নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

আমি একজন অতি সাধারণ ধর্মভীরু মুসলমান ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

আমি একজন অতি সাধারণ ধর্মভীরু মুসলমান। ধর্মভীরুতার কারনে আমাকে গন্ড,মূর্খ,আনসোশাল মনে করেন আধুনিক,নব্য শিক্ষিত, সুশীল সমাজ ।

(পুরো সুশীল নয় , হাতে গুনা কিছু লোক মাএ)

এতে আমি বিরক্ত কিংবা ভীত নই। কারন আমি জানি কার দৌড় কতদূর?
ইসলামের শত্রুরা জন্মলগ্ন থেকেই সত্যকে সহ্য করতে পারেননি, কিয়ামত পর্যন্ত পারবেন নাহ। নিজেদের অক্ষমতা ঢাকতে তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন তার মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে ইসলামের নামে ভিত্তিহীন, বিভ্রান্ত মুলক তথ্য প্রচার।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন পেইজ খুলে ভিত্তিহীন ভাবেই ইসলামের বিরুদ্ধে গালি-গালাজ, চটি লেখা লিখে যাচ্ছেন। তাদের এই চটি লিখনিতে আমি বিন্দু মাত্র ভীত নই, কারণ সত্যের জয় সুনিশ্চিত, মিথ্যার ধ্বংস অনিবার্য।
আমি ভয় পাই আমার মতো কিছু ইসলাম প্রিয় মানুষকে নিয়ে। যারা ইসলামের সুমহান আদর্শকে ছড়িয়ে দেয়ার বদলে ইহুদি,বিধর্মীদের মতো আচরণে ব্যস্ত, গালি-গালাজ কে হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছি।
ইসলাম আঘাতের বদলে আঘাত, হত্যার বদলে হত্যাকে সমর্থন করে কিন্তু গালির বদলে গালিকে কখনোই সমর্থন করেনা। অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি সমর্থন করেনা। ইসলাম তার আচরণেই বুঝিয়ে দেয় তার শ্রেষ্ঠত্ব।
অনলাইনে যারা ইসলামী সাইবার যোদ্ধা আছেন, ইসলাম নিয়ে লেখা-লেখি করেন এ ব্যাপারে তাদের আর একটু সচেতন ও দ্বায়িত্ববান হওয়া উচিত।
আল্লাহ আমাদের সবাইকে ইসলামী মুল্যবোধ সমন্ধে সঠিক জ্ঞাণ দান করুন আমিন।ধর্মভীরুতার কারনে আমাকে গন্ড,মূর্খ,আনসোশাল মনে করেন আধুনিক,নব্য কিছু নামে মাএ শিক্ষিতো সমাজ। এতে আমি বিরক্ত কিংবা ভীত নই। কারন আমি জানি কার দৌড় কতদূর?

ইসলামের শত্রুরা জন্মলগ্ন থেকেই সত্যকে সহ্য করতে পারেননি, কিয়ামত পর্যন্ত পারবেন নাহ। নিজেদের অক্ষমতা ঢাকতে তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন তার মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে ইসলামের নামে ভিত্তিহীন, বিভ্রান্ত মুলক তথ্য প্রচার।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন পেইজ খুলে ভিত্তিহীন ভাবেই ইসলামের বিরুদ্ধে গালি-গালাজ, চটি লেখা লিখে যাচ্ছেন। তাদের এই চটি লিখনিতে আমি বিন্দু মাত্র ভীত নই, কারণ সত্যের জয় সুনিশ্চিত, মিথ্যার ধ্বংস অনিবার্য।
আমি ভয় পাই আমার মতো কিছু ইসলাম প্রিয় মানুষকে নিয়ে। যারা ইসলামের সুমহান আদর্শকে ছড়িয়ে দেয়ার বদলে ইহুদি,বিধর্মীদের মতো আচরণে ব্যস্ত, গালি-গালাজ কে হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছি।
ইসলাম আঘাতের বদলে আঘাত, হত্যার বদলে হত্যাকে সমর্থন করে কিন্তু গালির বদলে গালিকে কখনোই সমর্থন করেনা। অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি সমর্থন করেনা। ইসলাম তার আচরণেই বুঝিয়ে দেয় তার শ্রেষ্ঠত্ব।
অনলাইনে যারা ইসলামী সাইবার যোদ্ধা আছেন, ইসলাম নিয়ে লেখা-লেখি করেন এ ব্যাপারে তাদের আর একটু সচেতন ও দ্বায়িত্ববান হওয়া উচিত।
আল্লাহ আমাদের সবাইকে ইসলামী মুল্যবোধ সমন্ধে সঠিক জ্ঞাণ দান করুন আমিন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১

সজিব হাওলাদার বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ইসলামী মুল্যবোধ সমন্ধে সঠিক জ্ঞাণ দান করুন আমিন।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ,
সজিব হাওলাদার ভাই আপনাকে ।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮

ইসলামের ইলম বলেছেন: ভাই অনেক ভাল লিখেছেন। মাশাআল্লাহ। আমিও আপনার সাথে একমত।
কে কি বলে তা দেখা আমাদের উচিত নয়।
জীবন আল্লাহ দিয়েছেন। অল্প সময়ের জন্য। যখন তাঁর ইচ্ছা হবে নিয়ে যাবেন।
এই স্বল্প সময়টুকু তিনি দিয়েছেন যেন আমরা তাঁর কথা গুলো মেনে চলি,
এভাবে তিনি আমাদের কিছুটা সুখ, কিছুটা দুঃখ দিয়ে পরীক্ষা করেন।
জানতে চান
আমাদের মধ্যে কে তাঁকে বেশি ভয় করে এবং তাঁর অনুগত।

আপনার প্রতি শুধু একটি নাসীহা
আপনি লিখেছেনঃ
ইসলাম আঘাতের বদলে আঘাত, হত্যার বদলে হত্যাকে সমর্থন করে কিন্তু গালির বদলে গালিকে কখনোই সমর্থন করেনা।

একদম সত্য কথা।

কিন্তু নিম্নোক্ত কথাটাঃ
অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি সমর্থন করেনা।
এটাকে একটু শুধু আগে পিছে করা দরকার আমার মনে হয়। আপনি প্লিজ নারাজ হবেনা না। দ্বীনি ভাই হিসেবে এটা আমার অনুরোধ।
ইসলাম যে দেশে পরিপূর্ণ প্রতিষ্ঠিত সেখানে অন্য ধর্মের মানুষেরা কিছু খাজনা এবং মুসলমানদের কোন ক্ষতি না করার বিনিময়ে নিরাপদে বসবাস করে। তখন এই ধর্মের মানুষদের মুসলমানরা কোন ক্ষতি করেনা।
কিন্তু যখন ইসলাম প্রতিষ্ঠিত নয়, এবং অন্য ধর্মের মানুষেরা তাদের ধর্মের ক্ষতি করে এবং কটুক্তি করে।
তখন তাদের সঠিক জবাব দিতে হয়। যা একজন আমীর বা আলেমরা দিয়ে থাকেন। কিন্তু এখন মুসলমান আমীরও নাই, আর আলেমরাও নিশ্চুপ। নির্দিষ্ট কিছু কথার বাইরে তারা কথা বলতে ভয় পান। যে কারনে সাধারন মুসলমানরা এসব কটুক্তির জবাব দিচ্ছেন। এবং এটা সবার ঈমানী দায়িত্ব।
তাই পর্যাপ্ত ইলম না থাকার কারনে কিছু হয়ত বেশি বলে থাকেন।
তবুও তাদেরকে আমাদের সম্মান করা উচিত যে তারা তাদের মূল্যবান কমেন্ট তো করছেন, যা বড় বড় আলেমরা করতে ভয় পান।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৮

আজাদ মোল্লা বলেছেন: একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার ,
কেন বান্ধ দালান ঘর ।
যেদিন এ কথা গুলি বুঝতে পারবে ওরা ,
সেদিন কান্না কাটি করবে হাত উঠায়া ,

মহান আল্লাহ সবাই কে হেদায়েত দান করবেন আমিন ।
আর ভয় পাবার দরকার নেই ,
যদি তোর ডাক শুনে কেউ না আসে ,
তবে একলা চলরে ।

আর যদি ঈমানি দায়িত্ব মনে করেন একবার বলবেন ,
বারবার নয় গালাগালি নয় ,
কারণ ওদের ঈমান নেই , আমাদের ঈমান আছে ,
ইনআল্লাহ আশা করি আল্লাহ আপনাকে ভালো রাখবেন ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

প্রামানিক বলেছেন: ইসলামী জ্ঞান যার ভিতরে আছে এবং ইসলামী নিয়ম কানুন যিনি পালন করেন তার দ্বারা অন্যায় কাজ কখনই হবে না।
আপনার লেখা পড়ে ভাল লাগল। ধন্যবাদ

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

ইসলামের ইলম বলেছেন: আমি আপনার সাথে একমত। গালাগালি উচিত নয়। আর গালাগালি করা মুনাফিকের লক্ষন। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতের খিলাফ।
তাই সব মুসলমানকে অনুরোধ যে আপনারা মন্তব্য করুন।
কিন্তু গালাগালি করবেন না।

আমি যে বিষয় নিয়ে পরামর্শ দিয়েছিলাম তা হলঃ
অন্য ধর্ম নিয়ে কটুক্তি।
আসলে এখন আপনিই দেখবেন, কিভাবে ইসলামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে। আর সাধারন মুসলমানরা এর প্রতিবাদ করছে। কিন্তু যেহেতু ইসলামের ফিকহ এর সকল বিষয়াদি সবার জানা নেই, যে কারনে একটু বেশি বলছে। আর এক হিসেবে এটা তেমন বড় কোন গুনাহ নয়। যখন কেউ কারো ধর্ম নিয়ে কটুক্তি করে, তখন আমাদের সবারই এর ব্যাপারে প্রতিবাদ করা দরকার। নাহলে আগে যেয়ে তা চরমে পৌছতে পারে।

তাই আমার মনে হচ্ছিল যে, আপনার এই লিখা পড়ে যারা তাদের মূল্যবান মন্তব্য করছেন তা না বন্ধ হয়ে যায়। তাই আমি এটার ব্যাপারে নাসীহা দিয়েছিলাম। জাযাকাল্লাহ

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আজাদ মোল্লা বলেছেন: অনেক দামি মন্তব্য করছেন আপনি ,
অনেক ধন্যবাদ আপনাকে ভাই ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


ইসালম একা নয়, সব ধর্মের সাথে সবকালে, বিধর্মী ও অধর্মীদের বাত-বিতন্ডা হয়েছে ও হচ্ছে।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫

আজাদ মোল্লা বলেছেন: একদিন শেষ হবে , মানুষ হতে হবে সবাই কে ,
সত্যি মানতে হবেই , গালাগালি নয় , সুন্দর কথার মাঝে হবে শেষ একদিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.