![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিউডের ‘বিতর্কিত’ অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তত হেফাজতে ইসলাম। প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরে আক্রমনের হুমকি দেয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের খুতবার আগে বয়ানে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল এ হুমকি দিয়েছেন।
মসজিদে উপস্থিত কয়েকজ হাজার মানুষকে আহ্বান জানিয়ে মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘বাংলার জমিনে কোনো নর্তকীকে বেলাল্লাপনা করতে দেয়া হবে না। তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে।
ইসলামী বিভিন্ন ইস্যুতে আন্দোলনে সক্রিয় হয়ে ওঠা মাওলানা আবদুল আউয়াল তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনের প্রতি আহ্বান জানালে তারা হাত তুলে তাকে সমর্থন করে।
সাংবাদিকদের উদ্দেশে হেফাজতের এ নেতা বলেন, আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারব না। তবে আমার ঘোষণা হলো, যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে। সাংবাদিকদের মাধ্যমে আমি সে আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি। এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে। রক্ত দিয়ে হলেও বেহাল্লপনা নর্তকীদের রুখবে।
মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘আমাদের উপার্জিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেয়া যাবে না। দেশে এখনো মুসলমানরা বেঁচে আছে। এখনো হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহর বান্দারা আছে। তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়। আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ তাদের তুলে নেয়। তবুও দেশের যুব সমাজকে যেন আল্লাহ ও রাসূল বিরোধী করা না হয়।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকার বসুন্ধরার কনভেনশন হলে সানি লিওনের কনসার্ট আয়োজনের কথা রয়েছে। বলিউডের আলোচিত ওই অভিনেত্রীর নিজস্ব কনসার্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে অফিসিয়াল কনসার্টের অনুমোদন দিয়েছে। নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে। তার পারফর্মেন্সের আগে গান গাইবেন আতিফ আসলাম। এর মধ্যে প্রাথমিক প্রস্তুতি শেষও হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান খুব শিগগিরই নির্ধারিত তারিখ অফিসিয়ালি জানাবে। কনসার্টে চার ক্যাটাগরির আসন বিন্যাস রাখা হয়েছে। সর্বমোট চার হাজার টিকিট থাকবে। টিকিটের সর্বনিম্ন মূল্য পনের হাজার টাকা রাখা হয়েছে।
সুএঃ গুগল মামা
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৮
আবু দারদা সেলিম বলেছেন: ঠিক....
৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: রক্ত হাসপাতালে গিয়ে দিলে মানুষের উপকার হবে, নাইলে হাজার পনেরো টাকা খরচে এদের দুই হস্ত নিয়া ভেতরে প্রবেশ করতে হবে। সানিরে দেইখা হস্ত যদি কাজে লাগে আরকি।
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫১
আজাদ মোল্লা বলেছেন: জনাব , আপনি কি বলতে চান ।
হেপাজতিরা দেশের অন্ন ধ্বংস করে ।
দেশের কাজ কম বেশি সবাই করে ,
যে যার জায়গা থেকে কাজ করবে ,
আপনি আপনার কাজ করেন কি ?
আর রক্ত দেবে প্রয়োজন মতো সবাই দেশের মান বাচাতে , জনাব ঠিক আছে ?
৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০
কাজীমাহমুদ বলেছেন: প্রয়োজনে ভোট নেয়া হোক এই ধরনের অনুষ্ঠান বা বাজে নর্তকী বাংলাদেশে প্রবেশ করবে কি করবে না? বাংলার পবিত্র মাটিতে বিশেষ করে হজের আগে এতটাই কি প্রয়োজন? বিনোদনের কি কোন উপায় নাই? কোটি কোটি টাকা বিদেশে পাঠানো থেকে রক্ষা কি করা যায় না?
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০
আজাদ মোল্লা বলেছেন: জনাব , ভোটের দরকার কি ।
নটির নাচের কি দরকার হয়েছে এদেশে ।
পবিত্র মাটির কথা নেই ওদের মাথায় ।
জনাব , কালো টাকা দেশের বাহিরে দেবার জন্য
এরা নটির দালাল হবে ।
এরা মানুষ নামের অমানুষ ।
৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৯
রাখালছেলে বলেছেন: ব্যাপারটা নিয়ে প্রগতিশীল সমাজ যদি প্রতিবাদ করত তাহলে হেফাজত ইসলামকে আন্দোলন করে দেশকে জঙ্গীবাদী দেশ-এ পরিনত করতে হত না ।
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪০
আজাদ মোল্লা বলেছেন: জি জনাব , সবচেয়ে সুন্দর কথা বলেছেন ।
ধন্যবাদ আপনাকে ।
৬| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩১
জনতার রায় বলেছেন: হেফাজতের নাচানাচি এদেশের মানুষ অনেক সহ্য করেছে। কত রক্ত দেবার খ্যামতা তাদের আছে, ৫ই মে সবাই দেখেছে।
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯
আজাদ মোল্লা বলেছেন: 5ই মে হেফাজত ইসলাম , রাস্তায় রক্ত দিতে এসে ছিলো কে আপনাকে বলেছে ।
আর নাচা নাচি হেফাজত করেনা ।
এটা হলো সাহাবাগিদের কাজ ।
দেশের মানুষ হেফাজতী ইসলাম কে ভালো বাসে ।
খোজ নিয়ে দেখবেন ?
জনাব ,
মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৮
আবু দারদা সেলিম বলেছেন: ঠিক....