![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘প্রেম’-নামক স্বর্গীয় শব্দকে প্রশ্ন করার যোগ্যতা কারো নেই।কিন্তু যখন ভালবাসা দিবস হয় শুধু মাত্র প্রেমিকযুগলের চুমু খাওয়ার জন্য, ওদের আনন্দের জন্য;তখন মানতে হয় প্রেমের অপর নাম ‘ভালবাসার মোড়কে কামের আদান-প্রদান’। ভালবাসা দিবসের জনক ভ্যালেন্টাইন ভালবাসার জন্য ক্ষতবিক্ষত হয়েও হাসিমুখ ধরে রাখেন মানসিক জয়ের আনন্দে। তাই শারীরিক আনন্দ থেকে মানসিক আনন্দ জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে বহুদুর।
ভালবাসা দিবসে প্রকাশ্যে চুমু খাওয়ার নতুন ইভেন্ট ফেসবুকে খোলা হয়েছে। এরূপ চ-মার্গীয় প্রগতিশীলতা নিঃসন্দেহে নতুন আইডিয়া।কিন্তু এই ফ্যান্টাসিজমের ভেলায় গা ভাসিয়ে কেউ আর তৃতীয়বিশ্বের রূঢ় বাস্তবতায় চোখ বোলায় না।এদেশের অগণিত পথশিশু চুমু পাওয়া তো দূরের কথা;থোকায় থোকায় শুধু নির্যাতন আর নির্মম রসিকতা ছাড়া কিছুই পায় না।
তাই আসুন,অন্তত ভালবাসা দিবসে এই বঞ্চিত শিশুগুলোর মুখে হাসির ফুটাই। প্রেমিকাকে দেওয়া হাজারটাকা দামের গিফটের সামনে একটাকা দামের চকলেটের মূল্য হয়তো নগণ্য।কিন্তু একটি শিশুর অমূল্য হাসিমুখের কাছে হাজার টাকার বিলাসদ্রব্যগুলো সত্যিই হার মানে। দুনিয়াকে বদলানো কত মনিষী যে পথশিশু ছিলেন তা আমরা ইতিহাসকে নাড়া দিলেই প্রমাণ পাই।
আগামীর ভবিষ্যতদের মধ্যে সামান্যটুকু আনন্দ বিতরণ যে আগামীর পৃথিবীকে বদলে দেওয়ার মত বিবর্ধকরূপে কাজ করতে পারে-সেটা অস্বীকার করার সাহস কার! আনন্দের সামগ্রী ত আনন্দেরই। হোক তা একটাকা দামের চকলেটও!সবাই যে যার বাড়ি,পাড়া,এলাকার অধিকারবঞ্চিত শিশুদের চকলেট,কেক বা যেকনো কিছু দিয়ে আনন্দদান করলে মন্দ হয় কি ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
আজাদ মোল্লা বলেছেন: অভিনন্দন ভাই আপনাকে , একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো শিশু গুলি আমাদের কাছে বেশি কিছু আশা করেনা , শুধু একটু ভালো বাসা চায় ওরা ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০
মহা সমন্বয় বলেছেন: আমি সহমত পোষণ করছি, আসুন আমরা সবাই মিলে যার যে অবস্থান থেকে উদ্দ্যেগটি গ্রহন করি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে সহমতের জন্যে ।
আজকে ওদের কপাল খারাপ তাই রাস্তায় থাকে ছোটো থেকে কাজ করে , আমাদের সমাজের মাঝে অনেক মানুষ আছে যাহারা ইচ্ছে করলে অনেক করতে পারে ,
আমি ওনাদের কে অনুরোধ করছি আপনারা একটু হাত বাড়িয়ে দিন পথশিশুর দিকে ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
প্রামানিক বলেছেন: অনেক মূল্যবান কথা বলেছেন। ধন্যবাদ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
আজাদ মোল্লা বলেছেন: শুভকামনা জানবেন প্রামাণিক ভাই ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
শাহজালাল হাওলাদার বলেছেন: দুস্থের সহায়তায় হাত বাড়াই অবিরত, ভালবাসা দিবস নামের ডিজিটাল উদ্ভাবন হোক পরাহত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬
নিল আআকাশ বলেছেন: অনেক সুন্দর আহ্বান করছেন তো , ধন্যবাদ আপনাকে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৩
আজাদ মোল্লা বলেছেন: শুভকামনা জানবেন ।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯
আছলাম বলেছেন: সহমত জানিয়ে গেলাম , ধন্যবাদ ভাই আপনাকে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৪
আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
আজাদ মোল্লা বলেছেন: শুভেচ্ছা জানবেন সুমন কর দাদা , ভালো থাকবেন ।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: ভাল বিষয়।
++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ দাদা আপনাকে , ভালো থাকবেন ।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: আমি সহমত পোষণ করছি, আসুন আমরা সবাই মিলে যার যে অবস্থান থেকে উদ্দ্যেগটি গ্রহন করি।
ফাল্গুনের শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪
আজাদ মোল্লা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ আপনাকে ।
একদিন আসবে সবাই একসঙ্গে গরিব দুঃখিদের পাশে দাঁড়াতে , অপেক্ষায় আছি সেই দিনটির ।
ফাল্গুনের শুভেচ্ছা ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।
অনেক সুন্দর কথা বলেছেন।আসুন আমরা সবাই মিলে যার যে অবস্থান থেকে উদ্দ্যেগটি গ্রহন করি।