![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বিস্ময়কর দেশ এই বাংলাদেশ। বড় অদ্ভুত কিছু লোক আছে এদেশে। মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইসলামকে অপছন্দ করেন মুসলমানের সন্তান হয়েও তারা এই পবিত্র প্রগতিশীল চির আধুনিক ও মহাবিজ্ঞানময় ধর্মকে অবজ্ঞা-হেয় করে। ধর্মবিদ্বেষী ধর্মদ্রোহী হয়ে তারা ইসলাম ত্যাগী মুরতাদ হয়ে যায়। তথাকথিত ধর্ম নিরপেক্ষতা আর প্রগতিশীলতার নামে আল্লাহকে অস্বীকার করেন। তারা নিজেরা শান্তির ধর্ম ইসলাম মানুক না মানুক এ নিয়ে জাতির তেমন মাথাব্যথা ছিল না; কিন্তু সমস্যা হল এই যে, তারা নিজেদের মুক্তমনের অধিকারী দাবি করে কারণে অকারণে ইসলামের অবমাননা করে। মহান আল্লাহ ও তার রাসূলকে (সা.) অশালীন ভাষায় গালাগালি করে ঔদ্ধত্য দেখান। মত প্রকাশের নামে নিজেদের ব্লগ ইসলাম নিয়ে বিদ্বেষপূর্ণ লেখালেখি করেন। এদের কথা ও কাজ, লেখায় তৌহিদী জনতা আহতবোধ করলেও অনেকেই আবার প্রভাবিত হয়। কতিপয় নাস্তিক্যবাদী মানুষ এ দেশের রাষ্ট্র, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা, শিক্ষা, সমাজ, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, মিডিয়াসহ সমাজের নানা পর্যায়ে জায়গা করে বসেছে। এরা শাসকদের উপর ভর করে নানা ইসলামবিরোধী কাজ করিয়ে নেয়ার চেষ্টাও করেন। যেখানে ইসলামের আবহ সেখানেই তারা বিষোদ্গার করেন, বাধা দেন, ক্ষতি করেন। দাড়ি টুপি এবং ইসলামী ধ্যান ধারণা শুনলেই তারা তুচ্ছজ্ঞান করেন। আর ইসলাম বিবর্জিত সকল কিছুই তাদের ভালো লাগে। এরা ইসলামবহির্ভূত সকল রীতিনীতি অপসংস্কৃতি চালুর পক্ষে ওকালতি করেন। এরা যেন ধর্মহীন বা অমুসলিম শক্তির তল্পীবাহক। ইসলাম ছাড়া অন্য সকল ধর্মের বিষয়েই তারা উদার। রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে তাদের ক্ষমতায়ণ, পদায়ন, প্রতিষ্ঠা, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য তারা আত্মবলিদানে প্রস্তুত। আর শতকরা ৯২ ভাগ মুসলমানের সর্বনাশের জন্য এরা সদাসচেষ্ট। দেশের শত সমস্যা-সংকট, সাধারণ মানুষের দুঃখদুর্দশা তাদের কাছে কিছু না। দুর্নীতি, বিচারহীনতা, প্রশাসনিক জুলুম- নির্যাতন, হত্যা, ধর্ষণ, খুন, গুম, রাজনৈতিক ও সামাজিক সংকট তাদের কাছে আলোচ্য বিষয় নয়। তাদের দৃষ্টিতে এ দেশে সমস্যা একটাই। আর তা হলো ইসলাম ও মুসলমান। দেশের মানুষের মধ্যে হতাশা, বেকারত্ব, সুশাসনের অভাব, ব্যবসা বাণিজ্যের , সংকট কিংবা অর্থনৈতিক পশ্চাদপদতা তাদের কাছে কোন সমস্যা নয়। তাদের চোখে সমস্যা ধর্মপ্রাণ মানুষের জীবনবোধ, তাদের ভাষায় মৌলবাদ আর মানুষের ধর্মীয় পরিচয় তারা যার নাম দিয়েছেন সাম্প্রদায়িকতা।
ধর্ম প্রাণ মুসলমানদের খোঁচা মারা এদের এক মাএ কাজ , এরা আপনার আমার মাঝে বসবাস কারি মুখশ ধারি কিছু মাথা মোটা মানুষ ।
১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
আজাদ মোল্লা বলেছেন: শেষ লাইনের জন্য আমি দুঃখিত ,
তুলে নিয়েছি ভাই নাজমুল ইসলাম ,
আর খারাপ ভাষার কোন ব্যাাখ্যা হয়না ,
আমি খুব লজ্জিত ।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: একজন মুসলমানের ঘরে জন্ম নেয়ার ফলে সে সারা জীবন মুসলমান থাকবে এমন টা ভাবা বোকামি। জন্ম সুত্রে পাওয়া ধর্ম নিয়ে বরং আমার আপত্তি আছে। আল্লাহ মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছে ভালো মন্দের পার্থক্য বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার জন্য। একজন যখন জন্ম সুত্রে পাওয়া ধর্ম বিবেচনায় না এনে নিজের বিচার বিশ্লেষণ করে ধর্ম বেছে সেটাই আমার কাছে বরং যুক্তিযুক্ত মনে হয়। আগে মানুষ পরম্পরা নিয়েই থাকত। বাপ দাদা যা পালন করে এসেছেন তারাও তা নিয়ম মনে করে পালন করতেন। কিন্তু এখন সময় বদলেছে। মানুষ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাদের মনে নানান প্রশ্ন আসছে। সেই প্রশ্নের উত্তর যদি সে না পায়, সেক্ষেত্রে সে ভিন্ন পথে সে উত্তর জানার চেষ্টা করবে। মহান আল্লাহ কোরআন এর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর মানুষের জন্য দিয়ে রেখেছেন। এখন উত্তরসূরি মুসলমানরা যদি এই উত্তর দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে নতুন প্রজন্ম ইসলাম বিমুখ হবে সেটাই স্বাভাবিক।
ইসলামে নারীর মর্যাদা দিয়েছে সবচেয়ে বেশি। এখন যদি ইসলামের কোন ভুল ব্যাখ্যা দিয়ে আপনি বলেন, স্ত্রীকে মারা জায়েজ কিংবা নারীরা ঘরের বাইরে যেতে পারবে না, শিক্ষা গ্রহণ করতে পারবে না। তাহলে মানুষ ইসলাম এর প্রতি বিরূপ ধারনা পোষণ করবে। এই বিরূপ ধারনা পোষণ করার মুলে কিন্তু এই মুসলমান দায়ী, যিনি ভুল ব্যাখ্যা করলেন।
ইসলাম এর ভাবমূর্তি রক্ষা করার জন্য প্রথমে মুসলমানদেরই সঠিক পথে থাকতে হবে।
আপনার পোস্টের শেষ লাইন যেভাবে লিখলেন এতে করে ইসলাম এর কোন মঙ্গল হল না বরং ইসলামের ভাবমূর্তি নষ্ট করার একটা ছোট্ট কারণ হল।
১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
আজাদ মোল্লা বলেছেন: সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ ,
শেষ লাইন এর জন্য আমি দুঃখিত এবং লজ্জিত ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাসুল (সঃ) কে কাছে পেয়েও তখনকার দিনে কাফের ছিল। তাই এখন থাকাটা কোন বড় কিছু না। তবে সমস্যা হলো তারা মুসলিম নামটা বদল করে না।
১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
আজাদ মোল্লা বলেছেন: নাম যদি বদল হয় তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে ,
বড় দেশের সপ্ন শেষ যে ,
হাত পাতা বন্ধ হয়ে যাবে ,
কারণ নামটাই তো সব ওদের জন্য ,
সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৮
নাইমুল ইসলাম বলেছেন: সহমত!
শিরোনামটা যথার্থ দিয়েছেন!
আপনার লেখাটা খুব ভালো লেগেছে শুধু শেষ শব্দটা ভালো লাগেনি। ইসলাম এর দৃষ্টিকোণ থেকে আপনার ব্যবহৃত শেষ শব্দটি মোটেও আমি গ্রহণ করতে পারলাম না। দয়া করে একটু ব্যাখ্যা করবেন।
মনে কিছু নিবেন না। আপনার অন্যান্য কথা গুলোর সাথে আমি একমত!