নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

দাদারা খোদ ভারতেই দূর্গা পূজা উপলক্ষে মাত্র ১ দিন ছুটি। সেখানে বাংলাদেশে তোমরা ৫ দিন ছুটি চাও কোন সাহসে

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪০

দাদারা খোদ ভারতেই দূর্গা পূজা উপলক্ষে মাত্র ১ দিন ছুটি। সেখানে বাংলাদেশে তোমরা ৫ দিন ছুটি চাও কোন সাহসে
http://www.holiday-times.com/holiday-list-india/

দাদারা খোদ ভারতেই দূর্গা পূজা উপলক্ষে মাত্র ১ দিন ছুটি। সেখানে বাংলাদেশে তোমরা ৫ দিন ছুটি চাও কোন সাহসে

তোমরা যে ভারতকে হিন্দুরাষ্ট্র বলো,
তোমরা যে ভারতে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করে পাঠাও
তোমরা যে ভারতের কাছে সাহায্য চাও,
যে ভারতকে বাংলাদেশে আক্রমণ করতে বলো,
আগে তাকেই অনুসরণ করো, পরে না হয় এর চেয়ে বেশি চেয়ো।

আর এটাও জেনে রাখো বাংলাদেশেও হিন্দুরা দুর্গা পূজা উপলক্ষে ২ দিন ছুটি পায় (নবমীতে ঐচ্ছিক এবং দশমীতে সাধারণ)। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ হিসেবে মুসলমানরা ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন, এই ৩ দিন ছুটি পায়। তবে এবার ‍দুই সপ্তাহের শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি যোগ হয়ে ছুটির পরিমাণ ৯ দিন হয়েছে, তবে এই ৯ দিন মেলানোর জন্য শুধু ২৮ রোজার দিন,অর্থাৎ ১ দিন অতিরিক্ত প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি দিয়েছে।

এখানে মুসলমানদের হিংসে করে অযথা সাম্প্রদায়িকতা বাড়িয়ে লাভ নাই। মনে রেখো, হিন্দুরা বাংলাদেশে রাজার হালে থাকে, যে সুখ খোদ ভারতের হিন্দুরাও পায় না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

এম ফয়সাল বলেছেন: অসাধারণ লিখছেন ভাই

২| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

বিবেক ও সত্য বলেছেন: ভারতে হিন্দুদের ছুটি একদিন হলে সেখানে মুসলমানেরা একদিন ছুটি পাওয়ার হকদার। একইভাবে বাংলদেশের মুসলমানেরা ৫ দিন ছু’টি পেলে এখানে হিন্দুরাও ৫ দিন ছু’টির হকদার।

৩| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

বীরেনদ্র বলেছেন: হিন্দুরা যে রাজার হালে আছে তা বলাই বাহুল্য। পূর্নিমা রাজার হালে ধর্ষিত হয় এবং তার কোনো বিচার হয় না, পুরোহিতকে চাপাতি দিয়ে খুন করা হয় বিচার নেই। আর কত রাজার হাল?

৪| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

বীরেনদ্র বলেছেন: ঈদ উপলক্ষে চারদিন সরকারী ছুটি, ২৭ শে রোজা, এবং তিনদিন

৫| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

বীরেনদ্র বলেছেন: হিন্দুরা বাচার জন্যে দেশ ছাড়ছে আর এটাই রাজার হাল?

৬| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২১

ঢাকাবাসী বলেছেন: পত্রিকা পড়লেই বোঝা যায় হিন্দুরা শ্রেফ প্রান বাঁচাবার জন্য দেশ ছাড়ছে। সত্তর বছরের পুরোহিতকে খুন হতে হয়! আপনার নিক পড়ে বোঝা যায় আপনি একজন নেশাখোর । দেশের কথা পরে আসছে।

৭| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

গেম চেঞ্জার বলেছেন: এইটা সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট! দিস ইজ জাস্ট লেইম!!

৮| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বিজন রয় বলেছেন: তাহলে তো ভারত আপনার কাছে ভাল দেশ। তাই না?

আচ্ছা আজাদ মোল্লা, আপনার পূর্বসুরি অনুসারিরা, যাদের দেখিয়ে দেওয়া পথে আপনি চলেছেন, তারা বা তাদের মতবাদ এই পৃথিবীকে কি ভাল কিছু দিয়েছে? কোন পরিবর্তন এনছে? গত ৫০০ বৎসর একটু পর্যালোচনা করে দেখুন তো। আপনারা হলেন হাতেগোনা কয়েকজন। যা দেমের বা জাতির কোন কাজে লাগে না।

আপনার এই পোস্ট আপনাকে কি বলবে জানেন? তাও জানেন না।

৯| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আহলান বলেছেন: খারাপ কি ৫ দিন ছুটি সবাইকে বাড়তি দিয়ে দিলে মজাই হবে ...

১০| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:২৩

খোলা মনের কথা বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: এইটা সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট! দিস ইজ জাস্ট লেইম!! :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.