![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গ্রামে যেতে ইচ্ছা করতেছে।
যে গ্রামটাতে এখনো
ইলেকট্রিসিটি, মোবাইল, 3G এর
কারবার শুরু হয় নাই।
গ্রামের মসজিদটা হবে অনেক
পুরানো। আশেপাশে বিশাল গাছ
দিয়ে ঘেরা। মসজিদের পাশে
ছোট কিন্তু পরিষ্কার টলটলে
পানির একটা পুকুর। যে পুকুরে গাছ
তার ছায়া দেখার জন্যে ঝুকে
পড়েছে। মুসল্লিদের অযু ঐ পুকুর
থেকেই করতে হয়।
ফজরের নামাজের পর মুরুব্বিরা
হাঁটতে বের হয়। পাখির ডাকে যখন
কান পাতা দায়। একটা দুইটা টং এর
দোকান খোলে। মুরুব্বিরা ভাঙ্গা
বেঞ্চে বসে চা খায়। ৭টার দিকে
গ্রামের বাচ্চারা মক্তবে পড়তে
যায়। তেল দিয়ে ছেলেরা চুল
একপাশে সিতি করে।
গ্রামের কিশোররা দুপুরে পুকুরে
দাপাদাপি করে। তারপর অনেকে
ভাত খেয়ে গ্রীষ্মের কড়া দুপুরে
কারো আম বাগানে হানা দিতে
যায়। হঠাৎ হঠাৎ ডেকে উঠে
ঘুঘু।
বিকালে গ্রামের মাঠে ফুটবল
খেলা হয়। সপ্তাহে দুইদিন হাট
বসে। যেখানে সবাই নিজ
ক্ষেতের টাটকা সবজি আর পুকুরের
মাছ বিক্রি করে। আরো থাকে
বাতাসা, মুড়ি মুড়কি, মাটির
ব্যাংক, চুড়ি লেইস
ফিতাওয়ালারা।
সন্ধ্যার পড়ে জোনাকি র আলো আর ঝি
পোকার শব্দ নিয়ে চেরাগের আলোয়
পড়তে বসে শিশুরা,ক্লান্ত পুরুষরা
আড্ডারত বাজারে আর নারীরা ঘরের
আংগিনায়!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
আজাদ মোল্লা বলেছেন: ভাই কল্লোল পথিক মানুষের মনে কতই না ইচ্ছা থাকে কিন্তু মনের মাঝেই ইচ্ছা গুলি দাফন হয়ে যায় ।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: এখন তো প্রায় সব ডিজিটাল হইয়া গেছে; এমন গ্রাম খুঁইজা পাবেন না । ছবিটা চমৎকার হইছে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
আজাদ মোল্লা বলেছেন: ইট পাথরের মাঝে আর ভালো লাগেনা , সবুজের মাঝে নিজেকে নিয়ে যেতে চাই কিন্তু হবেনা ।
শুভকামনা জানবেন সাধু ভাই ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: একটা ছিলো ভাই,,, রাজশাহী জেলার বাগমারা,,,, সোনাডাঙ্গা গ্রামে একটা মসজিদ আছে ১৮৩০ খ্রিষ্টাব্দের। বাকিগুলো প্রায় আপনার পছন্দমত ঠিকই আছে তবে কিছুদিন আগে ওখানে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এখন হয়ত আর মুসল্লিরা পুকুরে ওজু করে না।,,,,,,,,,, খুঁজে দেখেন কথাও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের গ্রাম টি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
আজাদ মোল্লা বলেছেন: মসজিদের খবরটার জন্য ধন্যবাদ আপনাকে ।
আর গ্রামটাকে বিদ্যুতের সুভিদা করে দেবার জন্য শুভেচ্ছা , অনেক শিক্ষিতো ছেলে মেয়ে আসবে গ্রাম থেকে , তবেই তো বাংলাদেশ মাথা উচ্চ করে দাঁড়িয়ে থাকবে পৃথিবীর মাঝে উন্নত দেশ হয়ে ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
প্রামানিক বলেছেন: এমন গ্রাম আমিও খুঁজি পাইনা। ধন্যবাদ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
আজাদ মোল্লা বলেছেন: মন থেকে খুঁজতে থাকেন পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে ।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
সুমন কর বলেছেন: কবিতার চেয়ে, পুরনো স্মৃতির কথাই ফুঁটে উঠেছে।
+।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
আজাদ মোল্লা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন দাদা , ভালো থাকবেন সবসময় ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
কল্লোল পথিক বলেছেন: আপনার ইচ্ছাটা পূর্ন হোক।এই কামনা করি।
কিন্তু এমন ছায়াঘেরা ঘুঘুঢাকা গ্রাম বাংলাদেশে মনে হয় আর বেশী নেই।
শুভ কামনা জানবেন।