নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করতে ইচ্ছা করে , বয়স কম তাতে কি , উপকার অনেক বেশি ।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

বিয়ে করতে ইচ্ছা করছে? কিন্তু এখন তো বয়স কম! তাতে কি? বিয়েটা করেই ফেলুন। কম বয়সে বিয়ে করার উপকারিতা আছে। বিশ্বাস হচ্ছে নিশ্চয়ই। তবে জেনে নিন কম বয়সে বিয়ে করার উপকারিতাগুলো-



১) আপনি যদি বয়স ৩০ পার করে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না। ব্যাপারটি বরং এমন হবে বিয়ে করার কথা তাই বিয়ে করেছি। এ কারণে আগেই বিয়ে করে ফেলা ভালো, যখন আবেগ কাজ করে অনেক।

২) বেশি বয়সে বিয়ে করলে স্বামী-স্ত্রী নিজেদের জন্য কতটা সময় পান? বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের দায়িত্ব ঘাড়ের ওপর এসে পড়ে। আর একবার সন্তান হয়ে গেলে দুজনের একান্ত সময় কাটানো আর হয়ে উঠে না। কিন্তু অল্প বয়সেই বিয়ে করে ফেললে সঙ্গীর সঙ্গে অনেকটা সময় পাওয়া যায়। এতে সম্পর্ক অনেক ভালো ও মধুর থাকে।

৩) ‘একজনের চেয়ে দুজন ভালো’ -বিষয়টি নিশ্চয়ই না বোঝার কথা নয়। একাই সুখ দুঃখ ভোগ করার চেয়ে দুজনে ভাগাভাগি করে নিলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। অল্প বয়সেই বিয়ে করলে দুজনের জীবনের সবকিছুই ভাগ করে নেওয়া যায় বলে মানসিক চাপটাও কম পড়ে।

4) বড় কথা হলো ভালো সন্তানের বাবা মা হতে পারবেন ।
কারণ হলো রক্ত গরম , টাকা কামাবেন বেশি ।
ন্তানের পতি নজর থাকবে বেশি ।
ভালো স্কুল , ভালো জামাকাপড় থাকবে বেশি ।

5) যদি আপনি 20 বছর বয়সে বিয়ে করেন ,
আপনার বয়স যখন 42 সন্তানের বয়স তখন 20 বছর হবে , আর আপনার ছুটি , সন্তানের শুরু ।
ভাবুন তো কি মজ্জা হবে তখন ।

6) বয়স বেশি হলে আপনি সমস্যায় পড়বেন বেশি ।
বন্ধু বান্ধব বলবে বেশি ।
আত্মীয় সজনে বলবে , কিরে বয়স হয়েছে বেশ ,
বিয়ে করবি কি আরও লেট ।
বাপ মা এসে বলবে হেসে ,
বাবা আছে নাকি জীবনে কেউ ।
অনেক ঝামেলা ভাই বেশ ।

তাই আজাদ মোল্লা বলি ,
বিয়ে কাজে করবো না আর দেরি ।

এস এম আজাদ আহমেদ
10.08.2015


মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: তাহলে বিয়ে টা করেই ফেলি ...
কি বলেন ??? =p~ =p~ =p~

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

আজাদ মোল্লা বলেছেন: হা ভাই যদি আপনার মনে হয় ।
আর সুখী হতে চান , হয়ে যাক ।

২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

নাফিজ মেহরাব বলেছেন: আমাদের দেশের বাস্তবতা কিন্তু আপনার কথাকে সায় দেয় না।

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

আজাদ মোল্লা বলেছেন: দেবে সায় , তবে সময়ের ব্যপার ।
বাস্তব মেনে নেয়া ছাড়া কোন পথ আছে ।
তাড়াতাড়ি বিয়ের ফলে , ছেলে দের ও মেয়ে দের
মন ভালো থাকে ।
এবং আমার মতে সমাজের ভালোই হবে ।
রেফ ও ইপটিজিন একটু হলেও কমবে বলে আমার মনে হয় , একটু চিন্তা করে দেখবেন ।

৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Apni koto boyoshe biye korechen?

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

আজাদ মোল্লা বলেছেন: আমার টা বললে বিশ্বাস করবেন ,
20 বছরে , এখন আমার এক ছেলে ,
তাহার বয়স 10 বছর ।
আমি অনেক সুখী ।
আশা করি আপনিও থাকবেন সুখে ।

৪| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

নতুন বলেছেন: 5) যদি আপনি 20 বছর বয়সে বিয়ে করেন ,
22 বছরে একটি সন্তান আসবে ঘরে ।
আপনার বয়স যখন 42 সন্তানের বয়স তখন 22বছর হবে , আর আপনার ছুটি , সন্তানের শুরু ।
ভাবুন তো কি মজ্জা হবে তখন ।


২০ বছরে ছেলে অনাসে পড়ার সময়ে কিভাবে বিয়ে করবে একটু প্লান যদি দিতেন?

২০ বছরের ছেলের কাছে কোন কোন বাবা মেয়ে বিয়ে দেবে?
২০ বছরের ছেলে কি কাজ করে সংসার চালাবে?

আপনি ২০শে বিয়ে করেছেন আপনি ভালই করেছেন।

কিন্তু ২০ শে আপনি কি কাজ করতেন। কিভাবে আয় করতেন। কিভাবে মেয়ে বাবা আপনার প্রতি আস্তাপেলো যে মেয়ে দিতে রাজি হলো। কিভাবে আপনি আয় করে সংসার চালিয়ে পড়াশুনা করেছেন এবং প্রঠিস্টিত হয়েছেন সেই ব্যাপারে একটা গাইড লাইন দিন প্লিজ।

তাহলে সবাই আপনাকে ফলো করতে পারবে। ২০ শে বিয়ে করতে পারবে। আমি ৩০শে করেছি। কারন ২০শে বাবার হোটেলেই থাকা/খাওয়া চলতো তাই বিয়ে করতে পারিনাই।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

আজাদ মোল্লা বলেছেন: পড়াশোনা করবে তাহাতে বিয়েতে সমস্যা কোথায় ।
ছোটো কোনও ব্যাপসা করবে , তবে মনে রাখতে হবে পড়াশোনা আছে সাথে ।
বাবার ব্যাপসা এর মাঝে ছোট চাকরি ছিলো আমার ।
বাবা হিসাব দেখা সোনা করা ।
পরবর্তী জীবন মানে এখন দুবাইতে , ছোট একটা ব্যাপসা করে নুন ভাতে চলে যায় জীবন খানা ।
তবে বলা সহজ , করা অনেক কঠিন হে ভায়া ।
বাকা রাস্তা , গহিন নদী পারি দিতে হবে জানি ,
তবেই আসবে সুন্দর জীবন খানি ।
মন্তব্য এর জন্য ধন্যবাদ ভায়া ।

৫| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: যুক্তিটা মন্দ বলেন নাই। ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্য এর জন্য ।

৬| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৪

হানিফঢাকা বলেছেন: ফাইনান্সিয়াল প্রবলেম সবচেয়ে বড় সমস্যা। বাপের টাকা ছাড়া আর পালিয়ে বিয়ে করা ছাড়া কেউ পারেনা। পড়ালেখা শেষ করে চাকরি পাওয়া, তারপর টাকা জমানো, এর পর বিয়ে। বিয়ের খরচ না হয় বাপে দিল, কিন্তু বিয়ের পরে, বউয়ের খরচত নিজের দিতে হবে। যারা বাপের টাকায় বিয়ে করতে চান না, অথবা বাপের সামর্থ্য নাই অথবা বাপ বেচে নাই, তাদের আরও বেশি সময় লাগে।

আপনার প্রতিটা কথাই সত্য, কিন্তু তাদের জন্য যাদের এই ফাইনাসিয়াল ব্যাকআপটা আছে।

ধন্যবাদ আপনাকে।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২০

আজাদ মোল্লা বলেছেন: ভাই বলেছেন ভালো ।
আপনার সাথে 100%সহমত ,
ধন্যবাদ মন্তব্যর জন্য , ভালো থাকবেন ।

৭| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক উপদেশ, সম্ভব মতো কম বয়সে বিয়ে করা ভালো।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১০০% খাঁটি কথা
৩০এর পরে বিয়ে করে এখন দায়িত্ব পালন করছি কেবল
ঈঙ্গিতপূর্ণ পোষ্ট........গভীর
ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১১

আজাদ মোল্লা বলেছেন: অভিন্দন ভাই , পড়ার জন্য ধন্যবাদ ।

৯| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫২

বদলে দেব বলেছেন: 5) যদি আপনি 20 বছর বয়সে বিয়ে করেন ,
22 বছরে একটি সন্তান আসবে ঘরে ।
আপনার বয়স যখন 42 সন্তানের বয়স তখন 22বছর হবে , আর আপনার ছুটি , সন্তানের শুরু ।
ভাবুন তো কি মজ্জা হবে তখন ।

Correction

5) যদি আপনি 20 বছর বয়সে বিয়ে করেন ,
22 বছরে একটি সন্তান আসবে ঘরে ।
আপনার বয়স যখন 42 সন্তানের বয়স তখন 20 বছর হবে , আর আপনার ছুটি , সন্তানের শুরু ।
ভাবুন তো কি মজ্জা হবে তখন ।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১১

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।

১০| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০২

jahidbd বলেছেন: ১০০% একমত। যা যারা বলে ১৮ আগে মেয়েদের বিয়ে নয়, তাদের কাছে প্রশ্ন ১৮'র আগে মেয়েরা শারিরীক সম্পর্ক কি ভাবে করে? সব শিয়ালেই চায় মেয়েদের বিয়ে দেরীতে হউক। চারিদিকে যেদিকে তাকাই শুধু পরকীয়ার বলি।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

আজাদ মোল্লা বলেছেন: ওভাবে বলতে নেই ভাই , ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।

১১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

নতুন বলেছেন: পরবর্তী জীবন মানে এখন দুবাইতে ?

দুবাইতে কই আছেন? আমিও এখানেই কামলা দিতাছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.