![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো ।
সকলে কাদিয়ে যায় মা.।
এ পৃথিবীর কেউ ভালো ত বাসে না । । ।
তাই যত্ন এ রাখিও মাগো তোমার বুকে
যাতে কেউ দুঃখ না দিতে পারে।
এ পৃথিবীর মানুষ গুলো বড় বেসামাল,
কোথায় কারে দুঃখ দেয় ভাবে না তার কাল।
আমি দেখেছি মাগো তোমার কাছে সুখেরেই সাগর।
তবে কেন তুমি ছাড়া দুঃখর ই প্লাবন।
মা,মাগো আমি বাচতে চাই। । ।
২| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
িবর্ন জামান বলেছেন: সেটাই আজ ও ভালো করে বুঝে উঠতে পারলাম না ।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০
রাফা বলেছেন: " মা" সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ উপহার।