নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

জাতি ভুরি ভুরি এ+ চায় না, জাতি একটা মাত্র মানুষ চায়.....

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮



জাতি ভুরি ভুরি এ+ চায় না, জাতি একটা মাত্র মানুষ চায়.....

বাংলাদেশ আজ এ+ ভারে ন্যূজ। লক্ষ লক্ষ এ+ আর শিক্ষিতের তো অভাব নেই । কিন্তু জাতির জন্য একটা জিনিসের বড় অভাব, সেটা হলো একটা মাত্র মানুষের অভাব।

বাংলাদেশের ছেলেপেলেরা অনেক ট্যালেন্ট, অনেক কিছু অবদান রাখছে। কিন্তু সেটা বাংলাদেশে নয়, বিদেশে। বুয়েটের ছেলেপেলেরা খুব কম বাংলাদেশে থাকে, সবাই চলে যায় বিদেশে। কারণ বাংলাদেশে নাকি তাদের ক্যারিয়ার নাই। বিদেশ গেলে ক্যারিয়ার হবে, মোটা বেতন হবে। বুঝলাম ভাই, তুমি তোমার ক্যারিয়ারটা বুঝলে, কিন্তু মাতৃভূমির কথা একবার চিন্তা করলা না ?

বাংলাদেশে মসজিদ-ধর্মীয় প্রতিষ্ঠান কম নয়। প্রতি বছর মাদ্রাসার ছেলেরাও ভুরি ভুরি এ+ পায়। কিন্তু তারপরও দুর্নীতি কিন্তু কমে না। মসজিদের হুজুররা কি দুর্নীতি বিরোধী বয়ান করে না, আর যদিও করে তবে মানুষ শুনে না কেন ??

বুঝলাম ছেলেপেলে আগে থেকে ট্যালেন্ট হয়েছে, কিন্তু এ শিক্ষিত শ্রেনীর গন্ডি কতবড় ?
গার্লফেন্ড-বয়ফ্রেন্ড, সেলফি-ফেসবুক, খাওয়া-ঘুড়ে বেড়ানো, স্মার্ট ফোন-ট্যাব, টিভি-মুভি, মোজ-মাস্তি, ক্রিকেট-ফুটবল, ক্লাস-এ্যাসাইনমেন্ট এতটুকুই তো ?? এর বাইরে সীমানায় তারা কি দৃষ্টিপাত করতে পারবে ? তারা কি দেশ ও জাতি একটু চিন্তা করতে পারবে ?

পৃথিবীতে মানুষ হচ্ছে দুই প্রকার-
১) যে অপরকে ব্যবহার করে
২) যে অপরের দ্বারা ব্যবহৃত হয়।

অনেকেই হয়ত বলে- ইহুদীর পৃথিবীর অধিকাংশ বিষয় এখন নিয়ন্ত্রন করে। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করে ? তাদের জনসংখ্যা তো মাত্র কয়েক কোটি। তারমানে নিশ্চয়ই তারা অপর জনগোষ্ঠীগুলোকে ব্যবহার করে শক্তিশালী হয়েছে।

বাংলাদেশে তো ভুড়ি ভুড়ি শিক্ষিত বের হচ্ছে, খুব ভালো কথা ।
কিন্তু এরা পরবর্তীতে কি করবে ???
তারা কি দেশ ও জাতির স্বার্থে কাজ করবে ?
নাকি শুধু টাকার জন্য অন্যের স্বার্থের হয়ে কাজ করবে ?

তাই আমি এত ভুরি ভুরি এ+ দেশে আশান্বিত হই না, আমি কেবল একটা মানুষ খূুজি, মানুষ। যে নিজে অপশক্তির দ্বারা প্রভাবিত হবে না এবং অন্ধ দেশ ও দুর্বল জাতিকে সঠিক পথ দেখাবে, ব্যস এতটুকুই যথেষ্ট।

--------------------------------------------
✎✎✎✎ Noyon

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.