নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম -কর্ম বাদ দিয়ে ধর্মের নামে পেটপুজা ও টাকা ইনকাম সম্পূর্ণ হারাম ও ধর্ম বিকৃতির সামীল।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২



ধর্ম -কর্ম বাদ দিয়ে ধর্মের নামে পেটপুজা ও টাকা ইনকাম সম্পূর্ণ হারাম ও ধর্ম বিকৃতির সামীল।
বর্তমান পৃথিবীতে পুজি ছাড়া যে ব্যবসাটি সবচে টপে, তার নাম কি জানেন ?
মাজার ও ভন্ড পীর পুজা। হিন্দুরা পুজা করে মুর্তির অার মাজারীরা পুঁজা করে কবর ও ভন্ড পীরের। মাজারে কোন ধর্ম কর্ম নেই। যা অাছে সম্পুর্ণই বেদঅাত তথা মাজারীদের মনগড়া বানানো টাকা ইনকামের নব্য কৌশল। ধর্মের নামে মাজারীদের নব্য কর্ম -কান্ঠ কুরঅান-হাদীসে পাওয়া যায় না। অাল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। পীরের কাছে কোন কিছু চাওয়া হারাম। পীরকে সর্ব শক্তির অধিকারী মনে করা শিরক। মাজারী ও ভন্ড পীরদের থেকে সাবধান।
মাজারে টাকা দেওয়ার কথা কুরঅান-হাদীসে নেই।
একবারও কি ভেবে দেখেছেন ?
মাজারে যে টাকাগুলো দিচ্ছি তা যাচ্ছে কোথাই। কারা খাচ্ছে ?
মাজারী অাকিদা কুফুরী অাকিদা।
সুতরাং মাজার ও মাজারীদের থেকে সাবধান।
ইসলামে মাজার যদি জায়েযই হইতো তাহলে মদিনায় রাসূল সাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক হতো পৃথিবীর সর্ব প্রথম ও সর্ব শ্রেষ্ঠ মাজার।
অথচ রওজা মোবারকের পাশে হাত তুলে দোয়া করাও নিষেধ।
আজকের দিনে কি হচ্ছে এসব ?
ভাবতে পারিনা কেন এমন টি হয় ?
মুখে সাচ্ছা মুসলিম , ঈমানী আকিদা থাক বা না থাক তাহাতে কি আসে যায় ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

নতুন বলেছেন: বর্তমান পৃথিবীতে পুজি ছাড়া যে ব্যবসাটি সবচে টপে, তার না কি জানেন ?
মাজার ও ভন্ড পীর পুজা।


২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

আজাদ মোল্লা বলেছেন: অনেক দিন পড়ে আমার বাড়ি ,
কেমন আছেন ভাই ?

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

রাজীব বলেছেন: অসাম একটা ছবি দিসেন।

আমার তো এখনি নাইমা পরতে ইচ্ছা করতাছে।
চলেন পার্টনারশীপে একটা মাজার ব্যবসা শুরু করি।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই রাজিব ।
ইচ্ছা থাকলে নামতে পারেন ,
তবে হিসাব করবেন প্রথমে ,
আমার কিন্তু ইচ্ছা আছে আসেন দুই জন এক সাথে ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

নতুন বলেছেন: ভালই আছি ভাই। ধন্যবাদ...

জনগনকে সচেতন করা দরকার নতুবা সব ধান্দাবাজেরা ধমের নামে প্রতারনা করতেই থাকবে।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

আজাদ মোল্লা বলেছেন: ভাই সাধারণ মানুষ কবে বুঝতে পারবে জানিনা ,
তবে হয়ে যাবে একদিন ,
ভাগ্যের ভাগি কেউ হবেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.