![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে নখকাটছিলাম ।
নখগুলো টেবিলের উপর ছিল।
নখ কাটা শেষ হতে না হতেই দেখি তিন- চারটা পিঁপড়া এসে একটা নখ নিয়ে যাবার জন্য টানা হেঁচড়া করছে।
তখন হঠাত করে মনে এ ভাবনার উদয় হলো-
যতক্ষন এ নখগুলো আমার দেহের সাথে সংযুক্ত ছিল তখন কোন পিঁপড়ে এসে তা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেনি, কিন্তু যেই না তা আমার দেহ থেকে বিচ্ছিন্ন হলো তখনি তা পিঁপড়ের খাবারে পরিণত হলো।
ঠিক তেমনি যখন আমার দেহ থেকে আমার প্রাণ বের হয়ে যাবে,
আমার শত যত্নে গড়া এ সাঁধের দেহ মাটির ঘরে রেখে আসা হবে তখন এ দেহের কোন দাম থাকবে না,
হোক না তা যতই সুন্দর কিংবা কুৎসিত,
সাদা কিংবা কালো,চিকন কিংবা মোটা, ঢিলে-ঢালা শরীল
কিংবা ব্যায়ামের মাধ্যমে গড়া পেটা শরীর;
অবশেষে তা হবে পোকা-মাকড় আর পিঁপড়ের খাবার,পরিণত হবে তাদের বসত বাড়ীতে।
মাটির দেহ অবশেষে মাটির সাথেই মিশে যাবে ,
শুধু বেঁচে থাকবে আমার আমল আর আমার কর্ম।
হে আমার সৃষ্টি কারি আমি তো মাটি দিয়ে গড়া এক
আদম সন্তান, যার দেহ পঁচে যাবে আর পরিণত
হবে পোকা-মাকড়ের খাবারে; তবুও এই অস্থায়ী দেহ দ্বারা
তোমার যে ইবাদত করা হয় , তুমি তা কবুল করে
নাও , আরো বেশী আমল করার তাওফীক দান
করো, আমার আত্মাকে তুমি সংশোধন করে তোমার
আপন করে নাও।
যদি তুমি কবুল না কর তাহলে কীভাবে পাব
সে দেহ, যার কোন লয় হবে না, ক্ষয় হবে না,
যে দেহ দেখে দর্শকের চোখের পাতা নড়বে
না,যে দেহ থেকে বের হবে মেশকের ঘ্রাণ, যে
দেহের সৌন্দর্য হবে চির অম্লান।
হে মহা সৌন্দর্যের আধার! তুমি আমাদের কবুল কর।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
আজাদ মোল্লা বলেছেন: ছুম্মাআমিন ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার আত্মউপলদ্ধি।ধন্যবাদ ভাই সাহেব।
শুভকামনা জানবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
আজাদ মোল্লা বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক অভিনন্দন আপনাকে , ভালো থাকবেন ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫১
মোবারক বলেছেন: কপি করলাম,শিক্ষণীয়
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
আজাদ মোল্লা বলেছেন: শিক্ষতে পেরেছেন শুনে আনন্দীত হলাম , ধন্যবাদ ভালো আপনাকে ভালো থাকবেন ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মোল্লা সাব, মৃত্যুভয় ঢুকে গেছে?
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
আজাদ মোল্লা বলেছেন: ভয় কে না পায় , তবে ভয়ের আগে জিত হয় ।
ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
প্রামানিক বলেছেন: চমৎকার একটি সত্য আত্মােপলব্ধীমূলক লেখা। ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
আজাদ মোল্লা বলেছেন: অনেক শুভেচ্ছা ভাই আপনাকে উৎসাহ মুলক মন্তব্য জন্য , ভালো থাকবেন ।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসাধারণ বলেছেন,,, ভাই।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১
পার্থিব লালসা বলেছেন: : চমৎকার আত্মউপলদ্ধি।ধন্যবাদ ভাই সাহেব।
শুভকামনা জানবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
আজাদ মোল্লা বলেছেন: আপনাদের ভালোবাসাই সব আমার জন্য , আল্লাহ আপনাকে ভালো রাখুক ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: আমীন