নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

নতুন ধরনের প্রতারনা ! পুরুষেরা সাবধান ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬



নতুন ধরনের প্রতারনা ! পুরুষেরা সাবধান।

আর এক নব উৎপাতের আবির্ভাব দেখলাম। চার জন পড়ন্ত বয়সের মহিলা একজন অফিস ফেরত যুবককে বাসের ভেতর থেকে টেনে হেচরে নামাচ্ছে আর বলছে ছেলেটি নাকি এদের দলের এক মহিলার সাথে অশোভন আচরন করেছে এবং কুপ্রস্তাব দিয়েছে। মহিলা গুলি ইভটিজিং বলে চিৎকার করে লোক জনের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছে এবং ভদ্রলোকটির শার্ট ধরে টানা হেচরা করছে। আমি এই ঘটনার কাছে ছিলাম কিন্ত এক সময় মেয়ে গুলির আচার আচরন দেখে আমাদের সন্দেহ হয়। তাদের পরিচয় জিজ্ঞেস করি উত্তরে তারা তাদের সরকারী দলের নেতা ও কর্মী বলে পরিচয় দিলে আমরা সবাই মিলে পুলিশ ডাকি এবং সমবেত মানুষকে বুঝাই যে, এরা একটি নতুন চক্র। সহজ সরল ভভদ্রলোকে দেখে তাকে নাচেহাল করে দু'পয়সা কামিয়ে নেবার নতুন ফন্দি। সাধারণ মানুষ ঘটনাটা বুঝতে পেড়েছে দেখে মহিলাগুলি চোখের পলকেই কেটে পড়ে।
বাংলায় নতুন মহিলা পার্টি।
পুরুষ তুমি সাবধান ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



মহিলাগুলি কি বেকার বলে মনে হলো?

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

আজাদ মোল্লা বলেছেন: বেকার হবে হয়তো , তবে মতলব খারাপ এইসব মহিলাদের ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

আমি কি মানুষ বলেছেন: এসব কাজ মানুষ কখনো খুশিতে করেনা। দেশের পরিস্থিতি চরম অবস্থায় তাই মানুষ এরকম আচরণ করছে। কারণ আমরা নষ্ট সংকর জাতী।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

আজাদ মোল্লা বলেছেন: চুরি ধান্দাবাজী তে দেশ দায়ী ?
যদি কাজ করতে মন না চায়
চুরি করি দিনে রাতে , তাহাতে কার কি যায় আসে ।

আর আপনি বলেছেন ********
আমরা নষ্ট সংকর জাতী ।
মানতে পারলাম না , কিছু মানুষের জন্য আপনি পুরো জাতিকে বলতে পারেনা এভাবে ।
আমি বাঙালী কিন্তু চোর ধান্দা বাজ না ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

ধমনী বলেছেন: হুবহু না হলেও কাছাকাছি ধরনের ঘটনা আগেও শুনেছি।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

আজাদ মোল্লা বলেছেন: এরকম ঘটনা বাংলার প্রতি শহরে হচ্ছে প্রতি দিন ।
এসব এখন নতুন কিছু না ।
শুভেচ্ছা আপনাকে ভাই ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: এইরকম একটি চক্র দু'বছর আগে মিরপুরে এই কাজ করতো। সাথে কিছু পাতি মাস্তান থাকতো। মহিলাদের পক্ষে তারা সাহায্য করে পুরুষদের নাজেহাল করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ছেড়ে দিত।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

আজাদ মোল্লা বলেছেন: পাতি মাস্তান ও কিছু বদ মহিলা পার্টি খেয়ে ফেরতে চায় পুরো দেশকে ।
ভালো থাকবেন প্রাামাণিক ভাই ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা দাদা আপনাকে ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

রাফা বলেছেন: মানুষ আর মানুষ নেই ,এরপর সতয়কারের ইভটিজিং-এর স্বিকার হলেও কেউ এগিয়ে আসবেনা।ছবি দেখেতো মনে হইতেছে সব দাদি/নানী হয়ে গেছে ।ইভ টিজিং-এর অভিযোগটা'তো প্রথম চান্সেই নাই হয়ে যাবে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

আজাদ মোল্লা বলেছেন: ভাই রাফা ,
শুধু মহিলা নয় সাথে কিছু পাতি মাস্তান থাকে এদের সাথে , ছেলে গুলি সাধারন মানুষের বেশে থাকে ।
মানুষকে ধান্দায় ফেলার ওস্তাদ এরা ।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: এই টাইপের ঘটনা আগেও শুনেছি তাই নতুন নয় । তবে সাবধানী শেয়ারে অনেক ধন্যবাদ ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা ভাই আপনাকে ।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

শাহাদাত হোসেন বলেছেন: গ্রামে আছি তাই নিরাপদ আছি ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

রাশেদ রাহাত বলেছেন: যাক... তা ও তো কাউকে টেক্কা দেওয়ার মতো একটা দল পাওয়া গেলো। শুনে আরাম পেলুম। তবে ঐ সময়ে সে্ই ভদ্র লোক টির মানুষিক অবস্থার কথা চিন্তা করে খারাপ লাগা কাজ করছে। কিতা করিউম। হা হা হা.... :-& :-& :-&

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা আপনাকে মন্তব্য জন্য ।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

অভ্রনীল হৃদয় বলেছেন: জানা ছিলনা। সতর্ক হয়ে গেলাম আজ হতে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

আজাদ মোল্লা বলেছেন: সব সময় সতর্ক থাকাই ভালো ।
মন্তব্য জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.