![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে দেখতে পারেন
বাংলাদেশে আসছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। কিশোরগঞ্জের ঘটনার অজুহাতে তারা বাংলাদেশে আসার প্রস্তাব দেয় এবং তাদের প্রস্তাব বাংলাদেশ সরকার মেনে নেয়।
আমি বলবো- বাংলাদেশী বাহিনীগুলো যথেষ্ট কথিত সন্ত্রাসবাদ সামাল দিতে, আলাদা করে ভারতীয় বাহিনী আনার কোন দরকার নাই। উল্লেখ্য ২০০৮ সালে মুম্বাই হামলা ঘটনা সামলা দিতে এই ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ছাড়াও আরো ৪টি ভারতীয় বাহিনীর সময় লেগেছিলো ৫৭ ঘণ্টা। নিহত হয়েছিলো ১৭৫ জন। সেখানে গুলশানের ঘটনা বাংলাদেশ সেনা বাহিনীর প্যারাকমান্ডোর সামাল দিতে লেগেছে মাত্র ১৫ মিনিট, হতাহতের সংখ্যাও অনেক কম। তাহলে ভারতীয় এনএসজির কি দরকার থাকতে পারে বাংলাদেশে ?
আমার মনে হয়, সরকার এখানে স্ট্রাটিজিক্যালী ভুল করছে। কারণ তাদের বোঝা উচিত, ক্ষমতায় এখন মোদি সরকার, কংগ্রেস সরকার নয়, আর মোদি সরকার পুরোপুরি মার্কিনপন্থী। যেহেতু আমেরিকা চাচ্ছে বাংলাদেশ সরকার স্বীকার করুক, বাংলাদেশে আইএস আছে, তাই ভারতের এনএসজিকে প্রবেশ করে মার্কিন স্বার্থ্যই বাস্তবায়ন করবে, বাংলাদেশী স্বার্থ নয়। ফলে ভারতীয় বাহিনীকে প্রবেশ করিয়ে আরো ফান্দে পড়তে যাচ্ছে আওয়ামী সরকার।
✎নয়ন
২| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতিসংঘে যে দেশের বাহিনীর এত সুনাম সবই িক তবে মিছে?
যদি সত্যি হয় তবে বাইরের দেশের সৈন্য আনা -এটা হবে সেনাবাহিনীর গালে চরম অপমানের থাপ্পর!
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
আজাদ মোল্লা বলেছেন: কথা যদি সত্য না তাহলে আমাদের সৈনিক দের মান বেচে যাবে , আর আশা করি মিথ্যা হবে কথাটা ।
আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার ।
৩| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এটা একটা আক্রমণাত্মক পোষ্ট। শুধুমাত্র একটি দলকে ইঙ্গিত করে পোষ্টটি করা হয়েছে।লেখক সাহেব কেন ভারতীয় বাহিনী দরকার নেই এর বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে আপনি অভিযোগ করেছেন।
আমার মতে দরকার আছে।যেমন যৌথ সামরিক মহড়া কেন হয়?ইউএসএ কেন ভারত/দঃকোরিয়ার সাথে সামরিক মহড়ায় অংশ নেয়?? ওরা কি ইউএসএ এর চেয়ে বেশি ভাল?? ব্যাপারটা মোটেও সেরকমন নয়।
এটা অনেকটা গ্রুপ স্টাডির মত।আপনি যেটা জানেন সেটা আমি জানি না।আমি যেটা জানি আপনি সেটা জানেন না।এখন আমরা যদি কিছুক্ষন এক সাথে বসে অাড্ডা দেই,তাহলে খুব সহজেই নিজেদের ঙ্গান বিনি ময় করতে পারব।
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০
আজাদ মোল্লা বলেছেন: ভাই আমি আপনার সাথে একমত না ,
তাহার কারণ হলো আমার দেশের বীর সৈন্য দের উপর বিশ্বাস আছে একদিনে সব শেষ হয়ে যাবে , বাচ্ছ শুধু সরকার সাথে থাকলে চলবে , পরগাচ্ছা লাগবেনা ,
ঈদ মোবারক
৪| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি সম্ভব হলে কোন গ্রহনযোগ্য পত্রিকার রেফারেন্স যুক্ত করেন। কেননা এই বিষয়েকে ভারতীয় দুতাবাস গুজব এবং মিথ্যে বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬
আজাদ মোল্লা বলেছেন: রেফারেন্সে দিয়েছি মুল পোস্টে , ঈদ মোবারক ।
৫| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫
সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: রিজভী ভাই দেশের যে অবস্থা শুরু হয়েছে, তাতে কোন কিছুরই কোন গ্যারান্টি নাই । আপনার মত একজন দেশ প্রেমিকের জন্য আমাদের চিন্তা হয় । আপনার নিরাপত্তার জন্য অতি দ্রুত (এনএসজি) নিয়োগ দেন, তাহলে আপনিও বাচলেন জাতিও একজন মেধাবী দেশপ্রেমিকের নিরাপত্তায় স্বস্তিতে থাকবে ।
০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৬
আজাদ মোল্লা বলেছেন: একটু বুঝতে পাড়লেই বাচ্ছ , আমার দেশের সেনা এখনও un নে নাম করা , আমার দেশের সেনা অন্যকে দেশকে সাহায্যে করে ওরা নিজের মা কে বাঁচাতে পারবেনা আমি মানতে পারছিনা ।
ঈদ মোবারক
৬| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: গুজব!
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশী বাহিনীগুলো যথেষ্ট কথিত সন্ত্রাসবাদ সামাল দিতে, আলাদা করে ভারতীয় বাহিনী আনার কোন দরকার নাই।
ভারতীয় বাহিনীকে প্রবেশ করিয়ে আরো ফান্দে পড়তে যাচ্ছে আওয়ামী সরকার-শুধূ নয় ফান্দে ফেলেত যাচ্ছে দেশকেো..যে ভয়াবহ ফাঁদ থেকে বেরিয়ে আসা মুশকিল হবে।
তাই সে নো টু আউট সাইট সোলজার!!!!