নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার মানুষটার খোঁজে ২৪ টা বসন্ত কেটে গেছে বিউটির ॥

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ভালবাসার মানুষটার খোঁজে ২৪ টা বসন্ত কেটে গেছে বিউটির। প্রায় প্রতিদিনই কেও না কেও প্রপোজ করলেও কাওকেই মনে ধরেনি তার। বিউটির গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু ছেলে পছন্দ হয়না বিউটির। সে খুব বেশি কিছু চায়না তার জীবন সঙ্গীর মাঝে। চায় সুন্দর একটা মন ।

একদিন বিকেলে বেরিয়েছে ফ্রেন্ডদের সাথে ঘুরতে। হঠাৎ একটা ছেলেকে দেখল অনেকগুলো গোলাপ কিনতে। এতগুলো গোলাপ কিনতে কৌতুহলের বশেই তাকে ডাক দিল বিউটি।

এক্সকিউজ মি মিস্টার।

আমাকে বলছেন?

এখানে আপনি ছাড়া মনে হয় আর কেও নেই।

ওহ! আচ্ছা বলুন?

এতগুলো ফুল কী করবেন?

ভালবাসার মানুষকে দিব।

ওয়াও ভীষণ লাকী সেই মানুষটা।

মোটেও না।

মানে বুঝলাম না।

মানে বুঝতে চান। তাহলে চলুন আমার সাথে।

বিউটি বাঁধা দিল না। লোকটাকে কেমন যেন ইন্টারেস্টিং লাগছে তার কাছে। ১০ মিনিট পর রিকশা থামল। আকাশ বলল এখানেই থাকে আমার ভালবাসার মানুষ। সে দেখতে পেল অসংখ্য প্রতিবন্ধী আকাশকে দেখেই আনন্দে মেতে উঠল। আকাশ সবাইকে একটা করে গোলাপ দিল।

বিউটি শুধু চেয়ে চেয়ে দেখল। এমন সুন্দর একটা মনের খোজই সে আজীবন করেছে। আকাশ বলতে শুরু করল, "আপনার আর আমার কাছে ভালবাসার সংজ্ঞাটা ভিন্ন। এই প্রতিবন্ধী শিশুরাই আমার ভালবাসা। আমার সব। আমি প্রতিদিন ওদের দেখতে আসি। ভালবাসা সেটাই যেখানে কোন প্রপ্তির আশা থাকেনা। আপনাদের ভালবাসা স্বার্থের মোহে বন্ধী।"

বিউটি বলল, "আপনার কিছুটা ভালবাসার অংশীদার কী আমি হতে পারি? "

পাগল হয়ে গেছেন আপনি। আপনার গায়ের ড্রেসটার দাম যত ততটা আমি পুরো মাসেও কামাই না। আমাকে বিয়ে করলে জীবনেও সুখের মুখ দেখবেন না।

যে মানুষটা এতগুলো অপরিচিত মানুষের মুখে হাসি ফোটাতে পারে সে নিশ্চয় নিজের বউকে কষ্টে রাখবে না।

অতঃপর শুরু হল একটি কাছে আসার গল্প। যেই গল্পের শুরু কোন লিটনের ফ্ল্যাটে নয় বরং কাজী অফিসে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

মুসাফির নামা বলেছেন: সত্যিই ভাল ও চমৎকার দৃষ্টিভঙ্গি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

আজাদ মোল্লা বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন ভাই মুসাফির নামা ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: এমন বিউটি খুঁজে পাওয়া দায়!! হাজারে একটা..............

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

আজাদ মোল্লা বলেছেন: ভাই কবীর , এখনও আমাদের মাঝে অনেক সুন্দর মনের বিউটি আছে বলেই এ সমান চলছে ।
অনেক শুভেচ্ছা জানবেন ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই গল্পের শুরু কোন লিটনের ফ্ল্যাটে নয় বরং কাজী অফিসে। =p~ =p~ =p~ =p~ =p~

খুবই অল্পে খুবই মজার একটা গল্প !:)

+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

আজাদ মোল্লা বলেছেন: গল্প মজার হয়েছে শুনে খুশি হলাম ,
শুভেচ্ছা জানবেন ভাই ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

কল্লোল পথিক বলেছেন: বাহ! চমৎকার রোমান্টিক গল্প।
সত্যিকারের ভালবাসা এমন হয়।
ধন্যবাদ লেখক আজাদ ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

আজাদ মোল্লা বলেছেন: সত্য ভালোবাসা আছে বলে এ পৃথিবী আছে ।
শুভেচ্ছা জানবেন ভাই কল্লোল পথিক , ভালো থাকবেন ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: গল্পটা পড়ে অতৃপ্ত হলাম, আরো লম্বা করা উচিৎ ছিল, কেবল রসিয়ে রসিয়ে পড়া শুরু করেছি আর শেষ করে দিলেন। তবে যাই বলি না কেন গল্প খুবই ভাল লেগেছে। ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

আজাদ মোল্লা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন ভাই , ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.