![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদ্দাম হুসেনকে যখন ফাসী দেয়া হয় তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রি ছিলেন প্রনব মুখার্জি। অত্যন্ত কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সে সময়। ভারতের পার্লামেন্টে নিন্দার ঝড় উঠেছিল। উল্লেখ্য, সাদ্দাম হুসেনকে ভারত 'বন্ধু' মনে করত। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার জন্য সারা পৃথিবী ক্যাম্পেইন করে বেড়িয়েছেন। সোভিয়েত রাশিয়া সে সময় ভারতের সাথে বন্ধুত্বের মর্যাদা রেখেছিল- আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে।
বিশ্ব রাজনীতিতে এমনটি হরহামেশাই দেখা যায়। আমেরিকাকে উত্তর কোরিয়া ভয় পায় না। কারন জানে চীন তাকে সমর্থন দিবে। সিরিয়ার বিপক্ষে যেকোন যুদ্ধ প্রস্তাব ভেটো দেবার জন্য রাশিয়া প্রস্তুত। ইরান খুব সুনির্দিষ্ট করে রাশিয়ান আর ইস্রায়েল সরাসরি মার্কিন লবী ফলো করে। মিয়ানমারের সামরিক জান্তারা শুধু চীনের ভরসায় এত দিন ক্ষমতায় রয়ে গেল। যে দেশগুলোর হাতে খুব বেশি ক্ষমতা নেই তারা সাধারনত চুপ থাকে।
পৃথিবীতে একমাত্র বেঈমান দেশ হচ্ছে - পাকিস্তান। পারমাণবিক শক্তির দেশ, অথচ কোন সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি নেই। তালেবানদের একমাত্র মিত্র ছিল তারা, এমনকি তালেবানদের যে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে পাকিস্তান একটি। অথচ ডলারের লোভে পাকিস্তান ই তাদের ধ্বংসে মূল ভূমিকা রাখে। গাদ্দাফি- যার নামে পাকিস্তানে একটি স্ট্যাডিয়াম আছে, তাকে নির্মমভাবে হত্যার পরও পাকিস্তান কোনো রিএকশন দেখায় নি। পাকিস্তান একটি দেশ যার কোনো প্রতিবেশীর সাথে সদ্ভাব নেই। নতুন আফগানরা পাকিস্তানের চেয়ে ভারতের সাথেই সম্পর্ক রাখতে বেশি আগ্রহী। ৭১ সালে আমেরিকা পাকিস্তানের চেয়ে অনেক বেশি অস্ত্র বিক্রি করেছে ভারতের কাছে। নেপালে ভুমিকম্পের পর পাকিস্তান গরুর মাংস পাঠিয়েছিল ত্রাণ হিসেবে।
এ দেশটি সৃষ্টি হয়েছে- মুসলিম জনগোষ্ঠীর জন্য স্বতন্ত্র ভুমির প্রতিশ্রুতি দিয়ে। পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যারা পারমাণবিক শক্তিধর। কিন্তু জন্ম থেকে আজ পর্যন্ত কেউ একটা উদাহরণ দিতে পারবে না যে তারা মুসলমানদের জন্য কিছু একটা করেছে। তারা সবসময় খবরে আছে, তবে নিগেটিভ খবর দিয়ে।
তাই এ দেশ তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে- এটা একটু বেশিই আশা করা হয়ে যায়। আমাদের উচিৎ এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। ইসলামাবাদে হাই কমিশন রাখার চেয়ে ত্রিনিদাদে হাইকমিশন রাখা ভাল। অন্তত কৃকেটে কাজে আসবে!
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
আজাদ মোল্লা বলেছেন: সুন্দর কথা , সম্পর্কের দরকার হবেনা ,
পাকি দের সাথে , ওরা আমাদের তেমন কোনো কাজে আসেনা ।
ধন্যবাদ ভাই নতুন আপনাকে ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
অতঃপর হৃদয় বলেছেন: সহমত
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
আজাদ মোল্লা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ আপনাকে ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
সাদী ফেরদৌস বলেছেন: সহমত
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
আজাদ মোল্লা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ আপনাকে ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
মা গো ভাত দাও বলেছেন: লেখক বলেছেন, এ দেশটি সৃষ্টি হয়েছে- মুসলিম জনগোষ্ঠীর জন্য স্বতন্ত্র ভুমির প্রতিশ্রুতি দিয়ে। পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যারা পারমাণবিক শক্তিধর। কিন্তু জন্ম থেকে আজ পর্যন্ত কেউ একটা উদাহরণ দিতে পারবে না যে তারা মুসলমানদের জন্য কিছু একটা করেছে। একমত। মুসলমানদের জন্য কিছু করার জন্য সৎ সাহস লাগে সেটা পাকিদের নেই। তাই বলে কূঠনৈতিক সম্পর্ক ছিন্ন করা আমার মতে ঠিক হবে না। ধন্যবাদ
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
আজাদ মোল্লা বলেছেন: কূঠনৈতিক সম্পর্কের কি দরকার বলবেন কি আমায় ???
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
রানার ব্লগ বলেছেন: পাকিস্থানের সাথে সকল ধরনের যোগা যোগ এখনি বন্ধ করা উচিৎ আর ভারোত কে এই বলে সাবধান করা উচিৎ যদি তাদের সীমান্ত দিয়ে একজনও পাকি ঢোকে এর জবাব ভারত কে দিতে হবে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
আজাদ মোল্লা বলেছেন: প্রথমেই ভারতীয় টিভি গুলো বন্ধ করতে হবে ,
আর পাকিস্তানের সাথে যোগাযোগ রাখার মানে আছে ,
আমি মনে করি না
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
হোসেন মালিক বলেছেন: পাকিস্তান জনসাধারণ বেশ ভালো, ওদের সরকারগুলোই একটু ত্যাড়া।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
আজাদ মোল্লা বলেছেন: ভাই হোসেন মালিক , আপনি কতো জন সাধারণ পাকিস্তানী কে চিনেন ,
বলবেন আমায় কি ??????
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: যাকে দেখতে নারি তার চলন বাঁকা, সেই অর্থে পোস্ট সুন্দর হয়েছে। এখানে মন্তব্য করার সমস্যা হলো, পোস্টের বিপক্ষে গেলে পাকিস্তানের পক্ষে যেতে হয়।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
আজাদ মোল্লা বলেছেন: পাকিস্তানের সাথে থাকেন সমস্যা নেই ,
কিন্তু সত্য বলতে হবেই ,
তাই নয় কি ?
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
যোগী বলেছেন:
এই পোষ্টেও অনেকগুলো পাকিস্থানি দালাল দেখা যাচ্ছে। তারা পাকিস্থিদের দালালি করে কারন তারা বাংলার জারজ সন্তান। যেমন হোসেন মালিক, বাবু<বাবুয়া<বাবুই
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
আজাদ মোল্লা বলেছেন: যোগী ভাই প্রথমেই ধন্যবাদ আপনাকে , এই প্রথম এলেন বলে , কেমন আছেন ?
দালাল ফালাল আমি বলবোনা , যাহা ওনাদের মনে লয় , সত্যি চিরকালের জন্য সত্য নয় কি ?
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
যোগী বলেছেন:
ভালো থাকতে পারিনা রাজাকারের বাচ্চাদের দেখলে শরীরের মধ্যে রি রি করে উঠে। এখন পর্যন্ত ঐ হারামিগুলা পাকিস্থানের দালালি করে যাচ্ছে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
আজাদ মোল্লা বলেছেন: বাংলাদেশের মাঝে , গ্রামে গ্রামে হাজার হাজার রাজাকার ঘুরে , মারবেন কতো , ধরবেন কতো ?
মানতে হবে কিছু টা , তবে ছেড়ে নয় ধরে রেখে ।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী পাকিস্তান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র, অর্থাৎ আমরা সবাই পাকিস্তানের সাথে আছি । পররাষ্ট্রনীতি কেন এমন হয় এটা বুঝতে হবে।
আওয়ামীলীগ ক্ষমতাই আসার আগে পর্যন্ত "কোনো প্রতিবেশীর সাথে সদ্ভাব নেই" এই কথাটা ভারতের জন্য প্রযোজ্য ছিল, এখন একমাত্র বাংলাদেশ নামক প্রতিবেশির সাথে তার সম্পর্ক ভাল। এখানে প্রসঙ্গ ভারত নই তাই আর বেশী কিছু বললাম না। পাকিস্তান-ইরান সম্পর্ক খারাপ কিভাবে জানিনা। তালেবান-পাকিস্তানের সম্পর্ক এতো সহজ বিষয় নয়।
পোস্টের বিষয় আন্তর্জাতিক/আঞ্চলিক রাজনীতি/পররাষ্ট্রনীতি বলে মনে হয়েছে তার পরও যে সন্দেহ টা ছিল তা'ই হলো, পোস্টের ভিতর রাজাকার ঢুকে গেল। কেন ঢুকল যোগী ভাল বলতে পারবে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
আজাদ মোল্লা বলেছেন: বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী পাকিস্তান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র, অর্থাৎ আমরা সবাই পাকিস্তানের সাথে আছি । পররাষ্ট্রনীতি কেন এমন হয় এটা বুঝতে হবে।
আপনার একথা গুলি আমি এক জন বাংলাদেশী হিসেবে মানতে পারছি না ,
পাকিস্তান আর বন্ধু দেশ হাসি কথা নয় কি ?
যদি বাংলাদেশী সংবিধান বলে পাকিস্তান বন্ধু রাষ্ট্র ,
তবে আমি চার রাস্তায় দাঁড়িয়ে বলবো ,
বাংলাদেশী সংবিধান মানিনা মানবোনা ,
পাকিস্তান আর বন্ধু ?
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
মা গো ভাত দাও বলেছেন: পাকিস্তানের এ দেশকে যা জ্বালানোর তা ৭১ পর্যন্ত জ্বালিয়েছে। আর জ্বালাবার সুযোগ নেই। তাই তাদের সম্পর্ক রাখা আর না রাখা তেমন গুরুত্বপূর্ণ নয়। আর এখন পাকিদের দালাল হবার কোন সুযোগও নেই। তা ৭১ এ পাকিদের দালালরা দালালি করার সুযোগ হারিয়েছে। এখন আমাদের যারা বেশি ক্ষতি করছে বা লুটে পুটে খাচ্ছে বা যাদের দালাল হবার সুযোগ আছে তাদের কথা ভাবুন। নিজের অজান্তে তাদের দালাল হইয়েন না। ভালো থাকবেন ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭
আজাদ মোল্লা বলেছেন: সুন্দর কথা ,
আমরা বাংঙ্গালী কারও দালালি মানিনা ,
এ বাংলায় দালাল দের জায়গা হবেনা ,
হোক সরকার ও বিরোধী দল ,
আর আমরা ৭১ নিয়ে কিছু লিখলেই যে বতমান সরকার দলিও দের সাথে এমনটি নয় ,
আমরা নতুন , চাই কিছু পরিবর্তন ,
আওয়াজ উঠতে হবে একসাথে ।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই প্রাামাণিক ।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
তুষার কাব্য বলেছেন: সহমত জানতে এলাম ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই ।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
ভীমরুলের হুল বলেছেন: খাসা কয়েছেন ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই ।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
নতুন বলেছেন: সারা দুনিয়ায় এতো দেশ আছে.... মাত্র ২টা দেশের সাথে সম্পক না থাকলে কিছুই হবেনা।
এটা ইসরাইল এর সাথে আমাদের সম্পক নেই....আরেকটা বাড়ালে সমস্যা নাই...