নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

হিন্দু শিক্ষক বলেছেন কেন ? মুসলমান শিক্ষকরা কি ছাএী নিপীড়ন করে না ?

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমির হিন্দু শিক্ষক মিহির দাস কর্তৃক মুসলিম ছাত্রীকে ধর্ষণ চেষ্টার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র-ছাত্রীরা। তারা মিহির দাসের শাস্তি চায়। ইতিমধ্যে প্রতিবাদস্বরূপ ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা ।
এখানে দেখতে পারেন ।

অনেকে হয়ত প্রশ্ন করতে পারে-
`হিন্দু' শিক্ষক বলছেন কেন? মুসলমান শিক্ষকরা কি ছাত্রী নিপীড়ন করে না?
উত্তর - আপনারা সারাদিন সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন করেন কেন? সারা দেশে কি মুসলমানরা নির্যাতিত হয় না? শত শত মুসলমান খুনের শিকার হয় না? বাড়িঘর ছাড়া হয় না?সেগুলো বাদ দিয়ে হিন্দুর কিছু হলেই ‘হিন্দু নির্যাতিত হচ্ছে’ এমন শিরোনামে চিৎকার করেন কেন? এখন তাহলে হিন্দু ধর্ষণ করলে ‘হিন্দু’ শব্দটা উচ্চারিত হলে গায়ে লাগে কেন?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: মাফ করবেন তবুও বলতে হয় যে,

যারা এমন লিঙ্গের স্বাধীনতা চায় । এদের লিঙ্গ কেটে টুকরো টুকরো করে হাঁসের বাচ্ছাকে খাওয়ানো দরকার।

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

আজাদ মোল্লা বলেছেন: আরও বড় কিছু চিন্তা করা দরকার হয়েছে এখন , এমন শিক্ষকেে !!!!!!!!!!!!!!!!!!!!

২| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশের স্ত্রীর হত্যার দিন, 'খ্রীস্টান ব্যবসায়ী' হত্যা হয়েছিল!

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আজাদ মোল্লা বলেছেন: চাইলে আপনি ওই ভদ্রলোকেে নিয়ে লিখতে পারেন ।

৩| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

খন্দকার আঃ মোমিন বলেছেন: কবি হাফেজ আহমেদ বলেছেন: মাফ করবেন তবুও বলতে হয় যে,

যারা এমন লিঙ্গের স্বাধীনতা চায় । এদের লিঙ্গ কেটে টুকরো টুকরো করে হাঁসের বাচ্ছাকে খাওয়ানো দরকার।

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আজাদ মোল্লা বলেছেন: এরকমই তো লিখেছেন , শিক্ষক হলো আমাদের সমাজের মাথা , সেই খানেই হয় যত ব্যথা , দুঃখ লাগে মনে শিক্ষক সমাজ কবে একটু ভালো হবে ।

৪| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিডিয়া মুসলিম পুলিশের স্ত্রী লিখেনি, কিন্তু খ্রীস্টান ব্যবসায়ী লিখেছিল....

০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আজাদ মোল্লা বলেছেন: সত্য কথা ভাই , মিতু আপা পুলিশেের বৌ হয়েছে কিন্তু পারেনি একজন মুসলিমের বৌ হতে , এটাই বাংলার মিডিয়া ভাই সম্পূর্ণ রুপে দালাল এরা ।

৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:২৫

কল্লোল পথিক বলেছেন:





অপরাধী কে ধর্মের চোখে দেখবেন না।

৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: এ অন্যায় করেছে । অবশ্যই শাস্তি হওয়া উচিত ।

এ দেশে বেশিরভাগ অপরাধ কারা করে? কোন হিন্দু অপরাধ করলে যে পরিমাণ হৈচৈ হয়, মুসলমান করলে তেমন কি হয়?

৭| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪৯

মোস্তফা ভাই বলেছেন: ঘটান আসলে কি কেউ জানে না, হয়ত ছাত্রী নিজেই উনাকে ফাসিয়েছে।

৮| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩

মহা সমন্বয় বলেছেন: অপরাধ যার যার সফলতা সবার, এটাই্ হচ্ছে এই দুনিয়ার নিয়ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.