![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বার ইংরেজী নববর্ষ এলে নিজের আজান্তে মনে পরে যায় সে লাঞ্ছিত বাধনের কথা। যার জন্য আজ ও আমারা সেই কলঙ্কিত রাতের জন্য লজ্জিত হই।এখন ও আমাদের প্রতিটি ইংরেজী নববর্ষ এর রাতে কড়া নিড়াপত্তার চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়।যা স্বাধী্ন দেশে পরাধিনতার শেকল পরানওর মতই অনেকটা। যাক মেনে লিলাম সে না হয় আমাদের ধার করা সংস্কৃতি। কিন্তু একি হল এখন কি নিজের সংস্কৃতি ।। না !! নিজের প্রান কে উপলব্দি করতে হলে ও কি এখন নিরাপত্তা নামক পরাধিনতার শেকল পরতে হবে।
একেই বলে
কার ভুলে হয় কে পাপী
দোষ কার তা জানি না।
সবই বুঝি
বুঝার যা তা, ইচ্ছে করে বুঝি না ।
©somewhere in net ltd.