![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাঙালি,একটু ব্যতিক্রম ভাবে না চললে হয়।আমরা ঠিকই বৈশাখের প্রথম দিনে ইলিশ পান্তা চড়া দামে কিনে খাই,পচা তেলে ডোবা ইলিশ ভাজা খাই,কিন্তু বাসায় মায়ের হাতে রান্না করা দুপুরের সুস্বাদু খাবার রাতে খাইনা। আমরা খাটো মানুষকে গাটিয়া,বেটে কত কিছু বলে খ্যাপাই।
আমি বিয়ে করার জন্য সুন্দরী লম্বা মেয়ে খুঁজে বেরাই । কিন্তু আমার বোন খাটো বলে বিয়ে না হলে সমাজকে দোষ দেই,
প্রশ্ন
খাটো রা কি মানুষ নয়?
আমরা দুর্নীতির খবর শুনলে দেশটা রসাতলে গেলো বলে চায়ের দোকান কাপিয়ে তুলি।
অথচ নিজের প্রয়োজনে ঘুষ দিতে এক মিনিটও দ্বিধাবোধ করিনি।
আমরা মদখোর লোকের সাথে কথা বলিনা, ঘৃনা করি ।
তবে কারো বিয়েতে কিংবা উৎসবে নিজে ড্রিংকস করি,কোন সংকোচ ছাড়াই।
কেউ বললে,সেলিব্রেশন ওটা ছাড়া জমে....! আমরা বাবার বয়সী রিক্সাওয়ালাকে তুই তোকারি করে নিজের আভিজাত্য জাহির করি।
কিন্তু সুদখোর বড় অফিসার,কিংবা টাকাওয়ালাকে পায়ে সালাম করতেও দ্বিধাবোধ করিনা।
আমরা বাঙালি,বাংলা গান চলচিত্র দেখিনা।হিন্দী ছবির বিশাল বড় ফ্যান আমরা।
নাম ধাম গান সব মুখস্থ ,বাংলা নাটক দেখে বলে বান্ধবীকে বলেন খ্যাত।অথচ বলতে পাবেন কয়টা ভারতীয় সিনেমা অস্কারে মনোনয়ন পেয়েছে?একটাওনা। বাংলা চলচিত্র,অহরহ মনোনয়ন পেয়ে যাচ্ছে। নতুন বছর এসেছে।সবাই নিজের রূপ জাহির করে বরন করছে এবছর।রাস্তায় হাটলে বোঝা যায় দেশে নিজের গেটআপের জন্য কত তরুনতরুনী কত টাকা নস্ট করছে।নিজেকে বিকিয়ে দিচ্ছে সংস্কৃতির দোহাই দিয়ে অপসংস্কৃতির দরিয়ায়।তবুও আমরা সুশীল,তবুও নাকি আমরা সাদামাটা জাতি।এ লজ্জা কার?জাতির,আমার চিন্তাভাবনার,নাকি সুশীলদের.....?
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
আজাদ মোল্লা বলেছেন: সত্য বলতে গেলে শুনার মানুষ নেই ।
ধন্যবাদ আপনাকে ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: আপনার কথাগলো খুব সত্য। ধন্যবাদ
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
আজাদ মোল্লা বলেছেন: অভিন্দন প্রাামাণিক ভাই আপনাকে ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
আবু শাকিল বলেছেন: মোল্লা সাব - খুব বেশি অপ্রিয় সত্য কথা বলে ফেলেছেন
