন , আপনার সাথে একমত ।

৮| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা এবং মানুষ মারা দুটাই অপছ্ন্দনীয় কাজ।

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্য এর জন্য ।

৯| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: শাস্তি আমিও চাই , আর ইসলাম ধর্মে মানুষ মারতে বলেনাই ।
একজন মানুষ মারা আর একজাতি কে মারা সমান ।
তবে যাহারা ইসলাম নিয়ে বাজে লেখা লেখে ,
আমি সেই সব লেখার ও বিচার চাই ।
মানে দুই দলকেই শাস্তি দিতে হবে ,
সবাই কে আইনের আওতায় আনতে হবে ।
আপনি কি মনে করেন ?


কিছুদিন আগে্ আইএসআইএস রোজা না রাখার জন্য ২ ছেলেকে ফাসি দিয়েছিলো।

যখন হত্যাকরে পার পাওয়া সহজ হয়ে যায় তখণ অনেকেই হত্যা করে তাদের সাথে মতেন মিল না হলে।

যদি কেউ অন্যায় করে তবে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যদি কেউ তার লেখা দিয়ে ধমীয় অনুভুতিতে আঘাত করে এবং তা আইন লংঘন হয়ে থাকে তবে তার অবশ্যই সাজা হওয়া উচিত।

কিন্তু তার জন্য চাপাতি হাতে তুলে নেওয়া কখনোই উচিত না।

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

আজাদ মোল্লা বলেছেন: চাপাতি চালিয়ে মানুষ মারা , আর
কলম দিয়ে ধর্মীয় অনুভূতি কে আঘাত করা
দুই টাই খারাপ কাজ ।
আমার মতে আই এস আই এস নামে মুসলিম , কাজে না , রূজা না রাখলে আল্লাহ শাস্তি দেবে আই এস না ।

অভিতৎ বা রাজিব ও ওয়াসিকুর বা নিল আর অনেক
এরা কোনও অপরাধ করে নি ?????
আপনার কি মনে হয় ?

১০| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: চাপাতি চালিয়ে মানুষ মারা , আর
কলম দিয়ে ধর্মীয় অনুভূতি কে আঘাত করা
দুই টাই খারাপ কাজ ।
আমার মতে আই এস আই এস নামে মুসলিম , কাজে না , রূজা না রাখলে আল্লাহ শাস্তি দেবে আই এস না ।

অভিতৎ বা রাজিব ও ওয়াসিকুর বা নিল আর অনেক
এরা কোনও অপরাধ করে নি ?????
আপনার কি মনে হয় ?

<< যদি কেউ বাজে শব্দ ব্যবহার করে, অশ্বালীন শব্দ ব্যবহার করে ধমের অবমাননা করে তবে সেটা অবশ খারাপ কাজ।

এখন বাজে ব্যবহারের সাজা চাপাতির কোপ হয়?? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা নিন। কিন্তু চাপাতি কখনোই ইসলাম সমথন করেনা্।

আর ISIS যদি ভুল করে থাকে তবে আমাদের দেশের ব্লগারের হত্যা কিভাবে আপনারা সমথন করেন?

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০২

আজাদ মোল্লা বলেছেন: আমি কিন্তু চাপাতির ব্যাপারটা সম্পূর্ণ বিরোধীতা করি ।
এবং লেখার মাঝে , জবাব দেওয়াকে বেশি ভালো বাসি

১১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

নতুন বলেছেন: উনি হিন্দুদের নিয়েও লিখেছেন:- এটা দেখেছেন কি?
http://www.somewhereinblog.net/blog/AR15/30060018#c11023352
আমি বুঝলাম না,
নিলয় নীল সারা জীবন হিন্দু আর বৌদ্ধদের বিরুদ্ধে লিখলো
আর তার খুনের দায় স্বীকার করলো কিনা আনসার-আল-বাংলা টিম ?
(http://goo.gl/jzbZeG)
আনসার-আল-বাংলা টিম আবার হিন্দু ও বৌ্দ্ধ শাখা খুললো না তো ?
নিলয় নীলের হিন্দু বিদ্বেষী লেখার লিস্ট:
1) সনাতনী বিগ্যানঃ ঋতুকালে নারীর কর্তব্য (http://www.istishon.com/node/9573)
2) সর্ব রোগের মহাঔষধি গোমাতার পবিত্র মূত্র
(http://www.istishon.com/node/7993)
3) হরেক রকম সরস্বতী
(http://www.istishon.com/node/6738)
4) স্টিভ জবস নাকি হরে কৃষ্ণ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন !
(http://www.istishon.com/node/5747)
5) শাঁখা সিঁদুরে নিয়ে কিছু স্বতন্ত্র চিন্তা
(http://www.istishon.com/node/4919)
6) ওম নমঃ খা ল্যাদায়ঃ
(http://www.istishon.com/node/5075)
7) সচিত্র শ্রীকৃষ্ণ লীলা (১৮ +)
(https://goo.gl/KXcShP)
8) অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কুকুরের সাথে অষ্টাদশী তরুণীর বিয়ে !
(https://goo.gl/BC32Yq)
9) নিলয় নীলের ইসকন বিরোধী স্ট্যাটাস-
https://goo.gl/xN5Tl5
নিলয় নীলের বৌদ্ধ বিদ্বেষী লেখার লিস্ট
বৌদ্ধশাস্ত্রে পুরুষতন্ত্রঃ নারীরা হল উন্মুক্ত মলের মতো দুর্গন্ধযুক্ত
1) PART-1 (http://www.istishon.com/node/5456)
2) PART-2 (http://www.istishon.com/node/5474)
3) PART-3 (http://www.istishon.com/node/5498)
4) PART-4 (http://www.istishon.com/node/5513)
5) PART-5 (http://www.istishon.com/node/5755)
6) PART-6 (http://www.istishon.com/node/5777)
7) PART-7 (http://www.istishon.com/node/7918)
সবাইকে ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

আজাদ মোল্লা বলেছেন: ব্যাপার টা আমিও বুঝতে পারছিনা ।
লিখেছেন হিন্দু ও বৌদ্ধ নিয়ে ।
মারলেন আনছার উল্লা আলকায়দা মানে কি ?
আর আমি ওনার অনেক লেখা পড়েছি ।
বাজে লেখা আছে কিছু ।
তবে বেশি হিন্দু নিয়ে ।

১২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের আর্থ- সামাজিক অবস্হার কারনে মানুষ শিক্ষিত হতে পারেনি; এখন যা ঘটছে, তা শিক্ষার অভাবেরই ফল।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৯

আজাদ মোল্লা বলেছেন: ভালো বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.