![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর মাত্র কয়েক দিন বাকি, বহু বছর পর বাংলার বুকে আমদের রাজধানী ঢাকা এর নগর পিতা নির্বাচন করা হবে। কিন্তু কে হবে এই নগর এর পিতা। আগে থেকে কি বলা যাবে। সে জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক টা দিন । কিন্তু মামা এরা কারা !! ভোট দিবো কাদের । এরা ত সেই চির চেনা একই ক্ষেতের মুলা। ভেবে ছিলাম তারুন্য ভরা তুলনামুলক যুবক নেতা সমৃদ্ধ সিটি নির্বাচন এ আসবে পরিবর্তনের ছোয়া। কিন্তু এরা ত সেই গতানুগতিক রাজনৈ্তিক ধারা থেকে বেড় হয়ে আসতে পারছে না। আর আসবে বা কি করে পৈ্তিক ভাবে যেমন রাজনৈ্তিক ক্ষমতা পাইছে তার সাথে ফ্রি তে পাওযা বস্তা পচাঁ তথা কথিত রাজনৈ্তিক আর্দশ শরীর থেকে মুছে ফেলতে পারছে না। আবার এদের মধে এমন ও কেউ কেউ আছে যে কোন দিন রাজনৈ্তিক কারনে রাজ পথের ধুলি মাখা পথে হাটার নুন্যতম অভিজ্ঞতা নাই । তাহলে প্রশ্ন থাকে এরা কিভাবে হাজার ও সমস্যায় জর্জরিত ঢাকার ধুলি মাখা পথে কাজ করবে ?? তাহলে আবার ও সেই নাটকের পুনরাবৃত্তি । আবার ও সেই চির চেনা
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
িবর্ন জামান বলেছেন: "ডাকা্ত " ভাল বললেন ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
নগর পিতা? বালের পিতা, ডাকাত আসছে!