![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে ভন্ড পীরদের কিছু বিচিত্র নাম।
--------------------------------------------------------
এসব নাম থেকেই তাদের পরিচয় মিলে যে, তারা আসলেই ভন্ড। আর কত ভন্ডামী করবে বলা যায় না ।
আমি কিছু সংগ্রহ করেছি। আপনাদের এরকম কোন বিচিত্র নাম জানা থাকলে কমেন্টে বলতে পারেন.....
→ঝিনজি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
→হেইত হইত ও হেঁহু ফকির শাহ্, আনোয়ারা, চট্টগ্রাম।
→গুই বাবা শাহ্, পটিয়া, চট্টগ্রাম।
→লতা শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
→কাতাল শাহ্, পটিয়া, চট্টগ্রাম।
→গুনাগার আলী শাহ্, সাতকানিয়া, চট্টগ্রাম।
→পেটান শাহ্-১, বাঁশখালী, চট্টগ্রাম।
→পেটান শাহ্,-২, লোহাগাড়া, চট্টগ্রাম।
→জঙ্গি শাহ্, বাদুরতলা, চট্টগ্রাম।
→গাট্টি ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।
→মা'জুর অলি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
→বাঘ শাহ্ ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।
→ডলম পীর, বাঁশখালী, চট্টগ্রাম।
→কল্লা শাহ্, খরমপুর, বি. বাড়িয়া।
→লুদত শাহ্ কুটান্দর, সায়েস্তাগনজ।
→টংটং শাহ্, লাখাই, হবিগনজ।
→উলু শাহ্, কালাপুর, চুনারুঘাট।
→পতুশাহ্, কালাপুর, চুনারুঘাট।
→বেজি শাহ্, পটিয়া,চট্টগ্রাম।
→কালু শাহ্, হাটহাজারি, চট্টগ্রাম।
→পানি শাহ্, চট্টগ্রাম।
→বদনা শাহ্-১, হাটহাজারি, চট্টগ্রাম।
→বদনা শাহ্-২, প্রবর্তক, চট্টগ্রাম।
→বালু শাহ্, চট্টগ্রাম ।
→পাগলা শাহ্, ফেনী।
→ভেনভেনিয়া শাহ্, চট্টগ্রাম।
→ফাইল্লা পাগলা শাহ্, সখিপুর, টাঙ্গাইল।
→পাঙ্খা বাবা,মহনগঞ্জ।
→লেংটা বাবা, ধর্মপাশা, সুনামগঞ্জ।
→মাস্তান শাহ্, দূর্গাপুর, নেত্রকোনা।
→ছাওয়াল (বাচ্চা) পীর, শেরপুর, ঢাকা।
→লেডির কান্দা,পূর্বাধলা, নেত্রকোনা।
→শাখা মাজার, চট্টগ্রাম।
→নিদর্শন দরবার, চট্টগ্রাম।
→গাঁধা শাহ্।
→ননুশাহ, সন্দীপ, চট্টগ্রাম
জহির শাহ। বাউফল,পটুয়াখালী।
কোকোনাট বাবার মাজার...
মোহছেন আউলিয়ার মাজারের পাশে...
রাজার বাঘ দরবার শরীফ
কুতুববাগ দরবার শরীফ
চিল্লা শাহ ,, পটিয়া। নারী খুর শাহ, কল কাতা।
ডলম পির গুনাগরি বদনা শাহ্ চকবাজার
বিরি বাবা শাহ
গোলাপ শাহ. গুলিস্থান, ঢাকা ।
শাহজী,চান্দগাও,চট্টগ্রাম।
ডাইল,চাইল,সিলেট।
হবিগনজে ডাইলা শাহ
টেক্সি ফকির-চট্টগ্রাম।
বালতি শাহ, সিলেট।
লেংলেং শাহ, সুনামগঞ্জ।
কালু শাহ মিরসরাই চট্টগ্রাম
গরম বিবি শাহ, দামপাড়া পুলিশ লেইন চট্রগ্রাম
বোতল শাহ্, পটিকছড়ি, চট্রগ্রাম।
→পাতা শাহ, বড়লেখা, মৌলভীবাজার।
→কাবেরি শাহ, বড়লেখা, মৌলভী বাজার।
→কেতলি শাহ, কোলাউড়া, মৌলভী বাজার।
→পাঁচ পীরের মাজার, বিয়ানীবাজার, সিলেট।
→চাচা পাগলা, বগুড়া।
→চরম শাহ্, বরিশাল।
নাম গুলো কিন্তু অনেক সুন্দর ?
সংগ্রহ গুগল
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
আজাদ মোল্লা বলেছেন: এক নাম্বার কথা বলেছেন গাজী ভাই ।
নাম ধারি শয়তান তাহারা ।
মানুষের কোন উপকার করবেনা , খতির বেলায় সোলো আন্না। ধন্যবাদ ভাই ভালো আছেন আশা করি ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১
রক্তিম দিগন্ত বলেছেন: হেইত হইত ও হেঁহু ফকির শাহ্ এইটা নাম?
খাইছে!! ভক্তরা কী ডাকে উনাকে?
'হেইত হইত ও হেঁহু ফকির বাবা'? না অন্য কিছু?
লেডির কান্দা - বেশ স্মার্ট। পীর বাবাজি বেশ স্মার্ট দেখছি নামের দিক দিয়ে।
বিরি বাবা শাহ - নিশ্চয় ক্যান্সারের প্রতিকার করেন তিনি বিরি ফূঁকে ফুঁকে! নামেই তো প্রমাণ।
কেতলি শাহ - এই বাবা নিশ্চয় পীর হওয়ার আগে চায়ের দোকানী ছিলেন। কেতলি নাড়তে নাড়তে কেতলি বাবাই হয়ে গেলেন।
চিল্লা শাহ ,, পটিয়া - বাবা হওয়ার আগে, রাজনীতিবীদ ছিলেন নিশ্চিত। চিল্লায়া চিল্লায়া পটাইতে তারাই এক্সপার্ট।
নারী খুর শাহ - ইয়ে ইনার সম্পর্কে মন্তব্য করলে তা অসঙলগ্ন হইতে পারে। মনে নারীদের খুরের আইমিন জুতার কোম্পানীতে এই বাবা আগে চাকরী করতেন।
বাকি নামগুলো বিশ্লেষণ করলাম না। পরেদের জন্য রাইখা দিলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২
আজাদ মোল্লা বলেছেন: দিগন্ত ভাই ধান্দা বাজ লোক একটু স্মাট হয়ে থাকে ,
ধান্দা চালাতে হবে তো , আর আপনার বিশ্লেষণ অনেক সুন্দর হয়েছে । ভালো থাকবেন ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩১
গেম চেঞ্জার বলেছেন: হেঁহু ফকির শাহ, পেটান শাহ্, টংটং শাহ্, উলু শাহ্, বদনা শাহ্, নারী খুর শাহ, লেংলেং শাহ, কেতলি শাহ
আচ্ছা হেঁহু শাহরে কিরাম ডাকে?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
আজাদ মোল্লা বলেছেন: ভাই ওনার ভক্ত বিন্দু ভালো বলতে পারবে ,
আমি বলতে পারছিনা বলে দুঃখিত ,
যেমন লোক তেমন নাম ।
ভালো আছেন আশা করি ।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন: গেমু ভাই - আমার মনে হয় হাঁপানির রোগীর মত কইরা ডাকে... 'হেহ হেহ হেহু! বাবা!!! হেহ হেহ হেহু! বাবা!!! হেহ হেহ হেহু! বাবা!!!'
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
আজাদ মোল্লা বলেছেন: ভাই আপনার মন্তব্য পড়ে অনেক হাসি আসছে হা হা ,
বাবা নয় এরা সবাই হাবা , দেশের মানুষ গুলো কে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে এরা ।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭
গেম চেঞ্জার বলেছেন: এতোদিন কুথায় লুকিয়ে ছিলে?(পোস্টেরে কই ভাই, টেনশন নিয়েন না)
রক্তিমভাই, এইটা মজার একখান পোস্ট + দেন কুনু কথা নাই।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
আজাদ মোল্লা বলেছেন: লুকিয়ে রাখিনী ভাই , যাহা মাএ কাজ শেষ পোস্ট করেছি , আর মজার পোস্ট তখন হবে যখন আপনার আসবেন ।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪
রক্তিম দিগন্ত বলেছেন: এইডাতে পরথম প্লাসটা কিন্তু ভাই আমিই দিছি। আপনে এইবারে পিছায়া গেছেন!!
এই পোষ্টে মজা করা যাইতো - যদি এখন ব্লগার সংখ্যা বেশি থাকতো।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে , আর আমি নিজেই তো দৌড়ের উপরে আছি , হাতে একটু সময় নেই ,
মজা হবে সময় করে ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩
কবি এবং হিমু বলেছেন: এ নামগুলো যে কোথা থেকে আসলো বা কাদের মাথা থেকে কেবল আল্লাহ জানে।তবে যারাই করুক না কেন এটা যে তাদের মনগড়া সেটা ভালই বুঝা যায়।কারন ওলী-আওলীয়াদের নামগুলো অনেক অনেক সুন্দর জানি।পোস্টা পড়ে অনেক নাম জানতে পারলাম।চট্টগ্রাম জেলা তো দেখা যায় অনেক এগিয়ে
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮
আজাদ মোল্লা বলেছেন: হিমু ভাই ধন্যবাদ আপনাকে , হাকানি ওলী দের নাম গুলি অনেক সুন্দর হয়ে থাকে , চট্টগ্রামে পিড় ফকিরের মাঝার অনেক বেশি তাই নাম আসে বেশি বেশি ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২০
সেলিম মোঃ রুম্মান বলেছেন:
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১
আজাদ মোল্লা বলেছেন: রুম্মান ভাই কিছু বলতে গিয়ে ভুলে গেলেন বুঝি ,
ব্যাপার না পড়ে বলতে পারবেন ।
ধন্যবাদ আপনাকে ।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
রিকি বলেছেন: ঝিনজি শাহ্--- চাইনিজ লোক ছাড়া চোখে দেখতে পায় না
হেইত হইত ও হেঁহু ফকির শাহ্--- হেইতে হেহু ফকির তাড়ায়
গুই বাবা শাহ্, পটিয়া, চট্টগ্রাম--- গুই সাপরে তাবিজ দেয়
লতা শাহ্--- এটা লতা পাতার ইউনানি দাওয়ায় নিয়ে বসে থাকেন !!
কাতাল শাহ্-- আমাদের রক্তিম দিগন্ত ভাইয়ের এই পীর বাবা সাহায্য করতে পারে হয় খুন করতে নাহলে কাতলা মাছ ধরতে !!!
গুনাগার আলী শাহ্--- এ বান্দা নিজেই নিজের ব্যাপারে কনফিউজ, আমি বলবো কি !!!
পেটান শাহ্-১, --- উনি প্রথমবার পিটানতে কাজ হবে এই হেতু তাবিজ দেন !!!
পেটান শাহ্,-২--- উনি কুপিয়ে মারার তাবিজ দেন !!!!
জঙ্গি শাহ্--- এই পীর বাবার চেলা হয়ত আন্তর্জাতিক পর্যায়ে যায় অলিম্পিক জিততে !!!!
গাট্টি ফকির--- এই ফকির ইনসিকিউরিটি নিয়ে ফকিরান্তি করেন না, গিঁট বেঁধেই করেন !!!
মা'জুর অলি শাহ্-- খাজুর দেন তাবিজে !!!!
বাঘ শাহ্ ফকির--- সুন্দরবনে যে কয়টা বাঘ আছে, ইনার কাছ থেকেই মনে হয় দোয়া-দরুদ পড়া তাবিজ নিয়ে গেছে !!!
ডলম পীর--- রাস্তা সারাইয়ের কাজ করে কিনা জানিনা !!!!
কল্লা শাহ্-- কল্লা ফেলাই দেয়ার জন্য, উনার বিকল্প নাই !
লুদত শাহ্--- লুল মার্কা নাম দেখে, কি বুঝবো, কি করে !!!
টংটং শাহ্--- ঘণ্টা বাজিয়ে দেয় !!!
উলু শাহ্--- মহা উল্লুক থেকে তার এমন নামকরণ হয়েছে !!!!
পতুশাহ্--- ফতুর গ্রুপের মেম্বার যাইতে পারেন !!
বেজি শাহ্-- আপনি কি বেজির উৎপাতে অতিষ্ট্ , আপনার বাড়িতে পাখির বাচ্চা রাখছে না, সাহায্যের জন্য আছে বেজি বাবা !!!!
কালু শাহ্--- চুন মেরে নিজেকে ফর্সা বানাতে ব্যর্থ হয়েছেন !!!
মিসকিন শাহ্--- ইনি শুধু বিশিষ্ট একটা শ্রেণীর জন্য নিবেদিতপ্রাণ !!!
গরিব শাহ্--- উনার কাছে গেলে আর কিছু না হলেও নারকেলের মালয় হাতে ধরবেন, সময় সাপেক্ষে !!!
পানি শাহ্-- উনি এনভাইরোমেন্ট ফ্রেন্ডলি বাবা !!!
বদনা শাহ্-১-- আরএফএলের প্রোডাক্ট ছাড়া ব্যবহার করেন না !!!
বদনা শাহ্-২-- রিসাইকেল করা প্ল্যাস্টিকের জিনিস ব্যবহার করেন !!!
বালু শাহ্--- আশেপাশে বালু, লাগিয়েছে আলু !!!! উনি বালু চর্চা করেন !!!
পাগলা শাহ্--- জগতের সবাই পাগল, ইনি ছাড়া !!!!
ভেনভেনিয়া শাহ্-- কি করেন, উপরওয়ালাই জানে !!!
ফাইল্লা পাগলা শাহ্--- সিরিয়াস টাইপের পাগল বানান, ছোট খাট ডিসঅর্ডার না !!!
পাঙ্খা বাবা--- ইনি, মমতাজ আপার পাঙ্খা পাঙ্খা গান শুনে, নিজের নাম পাঙ্খা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন !!!
লেংটা বাবা--- ইনি হাওয়া/ বাতাস খেতে ভালবাসেন !!!!
মাস্তান শাহ্--- ইনার কাছে সুপারি নিয়ে যেতে হয় !!!
ছাওয়াল (বাচ্চা) পীর--- বড় হবে কবে, জাতি জানতে চায় ???
লেডির কান্দা--- লুল পীর !!!
গাঁধা শাহ্--- ইনি নিজের প্রকৃতি, বৈশিষ্ট্য অস্বীকার করতে নারাজ !!!
ননুশাহ-- গুরুচণ্ডালী দোষ সম্পন্ন !!!
জহির শাহ-- নামে বাদশা, কাজে ঠোঙ্গা !!!
চিল্লা শাহ -- চিল্লা্ চিল্লানো ছাড়া তোগো আর আছে কি !!!
নারী খুর শাহ--- ঘোড়াকে নারী দেখা বাবা এটা !!!!
ডলম পির গুনাগরি বদনা শাহ্ ---- এটার কাছে গেম ভাইয়াকে পাঠানো লাগবে, নামটা তার পক্ষেই উদ্ধার করা সম্ভব !!!
বিরি বাবা শাহ --- এটার কাছে রসি ভাইকে পাঠানো লাগবে, বিড়ি বিড়ি বিড়ি করা বাইর হইয়া যাইব !!!
গোলাপ শাহ--- গুলাব ফুলের সার সাপ্লায়ার !!!
ডাইলা শাহ--- এ ডাইল খায় (ফেন্সি) !!!
টেক্সি ফকির--- ফকির হয়েছে তো ট্যাক্সি নাম কেন ??
বালতি শাহ--- বালতি নিয়ে সাহসী ভাইরে পাঠানোর দাবী জানায় !!!!
লেংলেং শাহ-- ল্যাং মারে, ওটাই তাবিজ !!!
গরম বিবি শাহ---আগে হালিমের দোকান চালাতো, গরম শব্দ ভুলতে পারেনি !!!!
বোতল শাহ্--- এর পুত্তরের নাম ভাঙ্গা শিশি !!!
পাতা শাহ-- নিজের ফুড হ্যাবিট স্বীকার করেছে, এটাই না কত !!!
কাবেরি শাহ--- সিনেমায় নেমেছিল কোনসময়, পীরের ক্ষেত্রে ব্র্যান্ড নেম এর আগে দেখিনি !!!
কেতলি শাহ--- বালতি শাহ এর দূর সম্পর্কের পাড়াতুতো ভাই !!
চাচা পাগলা--- চাচা পাগলা হলে, চাচী কি হেমায়েতপুর থেকে যাওয়া ডাক্তার !!!!
চরম শাহ্--- এটা সব কিছুই চরম পরিমাণের----বাটপার, চোর, ভণ্ড !!!!
সবশেষে পোস্টদাতা ভাই, কিছু মনে করেন না একটু মজা করলাম। পোস্টে চরম শাহ, লেংলেং টাইপ বালতি ভর্তি মজা পেয়েছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
আজাদ মোল্লা বলেছেন: আপনি যে ভাবে ওনাদের নামের ব্যাখ্যা করে ছেন ,
মজা তো আমি পেলাম , অনেক সুন্দর মন্তব্য আপনার ,
একধম ফাটাফাটি হয়েছে ।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
স্ট্রিঙ্গার বলেছেন: পাদগাজী বর্বর গুরুপীরের নাম লইলেন না জনাব? এই যে জাইনা নেন বিস্তারিত
নতুন এবং পুরাতন ব্লগারদের জন্য আজকে বিশেষ নাটকের সুচনা পর্বে হাজির করবো একজন সিতারা-এ-ছাগু পদকপ্রাপ্ত বাল ক্যাটাগরীতে নিজেকে উন্নীত করতে সাফল্যের সাথে সক্ষম হওয়া সেলিব্রিটি বালগার পাদ্গাজী কে। যারঃ
প্রধান খাদ্যঃ কাঠালপাতা (পাকিস্তানী ঔরসজাত নামীদামী ছাগল বইলা কথা। প্রিয় না হইয়া যাবে কই?)
প্রধান শখঃ যেইখানে সেইখানে ল্যাদানো (ছাগলের যা কাজ, সর্বজনবিদিত)
প্রিয় ডাকঃ বকবক চকচক (ব্লগে এই ডাক না দিলে উনার পেটে গ্যাসের সমস্যা হয় )
প্রিয় সঙ্গীনিঃ জনৈকা মুরগী (তাই উনি কমেন্টে থাইকা থাইকাই মুরগী শব্দটি ব্যবহার করেন প্রেয়সী মুরগীকে মনে করার আপ্রান চেষ্টায়। পোস্টকারী সবাই উনার চোখে ধরা দেয় মুরগী রুপে)
প্রিয় শব্দঃ পায়খানা ( যেই জিনিসটা উনি মুখে নিয়া বইসা থাকেন, মুখ দিয়া উগড়ান এবং আরেকটা অন্যতম প্রিয় শব্দ। পায়খানা না হইলে উনার চলেই না । কথায় আছে, যার মনে যা, ফাল দিয়া উঠে তা। )
স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিরলসভাবে করা কাজঃ বানান ভুল ( এই বানান ভুল ধরার কাজেও উনি বিশেষ পারদর্শী, আর এইটা ধরানর কাজেও উনি একের পর এক ভুল বানান পশ্চাদদেশ দিয়া প্রসব করতেই থাকেন। )
প্রিয় পোষাকঃ বাল ছাল (বাল ছাল বলতে বলতে আর ছিড়তে ছিড়তে উনার সব বাল ছালই উঠাইয়া ফেলছেন। সেইটা দিয়া বানাইয়া ফেলছেন পোষাক। উনি খুব প্রকৃতিপ্রেমীও কিনা। )
প্রিয় যুগঃ বর্বর + প্রস্তর যুগ (উনার ধারনা ব্লগারেরা প্রায় সবাই বর্বর যুগে বাস করে। নিজে সেইযুগের মায়া কাটাইতে পারেন নাই তো, তাই বোধ হয় )
প্রিয় ধারনাঃ ব্লগের সবাই গর্ধব, মগজবিহীন। ( পাকী বীর্য্য পরিপুর্ন মগজ দিয়া অন্যের মগজের আন্দাজ লাভ করা উনার পক্ষে অসম্ভব কিনা )
মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার সম্পর্কে ঐতিহাসিক দাবীঃ ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ, এইসব কিছু ছিলো না। (এবং রুমির মাথায়ও নাকি মগজ ছিলো না, তাই মারা গেছেন )
জেড ফোর্স বলে স্বাধীনতা যুদ্ধে কিছু ছিল না। উহা আগস্টেই বাতিল হয়। ( যা উনার মত নীলক্ষেত সার্টিফায়েড কিছু ছাগু ছাড়া আর কেউ জানতো না। কারন উনি নিজেরেও জেডের মুক্তিযোদ্ধা দাবী করেন। যেই ফোর্স ছিলই না উনার মতে, ওই ফোর্সের মুক্তিযোদ্ধা হয় কিভাবে? )
শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারেন নাই। (সবকিছু যেহেতু এই ছাগু বুইঝা বইসা ছিলো, অন্যরা বুঝবার মত কিছু বাদ রাখেন নাই তো উনি )
হ্যা ভাইলোগ, ইনি সেই বিখ্যাত ইস্টার কালাকার বলগার পাদগাজী, যার এক পোস্টের পর পর আমাদের জনপ্রিয় আরেক ব্লগার হাসান ভাই লিখেছিলেন শ্বাশত এক বানী যার বাইরে উনার ব্লগিঙ্গকে অন্য কোন উপমায় বিশেষিত করবার কথা আপাতত মাথায়ই আসতেছে না।
"
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ্যপান, ... বিষন্নতা ..... অবশেষে একটি 'বালপোষ্ট'
"
হ্যা ভাইয়েরা আমার, বোনেরা আপনার, আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করা হবে নাটকের পরবর্তী পর্ব সমুহ। সংক্ষিপ্ত পরিচিতির বাইরে যার মাধ্যমে আপনারা জানতে সক্ষম হবেন ধর্ম সম্পর্কে উনার বিখ্যাত উক্তিসমুহ। কিভাবে কবিতা পইড়া উনি বইলা দিতে পারেন কারো চেহারা গাধার মতন, আওয়ামীরা জানতে পারবেন উনি তাদের নেত্রী হাসিনা সম্পর্কে কি বলছেন, খালেদার ব্যাপারে আমার কোন বক্তব্য নাই, একটূ ঢু দিলেও এই ব্যাপারে ভালোই জানবেন। এই ব্যাপারে উনি ভালোই লিখেন, উপভোগ্য।
অপেক্ষায় থাকুন। স্টে টিউনড ফর দ্যা নেক্সট এপিসোড
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
আজাদ মোল্লা বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুশি হতে পারলাম না ,
ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন ।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
আনোয়ার ভাই বলেছেন: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি মোড়ে রয়েছে জনৈক কারেন্ট শাহ এর মাজার। লোক মুখে শোনা যায়- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা যায়। এরপর কারেন্ট শাহ নাম দিয়ে সরকারি জায়গায় মাজার তৈরী করে কিছু লোক।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২
আজাদ মোল্লা বলেছেন: আপনার অনুমতি পেলে মুল পোস্টে কারেন্ট শাহ এর নাম দিতে পারি , মন্তব্য এর জন্য ধন্যবাদ আপনাকে ।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
আজমান আন্দালিব বলেছেন: আমাদের এলাকায় আছে আতুঁড়ী শাহের মাজার।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
আজাদ মোল্লা বলেছেন: আপনার অনুমতি পেলে মুল পোস্টে আতুড়ী শাহ এর নাম দিত পারি , মন্তব্য এর জন্য ধন্যবাদ আপনাকে ।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
রক্তিম দিগন্ত বলেছেন: কাতাল শাহ্-- আমাদের রক্তিম দিগন্ত ভাইয়ের এই পীর বাবা সাহায্য করতে পারে হয় খুন করতে নাহলে কাতলা মাছ ধরতে !!!
রিকিপু, আমার গলায় কাতলা মাছ ঝুলাইতে চায় ক্যান???
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
আজাদ মোল্লা বলেছেন: কাতল মাছ খেতে ভারী মজা ।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
রিকি বলেছেন: দিগন্ত ভাই, আপনাকে ফুঁ দিয়ে কাতল মাছ ধরার পন্থা বাতলিয়ে দিবে তাই!!! দেখেন, নামের ব্যাখ্যা করেই দিয়েছি, আপনার আর কাউকে পছন্দ হলে যেতে পারেন!!!
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
ফেরিওয়ালা দাদা বলেছেন: সব দেখি চট্রগ্রামের
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০
আজাদ মোল্লা বলেছেন: দাদা ভাই চট্টগ্রাম একটু এগিয়ে আছে এই আর কি ,
মন্তব্য এর জন্য ধন্যবাদ আপনাকে ।
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
সূর্য্য আমি! বলেছেন: Click This Link
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭
আজাদ মোল্লা বলেছেন: ভাই আপনার সাথে তো আমার কোন ঝামেলা নেই ,
তবে আমাকে বেজাত মোল্লা বললেন যে , আমি কিন্তু আপনার বিপরীতে কনো বাজে মন্তব্য করিনি , তবে আমায় কেনও । আপনার লেখায় অনেক দুঃখ পেলাম , আর হা দুই দিন আগেই আপনি আমাকে বললেন যে , আপনার মত দুই এক জন থাকা দরকার , তাহলে আপনার কাজ সুবিধা হয়েছে ,
এখন আমায় , অনেক দুঃখের বিষয় ।
যাক ভালো থাকবেন ।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
প্রামানিক বলেছেন: এত নাম পাইলেন কেমনে? ধন্যবাদ পোষ্টের জন্য।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
আজাদ মোল্লা বলেছেন: অভিন্দন প্রাামাণিক ভাই , নাম গুলি গুগল থেকে নেয়া ।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
ব্লগার মুস্তাকিম বলেছেন: ভেনবেনি শাহ এবং পানি শাহ এগুলা আমাদের গ্রামের বাডিতে , ধন্যবাদ সব বন্ড শাহ কে একত্র করার জন্য
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
আজাদ মোল্লা বলেছেন: অভিন্দন ভাই আপনাকে ।
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: →মিসকিন শাহ্, চট্টগ্রাম।
→গরিব শাহ্, চট্টগ্রাম।
সবার কথা জানিনা কিন্তু এদু'জন সম্পর্কে যদ্দুর জানি ওনারা বারো আউলিয়ার অন্যতম দু'জন। ওনাদের নামে মাজার ব্যবসা চলছে তার সমালোচনা করুন,কিন্তু না জেনে সবাইকে এক কাতারে ফেলবেন্না।এদেশের ইসলামের প্রচার এবং সমাজ সংস্কারে তাদের ভূমিকা অপরিসীম।উপ মহাদেশে ওনাদের আগমন ৮০০ বছর আগে।আপনার পোষ্টে দেখছি অনেকেই না জেনে তাদের নাম নিয়েও মজা করছেন।আমি নিজেও মাজার সংস্কৃতির ঘোর বিরোধী।মাজার ব্যবসায়ীরা তাদের নামে ভন্ডামী করছে এটাতো আর তাদের দোষ নয়।আমি হজরত মিসকিন শাহ (রঃ) এবং হজরত গরীবুল্লাহ শাহ (রঃ) এ দু'জনের কথা বলছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
আজাদ মোল্লা বলেছেন: ভাই আমি জানতাম না , মিসকিন শাহ ও গরিব শাহ এর কথা , জানলে ওনাদের নাম লিখতাম না ।
ভালো থাকবেন ।
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: "ভন্ড পীর" আবার কি? সব পীরই ভন্ড, পীরগিরি ব্যাপারটাই ভন্ডামী।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
আজাদ মোল্লা বলেছেন: হবে হয়তো , তবে ভালো দু এক জন থাকলেও থাকতে পারে , ধন্যবাদ আপনাকে ।
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমাদের দেশে আরিচা/পাটুয়ারী ঘাটের অনেকগুলো ফেরী এইসব ভন্ড পীরদের নামে রাখা। এগুলো চেন্জ করা উচিৎ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন ।
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: ভাই আমি জানতাম না , মিসকিন শাহ ও গরিব শাহ এর কথা , জানলে ওনাদের নাম লিখতাম না ।
ভালো থাকবেন ।
শন্কায় ছিলুম না জানি কথাটা কিভাবে নেন।
আপনার অনেষ্ট স্পিরিট ভীষন ভীষন ভালো লেগেছে।
অনেক অনেক শ্রদ্ধা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
আজাদ মোল্লা বলেছেন: অভিন্দন আপনাকে ভাই , আমি এখনই ওনাদের নাম মুছে দিতচ্ছি ।
২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
'চরম শাহ'.....
জনৈক দার্শনিকের মতে, পীরের সাথে 'ভণ্ড' শব্দটি অপ্রয়োজনীয়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
আজাদ মোল্লা বলেছেন: অভিন্দন ভাই আপনাকে আমার ব্লগে আসার জন্য ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
বিচিত্র নাম।
উনারা প্যাকেজ বিক্রয় করছেন