নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে পরিচিত করার চেষ্টা করে যাচ্ছি ।

িবর্ন জামান

বর্তমান সময়ের অচল মানব আমি

িবর্ন জামান › বিস্তারিত পোস্টঃ

আবার আসিবো ফিরে .....

১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫

সে অনেক দিন আগের কথা । এই ব্লগ এ অনেক কথা লিখতে ইচ্ছা করত বা লিখতে চেষ্টা করতাম। তার পর অনেক দিন অনেক সময় বয়ে গেল। অনেক কথা জমা হতে থাকলো। মন চাইতো প্রান খুলে লিখতে তথা বলতে নিজের কষ্টের কথাগুলো।কিন্তু অনলাইনে লিখার অন্যতম মাধ্যম ইন্টারনেট চালানোর ব্যয়বার বহন করার ক্ষমতা আমার ছিলনা। এখন পারি অনেক কিছুই পারি। কিন্তু মন আর সায় দেয় না। কেননা লিখে আর কি হবে। আমার কথায় বা লেখায় কি পরিবর্তন আসবে। আসবে না । আসতে পারে ও না । আমি জানি সময় মানুষ কে কত ভাবে নাড়া দেয়। কার ভূলে কে পাপী হয়। রাস্তায় ট্রাফিক জ্যাম। অফিসে লেট। দোষ আমার চাকুরী নাই। মাত্র ১৬ দিন হয় আমার প্রথম সন্তানের জন্ম। অহ্ !!!! কি অনুভূতি একদিকে আনন্দ। আর অন্যদিকে !!!! অজানা আতঙ্ক। কাউকে বলতেও পরি না......থাক আর নয়। আজ আমি আমার আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমার সন্তান কে নিয়ে।

সবাই ভালো থাকুক এই কামনায় বিদায়......................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.