নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

বউ দিবস হয়ে গেলো আজ ॥

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯


বউ দিবস হয়ে গেলো আজ ।
গুতা মারুন এই খানে

আজকে ওর
জন্যে একটা নীল রংয়ের
শাড়ি এনেছি,আর লাল
নীল কাচেঁর
চুড়ি,সামান্য একটু
কাজল।।ও এসব
দেখে নীরবে শুধু
হেসেছে।।
ছুয়েঁও দেখে নি,ও কেবলই
বলে আমাকে, শুনো আমি দেখতে খুব
খারাপ হয়ে গেছি।।
সাজলে পেত্নীর মতন
লাগবে,
প্লিজ একটু, একবারের
জন্য সাজো না।।
না।।
কেন?
যে মেয়ে দুদিন পর
মারা যাবে,তার
সাজলে চলে!
তাসলি সেজেছে,হাতে লাল নীল
চুড়িঁ, চোখে কাজল, খোলা চুল।।
হাসি হাসি মুখে তাকিয়ে আছে।।
আর বলছে,
বাবু চায়ে চিনি ঠিকমত
হয়েছে তো??
আজকাল জীবনটা কেমন
যেন বিরষ হয়ে গেছে।।
অসুস্থ হলেও কেউ
কপালে হাত
দিয়ে দেখে বলে না, বাবু
তুমি বলো নাই কেন
যে তোমার জ্বর আসছে?
কেউ আর
বৃষ্টিতে ভিজতে বারণ
করে না।।
কেউ আর শাসন
করে না রাতে দেরি করে বাসায়
ফিরলে।।
এখন আর চোখ বন্ধ
করলে তাসলির
ছবি দেখতে পাই না, খুব চেষ্টা করেও পারি না।।
আগের মত মনেও
পড়ে না।।
মাঝে মাঝে নিজেকে খুব
ছোট মনে হয় এই
ভেবে যেই
তাসলিকে এতোটা ভালোবাসি, তাকে এতো তাড়াতাড়ি ভুলে গেলাম, কি করে?

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: ১ম হইছি। চা চাই।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই আপনাকে , ভালো থাকবেন ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

আজাদ মোল্লা বলেছেন:
প্রাামাণিক ভাই এর জন্য চা ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২০

উন্মাদ হিপোক্রেট বলেছেন: অনুভূতিরা কত সুন্দরই না অভিমান করতে জানে :(

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

আজাদ মোল্লা বলেছেন: হা ভাই অভিমান অভিযোগই সব , ভাব ভালো বাসা হয় মন থেকে ধন্যবাদ ভাই আপনাকে , ভালো থাকবেন ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৯

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে
দারুন অনুভূতি।শুভ কামনা জানবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ ভাই

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা ভাই আপনাকে ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

নুরএমডিচৌধূরী বলেছেন: : ভাল লাগলো।ধন্যবাদ ভাই

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা ভাই আপনাকে , ভালো থাকবেন ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

এযুগেরকবি বলেছেন: জকে ওর
জন্যে একটা নীল রংয়ের
শাড়ি এনেছি,আর লাল
নীল কাচেঁর
চুড়ি,সামান্য একটু
কাজল।।ও এসব
দেখে নীরবে শুধু
হেসেছে।।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা ভাই আপনাকে আমার ব্লগ বাড়িতে ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

তার আর পর নেই… বলেছেন: আহারে! কি অভিনব অনুষ্ঠান!
বউরা যে বছরের পর বছর অসুস্থ স্বামী নিয়ে পড়ে থাকে, সেবা করে সেটার কোন দামই নেই :(

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই , ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.