![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে।
ছোটবেলায় আমরা বলতাম, বাইচান্সের লাইসেন্স নাই। না বুঝেই সুর মিলিয়ে বলে যেতাম। আরও বলতাম, বেল পাকলেঁ কাকের লাভ হয় না।
মুরগী কবিরেরা মনে করছে এখনি সময়। ফাসিঁ চেয়ে পেয়ে গিয়ে, দল নিষিদ্ধে মনোযোগী হলেন। এডভান্স আক্রমনে ইসলামী ব্যাংককে বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধার সন্তানদের দান করতে জোর প্রচেষ্টাও করছেন। পর্দার পেছনে সেই দায়িত্ব নিজের কাধে নিতেও উদগ্রীব। সব চলছিল সমান তালে। কিন্তু বাইচান্সের যে লাইসেন্স নাই। মুরগীর বুদ্ধি হলেই আর কতটুকু। বলে বসলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না। ধরা খেয়ে বসলেন।
যে কেউ এখন বুঝে গেছে, তিনি গোপন এজেন্ডা নিয়ে কাজ করছেন। এক কান কাটলে বেহায়া রাস্তার পাশ দিয়ে হাটে, যেন কেউ তার ঐ কানটি না দেখেন।
দুই কান কাটলে রাস্তার মধ্যে দিয়ে হাটা শুরু করে। মুরগী কবির হেফাজতের কর্মীদের দ্বারা একবার ধোলাই খেয়ে পূর্ণ বেহায়ায় রূপান্তরিত হয়ে গেছেন।
মুখ দিয়ে এখন ইসলামের বিরুদ্ধে অনর্গল বকে যাচ্ছেন।
কিন্তু মশাই, যতই চাপাচাপি করেন, কোনো লাভ হবে না। আরএফএল টিউব ওয়েলেও হবে না। ইসলামী কান্ট্রি আরও শক্তিশালী কান্ট্রিতে রূপান্তর হবে। কারণ, "ইসলাম জিন্দা হোতাহ্যায় হর কারবালাকি বাদ"। রক্ত ঝরার পরই আবার ইসলাম জাগবে। এটা যে সত্য ধর্ম।
তাই বলি, বেল পাকলে কাকের লাভ নাই।
। । । । । । । । ।
রহমান
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫০
আজাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:০৮
কল্লোল পথিক বলেছেন:
যতার্থই বলেছেন।