![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাজার ব্যবসা জমজমাট।
বস্তুা ভরা টাকা, আপনারা কি জানেন এই টাকা কোঁথায় যায়?
হায়রে আমার বোকা মানুষের দল, তুমাদের এই টাকা দিয়ে ভণ্ডরা আয়েশ করে মদ গাজা আর অসামাজিক কাজে লিপ্ত থাকে, অথচ গরীবদের দান করলে তুমাদের কষ্ট লাগে.... :
আজকের এই দিনে কতো গরিব মানুষ না খেয়ে থাকে ও ঘর নাই বাড়ি নাই দেখার কোন মানুষ নাই ।
বাবা খানা খায় , গরিব দুঃখির রক্ত বলে পানি খায় ।
তাই তো বাবা খোদার খাসি দিনে দিনে হয় ।
আমায় একটু খানা কাপড় দিবে বাবা , এ পৃথিবীতে আমাদের দেখার নেই কি কেউ ?
উপরের বাবা খানা খেয়ে পেট ফেটে যায় , আর আমার বাবা খানা না খেয়ে পেটের হাড় দেখা যায় ।
বড় বাড়ি ঘর চাই না শুধু একটু খানা চাই , দেবে একটু খানা আমায় খানা ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৮
আজাদ মোল্লা বলেছেন: আমিও ভাবছি এই ব্যবসায় নিজের নাম লিখাবো , আরাম আয়েশ মিলবে বেশ ,
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
আদমের ছেলে বলেছেন: আমাদের সেকুলার জ্ঞানদাতারা এটাকে কখনোই ধর্ম ব্যবসা বলবে না। যারাই কোরআন-হাদিস নিয়ে কথা বলতে যাবে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গাল পাড়বে।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫
আদমের ছেলে বলেছেন: আপনি যার খানা-খাদ্যের ছবি দিয়েছেন তিনি হলেন এ দেশের 'আলেম'দের প্রতিনিধি, যাদের সাথে আইজিপি বসে মিটিং করে সিদ্ধান্ত নেয় মসজিদগুলোতে খবরদারি করতে হবে, যার মামলায় ইসলামী রাজনীতিবিদদের ফাঁসি হয়।
দেশী ক্ষুধার্তদের ছবি দিলে ভালো হতো।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
যে কোন ধর্ম ব্যবসার মত মাজার-পির ব্যাবসাও নিন্দনিয়।
মাজারিরা এসেছে মুলত সুফিবাদিদের হাত ধরে। এই পির-দরবেশের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচার ও বিস্তার হয়েছে হয়েছে।
মাজার ও মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা সুধু এই উপমহাদেশেই, এশিয়া, আফ্রিকা-মধ্যপ্রাচ্য কোথাও নেই।
তবে সব কট্টর জঙ্গিগোষ্ঠিগুলো আলকায়দা, আইএস, বোকোহারামি ও হিজবুতি জামাতিরা ওহাবি মতাদর্শের
এরা সুফি-মাজারি, তবলিগিদের মুসলমান মনে করে না
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।
তবুু যদি আমাদের একটু হুস হত!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩
সোহানী বলেছেন: সেইতো লালসালুর ব্যবসা... এ পীর মুরীদের ব্যবসার সাফল্য ১০০%। আমার পরিচিত এ পীরের ছেলের আয়েসী জীবন দেখে আমি তাজ্জব বনে গেছিলাম। নামাজ তো দূরে থাক, প্রতিদিন তার নিত্য নতুন গার্লফ্রান্ড এর ঘটা দেখে হার্টফেল করার জোগাড়।