নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

হারামী তোর লগে ব্রেকাপ । ওকে ফাইন আমিও ব্রেকাপ ॥

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯



হারামী তোর লগে ব্রেকাপ

ওকে ফাইন আমিও ব্রেকাপ।

তুই আর আমারে জীবনেও ফোন দিবি না

আমার কি বালের ঠেকা তোরে ফোন দিমু?

কি কইলি তুই? আমারে গালি দিলি?!

কই গালি দিলাম?

এই কুত্তা ছেলে তুই গালি দিস নাই আমাকে একটু আগে?

ওইডা গালি হইলো নাকি? সামান্য মুখ খারাপ করাও যাইবো না ঝগড়ার সময়?
. ..........মেয়েটার ফিচফিচ কান্না.......

এই কান্দিস ক্যান তুই?

তোর কি হারামী? আমার মন চাইসে বলে কান্দি? তোর সমস্যা কি?

তোর কান্না আমার কানে আসে ক্যা?

একশোবার আসবো, হাজারবার আসবো।

এই

কি?

কান্দিস না।

ক্যান কাদবো না?

তুই কাদলে ভাল্লাগে না। বুকের মধ্যে হাসফাস লাগে

তো তুই বকা দিলি ক্যান?

আহ... কপাল। এইডা কোনো বকা না। এইডা জাস্ট এক্সপ্রেশন। বিরক্ত হইলে এইসব বলাই যায়।

তুই আমার উপর বিরক্ত!!

আহ, আমি কি সেইডা কইসি?

সেইডাইতো কইলি!

উফফফফ!

এই যে বিরক্ত হইলি!

ধুর্বাল!

আবার! আবার তুই.....! দাড়া আমি এখনই ছাদ থেকে লাফ দিমু।

তুই ছাদে উঠবি ক্যামনে? তোগো না ছাদের গেটে তালা দেওয়া?

আম্মার কাছ থেকে চাবি নিয়া যামু।

কি কইয়া চাবি নিবি? বলবি আমি আত্মহত্যা করমু আম্মা,চাবি দাও?

আমার যেমনে ইচ্ছা তেমনে চামু। এইসব বইলা দেওয়ার তুই কে কুত্তা ছেলে!

কইতে তো হইবোই। তুই মরলে আমি প্যাড়া থিকা বাচুম। তাই হেল্প করতেছি। খ্যাক খ্যাক খ্যাক....

এতো মজা,না? আমি মরলে আরেক মাইয়ার লগে ঢিস্টিং ঢিস্টিং করবা? সেইটা আর আমি হইতে দিতেছি না সোনা। যা আমি আত্মহত্যা করলাম না। আমি তোরে আরো প্যাড়া দিমু। তোর জীবনডা জ্বালায়া অঙ্গার কইরা দিমু কুত্তা। আমি তোরেই বিয়া করমু। বিয়া কইরা চব্বিশ ঘন্টা আমি তোরে জ্বালামু। তোরে আমি ছাড়খার কইরা দিমু। তুই কই এখন হারামজাদা?

হোস্টেলে

আধঘন্টার মধ্যে কাজী অফিসের সামনে আসবি। না আসলে গুন্ডা দিয়া তোর হাত পা আমি ভাঙ্গামু। বুঝছোস?

বুঝলাম।

তো বুঝলে চুপ কইরা আছোস ক্যান? তাড়াতাড়ি আয় ।

এহ! আমার বালের ঠেকা পড়ছে তোর মতো মাইয়ারে বিয়া করতে! যা হালা!

কি!!!!......এই কুত্তা,এই কুত্তা,এই কুত্তা! দাড়া কুত্তা আমিই আসতেছি তোর হোস্টেলে... আজকে তোর একদিন কি আমার একদিন।
*******
.
একঘন্টা পর তাদেরকে কাজী অফিসে দেখা গেলো। কাজী সাহেব যুগলটিকে দেখে অবাক হলেন। মেয়েটা ফিসফিস করে অনবরত বলছে, ' তোরে আমি জন্মের শিক্ষা দিয়া ছাড়মু হারামী...কি পাইসিস তুই আমাকে... '
কাজী সাহেব লক্ষ করলেন ছেলেটি মুচকি মুচকি হাসছে।ছোট কোনো বাচ্চা মেয়ের রাগকে প্রশ্রয় দেয়া হাসি ।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: হাউ সুইট :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপু , ভালো থাকবেন ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: হায় হায় ! গালাগালি লাভস্টোরি!!!!!!!!!! B:-)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

আজাদ মোল্লা বলেছেন: গালাগালি নয় আপু একটু মুখ খারাপ কিন্তু ভালো বাসাও অনেক বেশি , ধন্যবাদ আপু আপনাকে ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

রাবেয়া রাহীম বলেছেন: একঘন্টা পর তাদেরকে কাজী অফিসে দেখা গেলো। কাজী সাহেব যুগলটিকে দেখে অবাক হলেন। মেয়েটা ফিসফিস করে অনবরত বলছে, ' তোরে আমি জন্মের শিক্ষা দিয়া ছাড়মু হারামী...কি পাইসিস তুই আমাকে... '
কাজী সাহেব লক্ষ করলেন ছেলেটি মুচকি মুচকি হাসছে।ছোট কোনো বাচ্চা মেয়ের রাগকে প্রশ্রয় দেয়া হাসি [/sb

কি মিষ্টি ! বেঁচে থাক সবার প্রেম ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা আপু আপনাকে , ভালো থাকবেন ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: রাগারাগির পর ডাইরেক্ট কাজী বাড়ি- - - - -? ধন্যবাদ কাহিনীর জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

আজাদ মোল্লা বলেছেন: প্রেম কাহিনী শেষ হয় কাজিবাড়িতে , তারপর তো সাড়ি চুরি পাল্লার বিপদ মহা বিপদ , ধন্যবাদ ভাই আপনাকে ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

আসিফ তানজির বলেছেন: অস্থির

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

আজাদ মোল্লা বলেছেন: প্রেমে একটু অস্তিরতা না থাকলে চলে ভাই , ভালো থাকবেন ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

আনোয়ার মারুফ বলেছেন: এটাকে বলে প্রেম । ভাল :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

আজাদ মোল্লা বলেছেন: প্রেমের মাঝে একটু আটু চলে ভাই , ভালো থাকবেন ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

আম আদমি বলেছেন: ইমোছোনাল কইরা দিছেন কইলাম। খুব ভাল্লাগছে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

আজাদ মোল্লা বলেছেন: ভালো লেগেছে শুনে অনেক আনন্দিত হলাম , ভালো থাকবেন ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন:

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা সাধু ভাই আপনাকে , ভালো থাকবেন ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: B-) B-)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

আখেনাটেন বলেছেন: কয়েকডা পিডা দিতি পারল না মেয়েডা ছেলেডারে। তাহলে ষোলকলা পূর্ণ হতি পারত।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

আজাদ মোল্লা বলেছেন: হাতাহাতি না করাই ভালো কাজ , ধন্যবাদ ভালো থাকবেন ।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: গালাগালি ভালো লাগে না....!!!

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

আজাদ মোল্লা বলেছেন: একটু মুখ খারাপ ঝগড়ায় চলবেনা , ধন্যবাদ দাদা ভালো থাকবেন ।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: আমি করি না.....তাই হয়তো !!

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

আজাদ মোল্লা বলেছেন: না করাই অনেক ভালো , প্রেমিক প্রেমিকার মাঝে চলে একটু আটুখ, কিন্তু বিয়ের পর নয় ।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঢিস্টিং ঢিস্টিং ভালো লাগা।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা ভাই আপনাকে , ভালো থাকবেন ।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

রায়হান দ্যা উইং বলেছেন: রোমান্স তো ঝরে ঝরে পড়ছে দেখি :P যাই হোক ভাল লেগেছে। আরো লিখুন এরকম। শুভকামনা।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা ভাই আপনাকে আমার ব্লগ বাড়িতে ।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯

ফয়সাল এম,এফ,কে বলেছেন: সকাল বেলা অফিসে এসে প্রথমে আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আজাদ মোল্লা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য , ভালো থাকবেন ।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

আবু শাকিল বলেছেন: উরাধুরা প্রেম =p~

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

আজাদ মোল্লা বলেছেন: একটু অন্যরকম প্রেম , শুভেচ্ছা ভাই আপনাকে ।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা

আজকালের প্রেম এমনি =p~

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

আজাদ মোল্লা বলেছেন: আজকালের প্রেম তবে খাটি প্রেম ভাই , ভালো থাকবেন ।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

বিশাল শাহরিয়ার বলেছেন: হা হা

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

আজাদ মোল্লা বলেছেন: হাসির মাঝে মিলবে আসল প্রেম , শুভকামনা আপনার জন্য ।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

কল্লোল পথিক বলেছেন: বাহ!বেশ লিখেছেনতো।ভাল লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

আজাদ মোল্লা বলেছেন: উৎসহ দেবার জন্য ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন ।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

জ্ঞান পাগল বলেছেন: B-)

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.